গুয়াহাটি ও দেরাদুন, 6 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে দুই বিজেপি রাজ্যে পরীক্ষা বিজেপির ৷ ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে উত্তরাখণ্ডের বিধানসভায় ৷ সারা দেশে ইউসিসি চালু হওয়ার আগে পরীক্ষামূলকভাবে উত্তরাখণ্ডে প্রথম এই বিধি কার্যকর হবে ৷ এর পাশাপাশি রাজ্যের নিচুস্তরের মধ্য়ে প্রচলিত বহুবিবাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করতে তৎপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷
দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করতে চাইছে বিজেপি সরকার ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, লোকসভা নির্বাচনের আগে এই বিধি কার্যকর করে রাজনৈতিক চাল চালতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিল আইন হলে দেশজুড়ে একই দেওয়ানি আইন কার্যকর হবে ৷ তবে ইতিমধ্যে এই আইন চালু রয়েছে পশ্চিমের গোয়ায় ৷ পতুর্গিজ শাসনকাল থেকে এখনও রাজ্যে ইউসিসি আইন বলবৎ রয়েছে ৷
উত্তরাখণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা প্রায় 14 লক্ষ, যা মোট জনসংখ্যার 13.95 শতাংশ ৷ এদিকে অসমে 34.22 শতাংশই সংখ্যালঘু ৷ 1 কোটিরও বেশি সংখ্যালঘু বাস করে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে ৷ এই দু'টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিবাদ করেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ ৷
এদিকে মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হবে ইউসিসি ৷ তার আগে সরকারের উচ্চস্তরীয় কমিটি এই বিল পর্যালোচনা করে দেখে অনুমোদন করে ৷ তারপর রবিবারই উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে ৷ উত্তরের এই রাজ্যে এই আইন কার্যকর হলে স্বাধীনতার পর উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হিসেবে ইউসিসি-কে কার্যকর করবে ৷ লোকসভা নির্বাচনের আগে উত্তরে ইউসিসি কার্যকর হতে চলেছে ৷
উত্তরাখণ্ডে ইউসিসি লাগু হওয়ার পরেই হয়তো অসমের মুখ্যমন্ত্রীও তাঁর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবেন ৷ গত শুক্রবার হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তাঁর সরকার উত্তরাখণ্ডে ইউসিসি চালু পর কী হয়, সে বিষয়ে নজর রাখছে ৷ অসমের বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ এর মধ্যেই বহুবিবাহ নিষিদ্ধ করতে আইন আনবে সরকার ৷
আরও পড়ুন: