ETV Bharat / bharat

দোষী সাব্যস্ত পূজা, বসতে পারবেন না ইউপিএসসির কোনও পরীক্ষায় - PUJA KHEDKAR - PUJA KHEDKAR

Puja Khedkar Controversy: শিক্ষানবিশ আইএএস পূজা খেড়করের প্রার্থীপদ বাতিল করল ইউপিএসসি ৷ ভবিষ্যতে সে আর কোনও পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানা গিয়েছে ৷

IAS Puja Khedkar
দোষী সাব্যস্ত আইএএস পূজা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 5:27 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করের অস্থায়ী প্রার্থীপদ বাতিল করল ৷ একইসঙ্গে, ভবিষ্যতে সে কোনও পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে ইউপিএসসি ৷

বুধবার এক বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছে, যাবতীয় রেকর্ড এবং বিষয়গুলি ভালোভাবে পরীক্ষা করা হয়েছে ৷ পূজা খেড়করকে 2022 সালের সিএসই সংক্রান্ত বিধি লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ইউপিএসসি তার বিবৃতিতে বলেছে, "সিএসই-2022-এর জন্য তার অস্থায়ী প্রার্থীপদ বাতিল করা হয়েছে ৷ তাঁকে ইউপিএসসি-এর ভবিষ্যতের সমস্ত পরীক্ষা থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।"

কেন এই সিদ্ধান্তে তারা পৌঁছেছে তা ব্যাখ্যা করে কমিশন জানিয়েছে, গত 18 জুলাই পূজা খেড়করকে তাঁর পরিচয় জাল করে পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করার জন্য একটি শে-কজ নোটিশ জারি করা হয়েছিল। 25 জুলাইয়ের মধ্যে তাঁর বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য আগামী 4 অগস্ট পর্যন্ত সময় চেয়েছিলেন পূজা ৷

ইউপিএসসি বলেছে, "পূজা খেড়করের অনুরোধ বিবেচনা করে এবং ন্যায়বিচারের বিষয়গুলিকে মান্যতা দিয়ে তাঁকে 30 জুলাই বিকাল সাড়ে তিনটে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ সেই সঙ্গে, এটিও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল, এটি তাঁর কাছে শেষ এবং চূড়ান্ত সুযোগ ৷ এই সময়ের পর আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না। এটিও তাঁকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, যদি ওই তারিখের মধ্যে কোনও প্রতিক্রিয়া না পাওয়া যায় তবে ইউপিএসসি তাঁর কাছ থেকে আর কোনও রেফারেন্স না নিয়েই পরবর্তী পদক্ষেপ বা ব্যবস্থা নেবে ৷" কমিশন জানিয়েছে, সময় বাড়ানো সত্ত্বেও, পূজা নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ব্যাখ্যা জমা দিতে ব্যর্থ হয়েছেন ৷

কমিশন আরও জানিয়েছে, পূজা খেড়কর শুধুমাত্র তাঁর নাম নয়, বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। পাশাপাশি পূজার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কমিশন তাদের এসওপিকে আরও শক্তিশালী করার চিন্তা ভাবনাও করছে ৷ যাতে ফের এমন কোনও ঘটনা না ঘটে ৷ মিথ্যা শংসাপত্র জমা দেওয়ার অভিযোগের বিষয়ে, ইউপিএসসি স্পষ্ট করেছে, যোগ্য কর্তৃপক্ষের দ্বারা শংসাপত্র জারি করা হয়েছে কি না, সার্টিফিকেট প্রদানের তারিখ, শংসাপত্রের উপর কোনও ওভাররাইট আছে কি না, এইসব বিষয় দেখা হয়। সাধারণত, এরপরই শংসাপত্র গৃহীত হয়। প্রতি বছর প্রার্থীদের জমা করা হাজার হাজার শংসাপত্রের সত্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইউপিএসসির কাছে নেই ৷

নয়াদিল্লি, 31 জুলাই: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করের অস্থায়ী প্রার্থীপদ বাতিল করল ৷ একইসঙ্গে, ভবিষ্যতে সে কোনও পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে ইউপিএসসি ৷

বুধবার এক বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছে, যাবতীয় রেকর্ড এবং বিষয়গুলি ভালোভাবে পরীক্ষা করা হয়েছে ৷ পূজা খেড়করকে 2022 সালের সিএসই সংক্রান্ত বিধি লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ইউপিএসসি তার বিবৃতিতে বলেছে, "সিএসই-2022-এর জন্য তার অস্থায়ী প্রার্থীপদ বাতিল করা হয়েছে ৷ তাঁকে ইউপিএসসি-এর ভবিষ্যতের সমস্ত পরীক্ষা থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।"

কেন এই সিদ্ধান্তে তারা পৌঁছেছে তা ব্যাখ্যা করে কমিশন জানিয়েছে, গত 18 জুলাই পূজা খেড়করকে তাঁর পরিচয় জাল করে পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করার জন্য একটি শে-কজ নোটিশ জারি করা হয়েছিল। 25 জুলাইয়ের মধ্যে তাঁর বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য আগামী 4 অগস্ট পর্যন্ত সময় চেয়েছিলেন পূজা ৷

ইউপিএসসি বলেছে, "পূজা খেড়করের অনুরোধ বিবেচনা করে এবং ন্যায়বিচারের বিষয়গুলিকে মান্যতা দিয়ে তাঁকে 30 জুলাই বিকাল সাড়ে তিনটে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ সেই সঙ্গে, এটিও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল, এটি তাঁর কাছে শেষ এবং চূড়ান্ত সুযোগ ৷ এই সময়ের পর আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না। এটিও তাঁকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, যদি ওই তারিখের মধ্যে কোনও প্রতিক্রিয়া না পাওয়া যায় তবে ইউপিএসসি তাঁর কাছ থেকে আর কোনও রেফারেন্স না নিয়েই পরবর্তী পদক্ষেপ বা ব্যবস্থা নেবে ৷" কমিশন জানিয়েছে, সময় বাড়ানো সত্ত্বেও, পূজা নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ব্যাখ্যা জমা দিতে ব্যর্থ হয়েছেন ৷

কমিশন আরও জানিয়েছে, পূজা খেড়কর শুধুমাত্র তাঁর নাম নয়, বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। পাশাপাশি পূজার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কমিশন তাদের এসওপিকে আরও শক্তিশালী করার চিন্তা ভাবনাও করছে ৷ যাতে ফের এমন কোনও ঘটনা না ঘটে ৷ মিথ্যা শংসাপত্র জমা দেওয়ার অভিযোগের বিষয়ে, ইউপিএসসি স্পষ্ট করেছে, যোগ্য কর্তৃপক্ষের দ্বারা শংসাপত্র জারি করা হয়েছে কি না, সার্টিফিকেট প্রদানের তারিখ, শংসাপত্রের উপর কোনও ওভাররাইট আছে কি না, এইসব বিষয় দেখা হয়। সাধারণত, এরপরই শংসাপত্র গৃহীত হয়। প্রতি বছর প্রার্থীদের জমা করা হাজার হাজার শংসাপত্রের সত্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইউপিএসসির কাছে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.