পুনে, 19 জুলাই: শিক্ষানবিশ আইএএস পূজা খেড়করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ৷ সিভিল সার্ভিসেস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে ৷ এফআইআরের পাশাপাশি পূজা খেড়করকে তাঁর পদ খারিজ সংক্রান্ত শো-কজ নোটিশও পাঠিয়েছে ইউপিএসসি ৷ তিনি মহারাষ্ট্রের পুনে জেলার সহকারী কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন ৷
কমিশন বিবৃতিতে জানিয়েছে, "ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পূজা মনোরমা দিলীপ খেড়করের অপরাধমূলক কাজকর্মের বিস্তারিত তদন্ত করেছে ৷ তিনি 2022 সালের সিভিল সার্ভিসেস পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন ৷" জানা যায়, পূজা খেড়কর ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেট দেখিয়ে ইউপিএসসি পরীক্ষা পাশ করেছিলেন ৷ এরপর ছ'বার মেডিক্যাল পরীক্ষা এড়িয়ে গিয়েছেন ৷ এছাড়া তিনি তাঁর জাতিগত শংসাপত্রের ক্ষেত্রেও ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন ৷
UPSC has, initiated a series of actions against her, including Criminal Prosecution by filing an FIR with the Police Authorities and has issued a Show Cause Notice (SCN) for cancellation of her candidature of the Civil Services Examination-2022/ debarment from future… pic.twitter.com/ho417v93Ek
— ANI (@ANI) July 19, 2024
ইউপিএসসি-র তরফে আরও জানানো হয়, "এই তদন্তে জানা গিয়েছে, তিনি (পূজা খেড়কর) তাঁর ভুয়ো পরিচয় দিয়েছেন ৷ তাঁর নাম বদলেছেন, তাঁর বাবা ও মায়ের নামও, এমনকী তাঁর ফোটোগ্রাফ, স্বাক্ষর, তাঁর ই-মেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানাও পালটেছেন ৷"
এই পরিস্থিতিতে ইউপিএসসি শিক্ষানবিশ আইএএস পূজা খেড়করের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ইউপিএসসির বিবৃতি অনুযায়ী, "তাই ইউপিএসসি একগুচ্ছ পদক্ষেপ করেছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, 2022 সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় তাঁর পদ বাতিল সংক্রান্ত শো-কজ নোটিশ জারি করা হয়েছে ৷ 2022 সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার নিয়ম অনুযায়ী তিনি ভবিষ্য়তে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকবেন ৷"