ETV Bharat / bharat

কর্ণাটকে গাড়ির ধাক্কায় পূর্ণবয়স্ক পুরুষ বাঘের মৃত্যু - কর্ণাটক

Tiger Died in Mysore: রবিবার রাত 12টা নাগাদ কর্ণাটকের মাইসুরুর মান্ডাকাল্লি বিমানবন্দরের কাছে গাড়ির ধাক্কায় একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের মৃত্যু ৷ দুর্ঘটনায় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় ৷ বাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বন দফতর ৷ গাড়ির চালক ও আরোহীদেরও জিজ্ঞাসাবাদ করেন বন দফতরের আধিকারিকরা ৷

Tiger Died in Mysore
Tiger Died in Mysore
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 7:16 PM IST

মাইসুরু, 29 জানুয়ারি: মর্মান্তিক ! গাড়ির ধাক্কায় মৃত হল একটি বাঘের ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ঘটে কর্ণাটকের মান্ডাকাল্লি বিমানবন্দরের কাছে ৷ বন দফতরের তরফে জানা গিয়েছে, নিহত বাঘটি পূর্ণবয়স্ক এবং পুরুষ ৷ বাঘের দেহ উদ্ধার করা হয়েছে ৷ রবিবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ যে গাড়ির সঙ্গে দুর্ঘটনার জেরে ওই বাঘের মৃত্যু হয়, সেই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

মাইসুরু আঞ্চলিক বনাধিকারিক মালতী প্রিয়া, বন দফতরের দুই আধিকারিক লক্ষ্মীনারায়ণ ও সুরেন্দ্র-সহ অন্যান্যরা বাঘের মৃত্যুর স্থান পরিদর্শন করেন । বাঘের দেহের ময়নাতদন্ত করা হবে৷ গাড়িটিকে আটক করা হয়েছে ৷ গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করেছেন বনাধিকারিকরা ৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গভীর রাত থাকায় ঘটনাটি ঘটেছে৷ অন্ধকারে বাঘটিকে হয়তো দেখতে পাননি গাড়ির চালক ৷ আরও দু’টি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ প্রথমত, দূর থেকে বাঘটি নজরে এসেছিল চালকের ৷ কিন্তু ভয় পেয়ে তিনি দ্রুতগতিতে গাড়ি এগিয়ে নিয়ে যান ৷ তার জেরেই গাড়িতে ধাক্কা লেগে বাঘটির মৃত্যু হয় ৷ দ্বিতীয়ত, গাড়ির চালক-সহ আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷

Tiger Died in Mysore
কর্ণাটকে গাড়ির ধাক্কায় নিহত পূর্ণবয়স্ক পুরুষ বাঘ

তবে ঠিক কী কারণে দুর্ঘটনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ বন দফতরের অনুমান, গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদে এই নিয়ে সঠিক তথ্য উঠে আসবে ৷ এদিকে সাম্প্রতিক সময়ে কর্ণাটকের নানজানগুডুর আশেপাশে একটি বাঘ দেখা গিয়েছে ৷ এর জেরে গত কয়েকদিন ধরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । ওই বাঘটিই এই দুর্ঘটনায় মারা গিয়েছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন:

  1. সাফারিতে বেরনো পর্যটকদের দেখে থাবা বসাতে ছুটে এল বাঘমামা! তারপর...
  2. বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের, দেখুন ভিডিয়ো
  3. মোষের লড়াইয়ে মৃত্যু বাঘের, ভাইরাল ভিডিয়ো

মাইসুরু, 29 জানুয়ারি: মর্মান্তিক ! গাড়ির ধাক্কায় মৃত হল একটি বাঘের ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ঘটে কর্ণাটকের মান্ডাকাল্লি বিমানবন্দরের কাছে ৷ বন দফতরের তরফে জানা গিয়েছে, নিহত বাঘটি পূর্ণবয়স্ক এবং পুরুষ ৷ বাঘের দেহ উদ্ধার করা হয়েছে ৷ রবিবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ যে গাড়ির সঙ্গে দুর্ঘটনার জেরে ওই বাঘের মৃত্যু হয়, সেই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

মাইসুরু আঞ্চলিক বনাধিকারিক মালতী প্রিয়া, বন দফতরের দুই আধিকারিক লক্ষ্মীনারায়ণ ও সুরেন্দ্র-সহ অন্যান্যরা বাঘের মৃত্যুর স্থান পরিদর্শন করেন । বাঘের দেহের ময়নাতদন্ত করা হবে৷ গাড়িটিকে আটক করা হয়েছে ৷ গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করেছেন বনাধিকারিকরা ৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গভীর রাত থাকায় ঘটনাটি ঘটেছে৷ অন্ধকারে বাঘটিকে হয়তো দেখতে পাননি গাড়ির চালক ৷ আরও দু’টি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ প্রথমত, দূর থেকে বাঘটি নজরে এসেছিল চালকের ৷ কিন্তু ভয় পেয়ে তিনি দ্রুতগতিতে গাড়ি এগিয়ে নিয়ে যান ৷ তার জেরেই গাড়িতে ধাক্কা লেগে বাঘটির মৃত্যু হয় ৷ দ্বিতীয়ত, গাড়ির চালক-সহ আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷

Tiger Died in Mysore
কর্ণাটকে গাড়ির ধাক্কায় নিহত পূর্ণবয়স্ক পুরুষ বাঘ

তবে ঠিক কী কারণে দুর্ঘটনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ বন দফতরের অনুমান, গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদে এই নিয়ে সঠিক তথ্য উঠে আসবে ৷ এদিকে সাম্প্রতিক সময়ে কর্ণাটকের নানজানগুডুর আশেপাশে একটি বাঘ দেখা গিয়েছে ৷ এর জেরে গত কয়েকদিন ধরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । ওই বাঘটিই এই দুর্ঘটনায় মারা গিয়েছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন:

  1. সাফারিতে বেরনো পর্যটকদের দেখে থাবা বসাতে ছুটে এল বাঘমামা! তারপর...
  2. বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের, দেখুন ভিডিয়ো
  3. মোষের লড়াইয়ে মৃত্যু বাঘের, ভাইরাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.