জয়সলমের, 24 মার্চ: শনিবার গভীর রাতে রাজস্থানের জয়সলমের জেলার ভারত-পাক সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিকদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী ৷ সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন তাঁরা ৷ পরে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ কিন্তু কেন তাঁরা ভারতে এসেছিলেন? সীমান্ত এলাকায় কী করছিলেন ? এই সমস্ত তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের সন্দেহ হয় ও তাঁদের আটক করে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক ৷ এরপরেই তানোট থানায় খবর দেওয়া হয় ও তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ জিজ্ঞাসাবাদে মহম্মদ দুলাল মিঞা (58) এবং রুবেন মিঞা (29) জানিয়েছেন, তাঁরা 6 দিন আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছেন ৷ বাসে জয়সলমেরে তানোটে আসেন ৷ কিন্তু তাঁরা যে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে পৌঁছে গিয়েছেন, তা বুঝতে পারেননি ৷ তখনই তাঁদের বিএসএফ আটক করে ৷
কিন্তু, জিজ্ঞাসাবাদ চলাকালীন মহম্মদ দুলাল মিঞা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে দ্রুত স্থানীয় রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ তবে, রুবেন মিঞাকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারাও ধৃত বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে ৷ তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলি বৈধ কি না, তা যাচাই করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়ছে ৷ তবে, সত্যিই ভারতে ঘুরতে এসেছে পথ হারিয়েছেন, নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল রুবেন এবং মৃত মহম্মদ দুলাল মিঞার, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷
এই মুহূর্তে মহম্মদ দুলাল মিঞার দেহ তানোট হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ যেহেতু পুলিশের জিজ্ঞাসাবাদ চালাকালীন তাঁর মৃত্যু হয়েছে, তাই বিষয়টি গুরুতর হয়ে উঠেছে ৷ প্রশাসনের তরফে সতর্কতার সঙ্গে বিষয়টির তদন্ত করা হচ্ছে ৷ উল্লেখ্য, হোলি উপলক্ষে এই মুহূর্তে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে ৷ সেই নজরদারির সময়ই এই দুই বাংলাদেশিকে আটক করা হয় ৷
আরও পড়ুন: