ETV Bharat / bharat

হাথরসে কি ষড়যন্ত্র ? ঘটনার গভীরে গিয়ে তদন্তের নির্দেশ যোগীর - Hathras stampede - HATHRAS STAMPEDE

Hathras stampede: হাথরসের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন যোগী আদিত্যনাথ ৷ এদিন তিনি অভিযুক্ত 'ভোলে বাবা'র বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ৷ পলাতক সাধুকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি ৷

ETV BHARAT
আহতদের দেখতে হাসপাতালে যোগী (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 12:47 PM IST

Updated : Jul 3, 2024, 3:52 PM IST

হাথরস, 3 জুলাই: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সৎসঙ্গের ভোলে বাবা নারায়ণ হরিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডিজিপিকে তাঁর কড়া নির্দেশ, অবিলম্বে খুঁজে বের করতে হবে পলাতক সাধুকে ৷ শোনা যাচ্ছে, তিনি হয়তো মইনপুরীর আশ্রমে লুকিয়ে রয়েছেন । ওই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে আজ দেখা করেন যোগী আদিত্যনাথ ৷

হাথরস নিয়ে কড়া পদক্ষেপ যোগীর (ভিডিয়ো: এএনআই)

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "দুর্ঘটনার কারণের প্রাথমিক ব্যবস্থা দেখতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং গতকাল থেকে আমাদের তিন জন মন্ত্রী সেখানেই রয়েছেন ৷ মুখ্যসচিব এবং পুলিশের ডিজিরাও গতকাল থেকে সেখানেই রয়েছেন ৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশাসন ইতিমধ্যেই এই পুরো ঘটনার জন্য যারা দায়ী তাদের কাছ থেকে জবাবদিহি চাওয়া শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তের শেষে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করব ।"

যোগী আরও বলেন, "এডিজি আগ্রার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । ঘটনার গভীরে যেতে বলা হয়েছে । যদি এটি একটি দুর্ঘটনা হয় তবে এর কারণ কী এবং এটি যদি একটি ষড়যন্ত্র হয় তবে এর পিছনে কে রয়েছে ? এ বিষয়ে তদন্ত করা হচ্ছে । দায়ীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে ।"

হাথরসের ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয় বলে মত যোগী আদিত্যনাথের ৷ তিনি বলেন, "কিছু লোকের এই ধরনের দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনাকে রাজনীতি করার প্রবণতা রয়েছে । এই লোকেদের 'চোরি ভি অর সিনাজোরি ভি' স্বভাব রয়েছে । সবাই জানে কার সঙ্গে ভদ্রলোকের (সাধু) ছবি । আর কার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক আছে ৷ এর পেছনে কারা ছিল ? এর জন্য জনগণকে দায়ী করা হবে...৷"

হতাহতদের আর্থিক সাহায্যের বিষয়ে এদিন যোগী বলেন, "...রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে । এই ঘটনার শিকার হওয়া নিরীহ মানুষদের নাবালক শিশুরা, যারা স্কুল ছাত্র, তাদের শিক্ষার সুবিধা দেওয়া হবে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনার অধীনে । প্রত্যেক মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এবং যাঁরা সামান্য আহত হয়েছেন তাঁদের 1 লক্ষ টাকা দেওয়া হবে ৷" শীর্ষ এক সরকারি আধিকারিক বুধবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং জেলা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন ।

উত্তরপ্রদেশ পুলিশ বুধবার ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ তাদের বিরুদ্ধে প্রমাণ গোপন রাখার অভিযোগ আনা হয়েছে ৷ পাশাপাশি, ধর্মীয় জমায়েতের জন্য আশি হাজার জনসমাগমের অনুমতি থাকলেও সেই শর্ত ভাঙারও অভিযোগ রয়েছে ৷ কারণ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় 2.5 লক্ষ ভক্ত ৷ মঙ্গলবার হাথরসের ওই ধর্মীয় জমায়েতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় 121 জনের ৷ আহত হয়েছেন 28 জন ৷

হাথরসের পদপিষ্ট হওয়ার ঘটনার পর সবার নজর এখন ভোলে বাবার দিকে । সূত্রের তরফে জানা গিয়েছে, ভোলে বাবা মঙ্গলবার গভীর রাতে বিছওয়ায় হাইওয়েতে অবস্থিত আশ্রমে গিয়েছিলেন । তাঁর সেখানে আসার কথা নিয়ে আগে থেকেই চর্চা চলছিল ৷ সেই কারণেই তাঁর ভক্তরাও সেখানে ভিড় জমাতে শুরু করেন । রাতের মধ্যে বিপুল সংখ্যক ভক্ত সেখানে পৌঁছে যান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিছওয়া থানার পুলিশ। ভোগগাঁওয়ের সিও সুনীল কুমারও আশ্রমে পৌঁছন । কিন্তু ভোলে বাবার সঙ্গে তাঁর দেখা হয়নি । গণমাধ্যমের কর্মীরাও এই ঘটনার পর থেকে ভোলে বাবার সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ভোলে বাবা কারও সঙ্গে কথা বলেননি ।

হাথরস, 3 জুলাই: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সৎসঙ্গের ভোলে বাবা নারায়ণ হরিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডিজিপিকে তাঁর কড়া নির্দেশ, অবিলম্বে খুঁজে বের করতে হবে পলাতক সাধুকে ৷ শোনা যাচ্ছে, তিনি হয়তো মইনপুরীর আশ্রমে লুকিয়ে রয়েছেন । ওই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে আজ দেখা করেন যোগী আদিত্যনাথ ৷

হাথরস নিয়ে কড়া পদক্ষেপ যোগীর (ভিডিয়ো: এএনআই)

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "দুর্ঘটনার কারণের প্রাথমিক ব্যবস্থা দেখতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং গতকাল থেকে আমাদের তিন জন মন্ত্রী সেখানেই রয়েছেন ৷ মুখ্যসচিব এবং পুলিশের ডিজিরাও গতকাল থেকে সেখানেই রয়েছেন ৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশাসন ইতিমধ্যেই এই পুরো ঘটনার জন্য যারা দায়ী তাদের কাছ থেকে জবাবদিহি চাওয়া শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তের শেষে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করব ।"

যোগী আরও বলেন, "এডিজি আগ্রার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । ঘটনার গভীরে যেতে বলা হয়েছে । যদি এটি একটি দুর্ঘটনা হয় তবে এর কারণ কী এবং এটি যদি একটি ষড়যন্ত্র হয় তবে এর পিছনে কে রয়েছে ? এ বিষয়ে তদন্ত করা হচ্ছে । দায়ীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে ।"

হাথরসের ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয় বলে মত যোগী আদিত্যনাথের ৷ তিনি বলেন, "কিছু লোকের এই ধরনের দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনাকে রাজনীতি করার প্রবণতা রয়েছে । এই লোকেদের 'চোরি ভি অর সিনাজোরি ভি' স্বভাব রয়েছে । সবাই জানে কার সঙ্গে ভদ্রলোকের (সাধু) ছবি । আর কার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক আছে ৷ এর পেছনে কারা ছিল ? এর জন্য জনগণকে দায়ী করা হবে...৷"

হতাহতদের আর্থিক সাহায্যের বিষয়ে এদিন যোগী বলেন, "...রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে । এই ঘটনার শিকার হওয়া নিরীহ মানুষদের নাবালক শিশুরা, যারা স্কুল ছাত্র, তাদের শিক্ষার সুবিধা দেওয়া হবে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনার অধীনে । প্রত্যেক মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এবং যাঁরা সামান্য আহত হয়েছেন তাঁদের 1 লক্ষ টাকা দেওয়া হবে ৷" শীর্ষ এক সরকারি আধিকারিক বুধবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং জেলা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন ।

উত্তরপ্রদেশ পুলিশ বুধবার ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ তাদের বিরুদ্ধে প্রমাণ গোপন রাখার অভিযোগ আনা হয়েছে ৷ পাশাপাশি, ধর্মীয় জমায়েতের জন্য আশি হাজার জনসমাগমের অনুমতি থাকলেও সেই শর্ত ভাঙারও অভিযোগ রয়েছে ৷ কারণ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় 2.5 লক্ষ ভক্ত ৷ মঙ্গলবার হাথরসের ওই ধর্মীয় জমায়েতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় 121 জনের ৷ আহত হয়েছেন 28 জন ৷

হাথরসের পদপিষ্ট হওয়ার ঘটনার পর সবার নজর এখন ভোলে বাবার দিকে । সূত্রের তরফে জানা গিয়েছে, ভোলে বাবা মঙ্গলবার গভীর রাতে বিছওয়ায় হাইওয়েতে অবস্থিত আশ্রমে গিয়েছিলেন । তাঁর সেখানে আসার কথা নিয়ে আগে থেকেই চর্চা চলছিল ৷ সেই কারণেই তাঁর ভক্তরাও সেখানে ভিড় জমাতে শুরু করেন । রাতের মধ্যে বিপুল সংখ্যক ভক্ত সেখানে পৌঁছে যান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিছওয়া থানার পুলিশ। ভোগগাঁওয়ের সিও সুনীল কুমারও আশ্রমে পৌঁছন । কিন্তু ভোলে বাবার সঙ্গে তাঁর দেখা হয়নি । গণমাধ্যমের কর্মীরাও এই ঘটনার পর থেকে ভোলে বাবার সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ভোলে বাবা কারও সঙ্গে কথা বলেননি ।

Last Updated : Jul 3, 2024, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.