ETV Bharat / bharat

রেললাইনে ঘুড়ির পিছনে দৌঁড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু 2 কিশোরের - Run over by Train - RUN OVER BY TRAIN

Run over by Train: বরেলিতে কাটা ঘুড়ি নিতে করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের ৷ রেল লাইন ধরে ঘুড়ির পিছনে দৌঁড়নোর জেরেই মৃত্যু বলে জানা গিয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 12:06 PM IST

বরেলি, 15 এপ্রিল: রেললাইনের কাছে কাটা ঘুড়ি আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই কিশোরের। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্য়ায় সিবিগঞ্জের মিলাক রোথা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর দুই কিশোরের পরিবারের লোকজন শোকে ভেঙে পড়েছে ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বরেলির সিবিগঞ্জ থানা এলাকার পারসোনা গ্রামের বাসিন্দা আট বছর বয়সি ফয়েজ এবং মহেশপুর গ্রামের বাসিন্দা 12 বছরের সাজিদ রবিবার সন্ধ্যায় মিলাক রোথা গ্রামের কাছে রেললাইনের ধারে খেলছিল। এখানেই আশেপাশের ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছিল। সেখান থেকেই একটা কাটা ঘুড়ি উড়ে আসে ৷ আর তা নেওয়ার জন্যই ঘুড়ির পিছনে দৌড়ে যায় ওই দুই কিশোর ৷

জানা গিয়েছে, কাটা ঘুড়ির পিছনে ছুটতে ছুটতেই তারা রেললাইনের কাছে পৌঁছে যায়। দু'জনেরই সম্পূর্ণ মনোযোগ ঘুড়ির দিকে থাকায় অন্য প্রান্ত থেকে ছুটে আসে ট্রেনটিকে দেখতে পায়নি দু'জনেই। এর জেরে দুই কিশোরকেই ধাক্কা মারে ছুটন্ত ট্রেনটি ৷ ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কার্যত ভিড় জমে যায়। পুলিশকেও খবর দেওয়া হয় ৷ কিছুক্ষণের মধ্যে সিবিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সিবিগঞ্জ থানার ইনচার্জ ইন্সপেক্টর রাধেশ্যাম জানিয়েছেন, সাজিদ তার দাদুর বাড়িতে থাকত ৷ অন্য কিশোর ফয়েজ তার ভাই-বোনদের মধ্যে দ্বিতীয় ছিল। দুই কিশোরের পরিবারই হতদরিদ্র।

আরও পড়ুন

পাকিস্তানে গুলি করে হত্যা সরবজিতের খুনি সরফরাজকে

কানপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মৌলানা

বরেলি, 15 এপ্রিল: রেললাইনের কাছে কাটা ঘুড়ি আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই কিশোরের। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্য়ায় সিবিগঞ্জের মিলাক রোথা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর দুই কিশোরের পরিবারের লোকজন শোকে ভেঙে পড়েছে ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বরেলির সিবিগঞ্জ থানা এলাকার পারসোনা গ্রামের বাসিন্দা আট বছর বয়সি ফয়েজ এবং মহেশপুর গ্রামের বাসিন্দা 12 বছরের সাজিদ রবিবার সন্ধ্যায় মিলাক রোথা গ্রামের কাছে রেললাইনের ধারে খেলছিল। এখানেই আশেপাশের ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছিল। সেখান থেকেই একটা কাটা ঘুড়ি উড়ে আসে ৷ আর তা নেওয়ার জন্যই ঘুড়ির পিছনে দৌড়ে যায় ওই দুই কিশোর ৷

জানা গিয়েছে, কাটা ঘুড়ির পিছনে ছুটতে ছুটতেই তারা রেললাইনের কাছে পৌঁছে যায়। দু'জনেরই সম্পূর্ণ মনোযোগ ঘুড়ির দিকে থাকায় অন্য প্রান্ত থেকে ছুটে আসে ট্রেনটিকে দেখতে পায়নি দু'জনেই। এর জেরে দুই কিশোরকেই ধাক্কা মারে ছুটন্ত ট্রেনটি ৷ ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কার্যত ভিড় জমে যায়। পুলিশকেও খবর দেওয়া হয় ৷ কিছুক্ষণের মধ্যে সিবিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সিবিগঞ্জ থানার ইনচার্জ ইন্সপেক্টর রাধেশ্যাম জানিয়েছেন, সাজিদ তার দাদুর বাড়িতে থাকত ৷ অন্য কিশোর ফয়েজ তার ভাই-বোনদের মধ্যে দ্বিতীয় ছিল। দুই কিশোরের পরিবারই হতদরিদ্র।

আরও পড়ুন

পাকিস্তানে গুলি করে হত্যা সরবজিতের খুনি সরফরাজকে

কানপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মৌলানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.