ETV Bharat / bharat

175 কোটি টাকার সাইবার কেলেঙ্কারি ! হায়দরাবাদ থেকে গ্রেফতার 2 - HYDERABAD CYBER FRAUD

2 Arrested in Hyderabad Cyber Scam: 175 কোটি টাকার সাইবার কেলেঙ্কারিতে হায়দরাবাদ থেকে 2 জনকে গ্রেফতার করল তেলেঙ্গনা সাইবার সিকিউরিটি ব্যুরো ৷ ধৃতরা পেশায় অটো চালক ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই প্রতারণার মাস্টারমাইন্ড দুবাই রয়েছে ৷

Cyber Scam Arrest
সাইবার কেলেঙ্কারিতে হায়দরাবাদ থেকে গ্রেফতার 2 (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 3:13 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় দু'জনকে গ্রেফতার করল তেলেঙ্গনা সাইবার সিকিউরিটি ব্যুরো (টিজিসিএসবি) ৷ ধৃতদের বিরুদ্ধে 175 কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এ নথিভুক্ত হওয়া অভিযোগের ভিত্তিতে সাইবার সিকিউরিটি ব্যুরোর ডেটা বিশ্লেষণ দল একটি তদন্ত শুরু করে ৷

তদন্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শমশিরগঞ্জ শাখায় 6 টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন তাঁরা । সেই তদন্তের ভিত্তিতে বিজয়নগর কলোনির বাসিন্দা 34 বছরের মহম্মদ শোয়েব তৌকির এবং মোগলপুরার বাসিন্দা 49 বছরের মহম্মদ বিন আহমেদ বাওয়াজিরকে গ্রেফতার করা হয় ।

টিজিসিএসবি-এর ডিরেক্টর শিখা গোয়েল জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ধারা 66 ডি এবং বিএনএস আইনের 318(4), 319(2), এবং 338 ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে তৌকির ও বাওয়াজিরের অ্যাকাউন্টের মাধ্যমে বড় অঙ্কের টাকার লেনদেন করা হয় । তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত জালিয়াতির প্রায় 600টি অভিযোগ রয়েছে ৷ ফলে পুলিশের অনুমান এই ঘটনার জাল বেশ দূর পর্যন্ত বিস্তার করে রয়েছে ৷

গোয়েল জানিয়েছেন, ধৃতরা উভয়েই অটো চালক ৷ তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই প্রতারণার মাস্টারমাইন্ডে থাকে দুবাইয়ে ৷ সাধারণত ব্যবসার কাজে অর্থ লেনদেনের জন্য খোলা কারেন্ট অ্য়াকাউন্টগুলিকে কাজে লাগিয়ে এই জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন শিখাদেবী ৷ তিনি আরও জানিয়েছেন, দুবাইয়ে বসবাসকারী এই মাস্টারমাইন্ড তৌকির এবং বাওয়াজিরকে দিনমজুর এবং অটো চালকদের পরিচয় ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খোলার দায়িত্ব দিয়েছিল। সেই মতো ফেব্রুয়ারি মাসে এসবিআই শমশিরগঞ্জ শাখায় এই ধরনের 6 টি অ্যাকাউন্ট খোলা হয় ।

হায়দরাবাদ, 26 অগস্ট: সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় দু'জনকে গ্রেফতার করল তেলেঙ্গনা সাইবার সিকিউরিটি ব্যুরো (টিজিসিএসবি) ৷ ধৃতদের বিরুদ্ধে 175 কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এ নথিভুক্ত হওয়া অভিযোগের ভিত্তিতে সাইবার সিকিউরিটি ব্যুরোর ডেটা বিশ্লেষণ দল একটি তদন্ত শুরু করে ৷

তদন্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শমশিরগঞ্জ শাখায় 6 টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন তাঁরা । সেই তদন্তের ভিত্তিতে বিজয়নগর কলোনির বাসিন্দা 34 বছরের মহম্মদ শোয়েব তৌকির এবং মোগলপুরার বাসিন্দা 49 বছরের মহম্মদ বিন আহমেদ বাওয়াজিরকে গ্রেফতার করা হয় ।

টিজিসিএসবি-এর ডিরেক্টর শিখা গোয়েল জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ধারা 66 ডি এবং বিএনএস আইনের 318(4), 319(2), এবং 338 ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে তৌকির ও বাওয়াজিরের অ্যাকাউন্টের মাধ্যমে বড় অঙ্কের টাকার লেনদেন করা হয় । তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত জালিয়াতির প্রায় 600টি অভিযোগ রয়েছে ৷ ফলে পুলিশের অনুমান এই ঘটনার জাল বেশ দূর পর্যন্ত বিস্তার করে রয়েছে ৷

গোয়েল জানিয়েছেন, ধৃতরা উভয়েই অটো চালক ৷ তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই প্রতারণার মাস্টারমাইন্ডে থাকে দুবাইয়ে ৷ সাধারণত ব্যবসার কাজে অর্থ লেনদেনের জন্য খোলা কারেন্ট অ্য়াকাউন্টগুলিকে কাজে লাগিয়ে এই জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন শিখাদেবী ৷ তিনি আরও জানিয়েছেন, দুবাইয়ে বসবাসকারী এই মাস্টারমাইন্ড তৌকির এবং বাওয়াজিরকে দিনমজুর এবং অটো চালকদের পরিচয় ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খোলার দায়িত্ব দিয়েছিল। সেই মতো ফেব্রুয়ারি মাসে এসবিআই শমশিরগঞ্জ শাখায় এই ধরনের 6 টি অ্যাকাউন্ট খোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.