ETV Bharat / bharat

জয়সলমেরে ধৃত সন্দেহভাজন 2 বাংলাদেশি, জিজ্ঞাসাবাদ চলাকালীন মৃত এক - COUPLE OF BANGLADESHI ARRESTED - COUPLE OF BANGLADESHI ARRESTED

2 Bangladeshi Arrested in Jaisalmer: সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই বাংলাদেশিকে আটক করেছে জয়সলমের পুলিশ ৷ তবে, জিজ্ঞাসাবাদের সময় এক বাংলাদেশির মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 8:34 PM IST

জয়সলমের, 24 মার্চ: শনিবার গভীর রাতে রাজস্থানের জয়সলমের জেলার ভারত-পাক সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিকদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী ৷ সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন তাঁরা ৷ পরে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ কিন্তু কেন তাঁরা ভারতে এসেছিলেন? সীমান্ত এলাকায় কী করছিলেন ? এই সমস্ত তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের সন্দেহ হয় ও তাঁদের আটক করে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক ৷ এরপরেই তানোট থানায় খবর দেওয়া হয় ও তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ জিজ্ঞাসাবাদে মহম্মদ দুলাল মিঞা (58) এবং রুবেন মিঞা (29) জানিয়েছেন, তাঁরা 6 দিন আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছেন ৷ বাসে জয়সলমেরে তানোটে আসেন ৷ কিন্তু তাঁরা যে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে পৌঁছে গিয়েছেন, তা বুঝতে পারেননি ৷ তখনই তাঁদের বিএসএফ আটক করে ৷

কিন্তু, জিজ্ঞাসাবাদ চলাকালীন মহম্মদ দুলাল মিঞা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে দ্রুত স্থানীয় রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ তবে, রুবেন মিঞাকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারাও ধৃত বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে ৷ তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলি বৈধ কি না, তা যাচাই করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়ছে ৷ তবে, সত্যিই ভারতে ঘুরতে এসেছে পথ হারিয়েছেন, নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল রুবেন এবং মৃত মহম্মদ দুলাল মিঞার, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

এই মুহূর্তে মহম্মদ দুলাল মিঞার দেহ তানোট হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ যেহেতু পুলিশের জিজ্ঞাসাবাদ চালাকালীন তাঁর মৃত্যু হয়েছে, তাই বিষয়টি গুরুতর হয়ে উঠেছে ৷ প্রশাসনের তরফে সতর্কতার সঙ্গে বিষয়টির তদন্ত করা হচ্ছে ৷ উল্লেখ্য, হোলি উপলক্ষে এই মুহূর্তে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে ৷ সেই নজরদারির সময়ই এই দুই বাংলাদেশিকে আটক করা হয় ৷

আরও পড়ুন:

  1. কুনকি হাতির সাহায্যে ইন্দো-বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে ভারতে ফিরল হাতিরা
  2. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  3. মানবিক বিএসএফ! জিরো লাইনে মৃত ভারতীয় মাকে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে

জয়সলমের, 24 মার্চ: শনিবার গভীর রাতে রাজস্থানের জয়সলমের জেলার ভারত-পাক সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিকদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী ৷ সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন তাঁরা ৷ পরে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ কিন্তু কেন তাঁরা ভারতে এসেছিলেন? সীমান্ত এলাকায় কী করছিলেন ? এই সমস্ত তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের সন্দেহ হয় ও তাঁদের আটক করে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক ৷ এরপরেই তানোট থানায় খবর দেওয়া হয় ও তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ জিজ্ঞাসাবাদে মহম্মদ দুলাল মিঞা (58) এবং রুবেন মিঞা (29) জানিয়েছেন, তাঁরা 6 দিন আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছেন ৷ বাসে জয়সলমেরে তানোটে আসেন ৷ কিন্তু তাঁরা যে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে পৌঁছে গিয়েছেন, তা বুঝতে পারেননি ৷ তখনই তাঁদের বিএসএফ আটক করে ৷

কিন্তু, জিজ্ঞাসাবাদ চলাকালীন মহম্মদ দুলাল মিঞা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে দ্রুত স্থানীয় রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ তবে, রুবেন মিঞাকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারাও ধৃত বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে ৷ তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলি বৈধ কি না, তা যাচাই করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়ছে ৷ তবে, সত্যিই ভারতে ঘুরতে এসেছে পথ হারিয়েছেন, নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল রুবেন এবং মৃত মহম্মদ দুলাল মিঞার, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

এই মুহূর্তে মহম্মদ দুলাল মিঞার দেহ তানোট হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ যেহেতু পুলিশের জিজ্ঞাসাবাদ চালাকালীন তাঁর মৃত্যু হয়েছে, তাই বিষয়টি গুরুতর হয়ে উঠেছে ৷ প্রশাসনের তরফে সতর্কতার সঙ্গে বিষয়টির তদন্ত করা হচ্ছে ৷ উল্লেখ্য, হোলি উপলক্ষে এই মুহূর্তে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে ৷ সেই নজরদারির সময়ই এই দুই বাংলাদেশিকে আটক করা হয় ৷

আরও পড়ুন:

  1. কুনকি হাতির সাহায্যে ইন্দো-বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে ভারতে ফিরল হাতিরা
  2. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  3. মানবিক বিএসএফ! জিরো লাইনে মৃত ভারতীয় মাকে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.