নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: পোর্টব্লেয়ারের নাম বদলে গেল । এখন থেকে এই কেন্দ্র শাসিত অঞ্চলের নাম হল শ্রী বিজয়পুরম । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার এ কথা ঘোষণা করেছেন । তিনি জানান, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে এই জায়গাটির বিশেষ তাৎপর্য আছে । তাই ঔপনিবেশিক প্রভাব মুক্ত করতেই নাম পরিবর্তনের ভাবনা ।
देश को गुलामी के सभी प्रतीकों से मुक्ति दिलाने के प्रधानमंत्री श्री @narendramodi जी के संकल्प से प्रेरित होकर आज गृह मंत्रालय ने पोर्ट ब्लेयर का नाम ‘श्री विजयपुरम’ करने का निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) September 13, 2024
‘श्री विजयपुरम’ नाम हमारे स्वाधीनता के संघर्ष और इसमें अंडमान और निकोबार के योगदान को…
এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে থাকা ঔপনিবেশিক প্রভাব দূর করার কাজ শুরু করেছেন । তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা পোর্টব্লেয়ারের নাম পরিবর্তন করা হচ্ছে । এখন থেকে নতুন নাম হবে শ্রী বিজয়পুরম । আগের নামে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন হত । কিন্তু এই নামটি ভারতের স্বাধীনতা সংক্রামে এই এলাকার অবদানকে সদর্থকভাবে তুলে ধরবে । আন্দামানের যে সদর্থক ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দলনে ছিলেন তাও প্রতিফলিত হবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
নিজের পোস্টে আন্দামানের গৌরবময় ইতিহাসের দিকটাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । জানান, অতীতে চোল বংশের নৌসোনার প্রধান কেন্দ্র ছিল এই আন্দামান । আর এখন সেই আন্দামানই সামরিক ক্ষেত্রে ভারতের শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান কেন্দ্র । এই ভূ-খণ্ডেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু । এখানকার সেলুলার জেলে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন বীর সাভারকারের মতো বহু মহান স্বাধীনতা সংগ্রামী ।
এর আগে আন্দামানের একটি দ্বীপের নাম নেতাজির নামে করা হয়েছিল । সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, "সর্বাগ্রে ভারতে গুরুত্ব দিতে হবে ৷ এই নীতিকে সামনে রেখেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি দ্বীপের নামকরণ করা হয়েছে৷ পাশাপাশি সেই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী অভিযোগ করেন পূর্বতন কংগ্রেস সরকার নেতাজিকে তাঁর প্রাপ্য সম্মান দেয়নি ।
এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিতেই দ্বীপের নামকরণ, জানালেন প্রধানমন্ত্রী