ETV Bharat / bharat

'বিরোধীরা ডিভিশন চাইলেও ভোট ছাড়া অধ্যক্ষ নির্বাচন হয়েছে', প্রশ্ন তুললেন অভিষেক - Abhishek on Speaker Election - ABHISHEK ON SPEAKER ELECTION

Abhishek Banerjee on Division: বুধবার লোকসভার অধ্যক্ষ নির্বাচনে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্য: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 2:14 PM IST

Updated : Jun 26, 2024, 3:04 PM IST

নয়াদিল্লি, 26 জুন: অধ্যক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার ধ্বনিভোটে ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয় ৷ সেই সময় জেডি(ইউ) সাংসদ লালন সিং এবং বিরোধী দলের অনেক নেতাই ডিভিশন-এর প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তাতে কর্ণপাত না করে ওম বিড়লাকে সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷

এ নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "নিয়ম অনুযায়ী সংসদের কোনও সদস্য যদি ডিভিশনের কথা তোলে, তাহলে প্রোটেম স্পিকারকে ডিভিশনের অনুমতি দিতে হবে ৷ লোকসভা ফুটেজে আপনারা পরিষ্কার দেখেছেন এবং শুনেছেন, বিরোধী দলের বহু সদস্য ডিভিশনের কথা তুলেছিলেন ৷"

অধিবেশনের শুরুতে ওম বিড়লাকে অধ্যক্ষ করা নিয়ে প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর একে একে এনডিএ ও ইন্ডিয়া- উভয় শিবিরের সাংসদ ওম বিড়লা এবং কে সুরেশকে নিয়ে প্রস্তাব পেশ করেন ৷ বাকিরা তাঁদের সমর্থন করতে থাকেন ৷ এরপরই প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ধ্বনি ভোট করে ওম বিড়লাকে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন ৷

এই প্রসঙ্গে অভিষেক বলেন, "বিরোধী শিবিরের অনেকে ভোট করতে চেয়েছিল ৷ এদিকে কোনও ভোট ছাড়াই প্রস্তাব গৃহীত হয় ৷ এতে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে, শাসকদল বিজেপির কাছে সংখ্যা নেই ৷ এই সরকারের জনাদেশ নেই ৷ এটা বেআইনি, অনৈতিক এবং অসাংবিধানিক ৷"

সাধারণত সরকার এবং বিরোধী দল নিজেদের মধ্যে আলোচনা করে লোকসভার অধ্যক্ষ কে হবেন, তা ঠিক করেন ৷ এবার সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং বিরোধীদের পক্ষে মল্লিকার্জুন খাড়গের মধ্যে আলোচনা হলেও অধ্যক্ষ পদ নিয়ে মতপার্থক্য তৈরি হয় ৷ তাই নির্বাচনের মাধ্যমে অধ্যক্ষ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 'ইন্ডিয়া' শিবিরের হয়ে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ অন্যদিকে এনডিএ জোট প্রার্থী করে 17তম লোকসভার স্পিকার ওম বিড়লাকেই ৷

নয়াদিল্লি, 26 জুন: অধ্যক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার ধ্বনিভোটে ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয় ৷ সেই সময় জেডি(ইউ) সাংসদ লালন সিং এবং বিরোধী দলের অনেক নেতাই ডিভিশন-এর প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তাতে কর্ণপাত না করে ওম বিড়লাকে সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷

এ নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "নিয়ম অনুযায়ী সংসদের কোনও সদস্য যদি ডিভিশনের কথা তোলে, তাহলে প্রোটেম স্পিকারকে ডিভিশনের অনুমতি দিতে হবে ৷ লোকসভা ফুটেজে আপনারা পরিষ্কার দেখেছেন এবং শুনেছেন, বিরোধী দলের বহু সদস্য ডিভিশনের কথা তুলেছিলেন ৷"

অধিবেশনের শুরুতে ওম বিড়লাকে অধ্যক্ষ করা নিয়ে প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর একে একে এনডিএ ও ইন্ডিয়া- উভয় শিবিরের সাংসদ ওম বিড়লা এবং কে সুরেশকে নিয়ে প্রস্তাব পেশ করেন ৷ বাকিরা তাঁদের সমর্থন করতে থাকেন ৷ এরপরই প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ধ্বনি ভোট করে ওম বিড়লাকে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন ৷

এই প্রসঙ্গে অভিষেক বলেন, "বিরোধী শিবিরের অনেকে ভোট করতে চেয়েছিল ৷ এদিকে কোনও ভোট ছাড়াই প্রস্তাব গৃহীত হয় ৷ এতে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে, শাসকদল বিজেপির কাছে সংখ্যা নেই ৷ এই সরকারের জনাদেশ নেই ৷ এটা বেআইনি, অনৈতিক এবং অসাংবিধানিক ৷"

সাধারণত সরকার এবং বিরোধী দল নিজেদের মধ্যে আলোচনা করে লোকসভার অধ্যক্ষ কে হবেন, তা ঠিক করেন ৷ এবার সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং বিরোধীদের পক্ষে মল্লিকার্জুন খাড়গের মধ্যে আলোচনা হলেও অধ্যক্ষ পদ নিয়ে মতপার্থক্য তৈরি হয় ৷ তাই নির্বাচনের মাধ্যমে অধ্যক্ষ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 'ইন্ডিয়া' শিবিরের হয়ে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ অন্যদিকে এনডিএ জোট প্রার্থী করে 17তম লোকসভার স্পিকার ওম বিড়লাকেই ৷

Last Updated : Jun 26, 2024, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.