ওয়াশিংটন, 24 অগস্ট: মার্কিন সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তারমধ্যেই ভারতের কাছে সাবমেরিন বিরোধী যুদ্ধাস্থ সোনোবুয় এবং অন্যান্য সরঞ্জামগুলি বিক্রির অনুমোদন দিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, এন্টনি ব্লিঙ্কেন ৷ ওই যুদ্ধাস্ত্রগুলির আনুমানিক দাম 52.8 মিলিয়ন মার্কিন ডলার ৷
Had fruitful interaction with leading U.S. defence companies at the Defence Industry – Roundtable organised by @USISPF (US India Strategic Partnership Forum).
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2024
Invited them to work with Indian partners to accelerate our Make in India program towards achieving Atmanirbharta in… pic.twitter.com/3CTXLw3Lfy
ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এই আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র প্রদান করেছে ৷ এই সম্ভাব্য বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ৷ মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (Defence Security Cooperation Agency) এক বিবৃতিতে একথা জানিয়েছে ৷
সেই বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার AN/SSQ-53G হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (HAASW) সোনোবুয়স কেনার আবেদন করেছে ৷ AN/SSQ-62F HAASW sonobuoys ; AN/SSQ-36 টেকনিক্যাল অ্যান্ড পাবলিকেশনস এবং ডেটা ডকুমেন্টেশন এবং লজিস্টিক এবং প্রোগ্রাম সার্ভিসের আনুমানিক মূল্য 52.8 মিলিয়ন মার্কিন ডলার।
Excellent meeting with my dear friend @SecDef Lloyd Austin. We reviewed the existing defence cooperation activities and discussed ways to deepen it further.
— Rajnath Singh (@rajnathsingh) August 23, 2024
The signing of Security of Supply Arrangements and the agreement for positioning of Indian officers at key US commands… pic.twitter.com/wejbKjWOHI
বিশেষজ্ঞরা মনে করছেন, এই লেনদেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করবে ৷ দু’দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ ৷ এই যুদ্ধাস্ত্র কেনায় MH-60R হেলিকপ্টার থেকে সাবমেরিন বিরোধী যুদ্ধাস্ত্রের ক্ষমতা বাড়বে ৷
বৈঠকে রাজনাথ সিং-লয়েড অস্টিন:
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষাক্ষেত্রে সহযোগিতা, শিল্প সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন রাজনাথ সিং ৷ এছাড়াও ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেন সচেতনতা, এবং ভারত মহাসাগরে মেরিটাইম ডোমেন সচেতনতা বাড়ানোর জন্য পরবর্তী ব্লু-প্রিন্ট নিয়েও আলোচনা হয়েছে ।
Delighted to meet the National Security Advisor of the United States @jakesullivan and share perspectives on key strategic matters of mutual interest. pic.twitter.com/N9fEQIGP0X
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2024
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার স্বাক্ষরিত SOSA (The Security of Supplies Arrangement) উভয় দেশের প্রতিরক্ষা শিল্প বাস্তুতন্ত্রকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করবে ৷ সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হেড-কোয়ার্টার স্পেশাল অপারেশন কমান্ডে প্রথম লিয়াজোঁ অফিসার মোতায়েন করা হবে ৷”
অন্যদিকে রাজনাথ সিং এই চুক্তির পর একটি এক্স পোস্ট করেন ৷ একটি ‘চমৎকার বৈঠক’ বলে অভিহিত করেছেন ৷ তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক হয়েছে । আমরা বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রম পর্যালোচনা করেছি ।’’