ETV Bharat / bharat

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বাগমতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ

মালগাড়িকে ধাক্কা মাইসোর-দ্বারভাঙা এক্সপ্রেসের ৷ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে চেন্নাইয়ের কাভারাইপেট্টাইয়ে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Tamilnadu Train Accident
বাগমতি এক্সপ্রেস-পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 10:08 PM IST

Updated : Oct 11, 2024, 10:31 PM IST

কাভারাইপেট্টাই (তামিলনাড়ু), 11 অক্টোবর: কর্নাটকের মাইসোর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে ৷ শুক্রবার রাতে এক্সপ্রেস ট্রেনটি তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাভারাইপেট্টাই স্টেশনের কাছে একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ যার জেরে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এদিক-ওদিক ছিটকে যায় ৷ বাগমতী এক্সপ্রেসের 6টি কামরা লাইনচ্যুত হয় ও 2টি এসি কোচে আগুন ধরে যায় ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাছাড়া ট্রেন দুটির খানিকটা অংশও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সবমিলিয়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন ৷

জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙা এক্সপ্রেস। তারপরই এই বিপত্তি ৷ তবে রেল মন্ত্রকের তরফে এখনও কিছু জানানো হয়নি। রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রথমে একটি কোচে আগুন লাগে । পরে সেই আগুন সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ তবে অন্তত দু'টি কোচ লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে, আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷

দুর্ঘটনাটি ঘটে চেন্নাইয়ের কাভারাইপেট্টাইয়ে (ইটিভি ভারত)

কখন ঘটে রেল দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে ৷ যার জেরে 6টি কোচ ক্ষতিগ্রস্ত হয় ৷ আর 2টি এসি কোচে আগুন লাগে ৷ খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা ও দমকল বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এই ট্রেনের বেশিরভাগ যাত্রীই উত্তর ভারতের। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় কারও প্রাণ গিয়েছি কিনা তা রেলের তরফ থেকে এখনও সরকারিভাবে জানানো হয়নি ৷ দুর্ঘটনার কারণে চেন্নাই থেকে দিল্লি এবং চেন্নাই থেকে কোয়েম্বাটুরের পরিষেবাগুলি আপাতত বন্ধ হয়েছে ৷

TAMILNADU TRAIN ACCIDENT
বাগমতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ (ইটিভি ভারত)

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তিরুভাল্লুর জেলা কালেক্টর, বিধানসভার সদস্য এবং এক মন্ত্রীকে দুর্ঘটনাস্থলে ব্যক্তিগতভাবে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ ইতিমধ্যেই তাঁরা রওনা দিয়েছেন ৷

TAMILNADU TRAIN ACCIDENT
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (ইটিভি ভারত)

রেলের তরফে হেল্পলাইন নম্বর- চেন্নাই রেলওয়ে বিভাগ এই ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর দিয়েছে। সেই অনুযায়ী যাত্রীরা 04425354151 এবং 04424354995 এই দু'টি নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন ৷

কাভারাইপেট্টাই (তামিলনাড়ু), 11 অক্টোবর: কর্নাটকের মাইসোর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে ৷ শুক্রবার রাতে এক্সপ্রেস ট্রেনটি তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাভারাইপেট্টাই স্টেশনের কাছে একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ যার জেরে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এদিক-ওদিক ছিটকে যায় ৷ বাগমতী এক্সপ্রেসের 6টি কামরা লাইনচ্যুত হয় ও 2টি এসি কোচে আগুন ধরে যায় ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাছাড়া ট্রেন দুটির খানিকটা অংশও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সবমিলিয়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন ৷

জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙা এক্সপ্রেস। তারপরই এই বিপত্তি ৷ তবে রেল মন্ত্রকের তরফে এখনও কিছু জানানো হয়নি। রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রথমে একটি কোচে আগুন লাগে । পরে সেই আগুন সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ তবে অন্তত দু'টি কোচ লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে, আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷

দুর্ঘটনাটি ঘটে চেন্নাইয়ের কাভারাইপেট্টাইয়ে (ইটিভি ভারত)

কখন ঘটে রেল দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে ৷ যার জেরে 6টি কোচ ক্ষতিগ্রস্ত হয় ৷ আর 2টি এসি কোচে আগুন লাগে ৷ খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা ও দমকল বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এই ট্রেনের বেশিরভাগ যাত্রীই উত্তর ভারতের। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় কারও প্রাণ গিয়েছি কিনা তা রেলের তরফ থেকে এখনও সরকারিভাবে জানানো হয়নি ৷ দুর্ঘটনার কারণে চেন্নাই থেকে দিল্লি এবং চেন্নাই থেকে কোয়েম্বাটুরের পরিষেবাগুলি আপাতত বন্ধ হয়েছে ৷

TAMILNADU TRAIN ACCIDENT
বাগমতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ (ইটিভি ভারত)

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তিরুভাল্লুর জেলা কালেক্টর, বিধানসভার সদস্য এবং এক মন্ত্রীকে দুর্ঘটনাস্থলে ব্যক্তিগতভাবে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ ইতিমধ্যেই তাঁরা রওনা দিয়েছেন ৷

TAMILNADU TRAIN ACCIDENT
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (ইটিভি ভারত)

রেলের তরফে হেল্পলাইন নম্বর- চেন্নাই রেলওয়ে বিভাগ এই ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর দিয়েছে। সেই অনুযায়ী যাত্রীরা 04425354151 এবং 04424354995 এই দু'টি নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন ৷

Last Updated : Oct 11, 2024, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.