মাইসুরু, 29 জানুয়ারি: মর্মান্তিক ! গাড়ির ধাক্কায় মৃত হল একটি বাঘের ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ঘটে কর্ণাটকের মান্ডাকাল্লি বিমানবন্দরের কাছে ৷ বন দফতরের তরফে জানা গিয়েছে, নিহত বাঘটি পূর্ণবয়স্ক এবং পুরুষ ৷ বাঘের দেহ উদ্ধার করা হয়েছে ৷ রবিবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ যে গাড়ির সঙ্গে দুর্ঘটনার জেরে ওই বাঘের মৃত্যু হয়, সেই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
মাইসুরু আঞ্চলিক বনাধিকারিক মালতী প্রিয়া, বন দফতরের দুই আধিকারিক লক্ষ্মীনারায়ণ ও সুরেন্দ্র-সহ অন্যান্যরা বাঘের মৃত্যুর স্থান পরিদর্শন করেন । বাঘের দেহের ময়নাতদন্ত করা হবে৷ গাড়িটিকে আটক করা হয়েছে ৷ গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করেছেন বনাধিকারিকরা ৷
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গভীর রাত থাকায় ঘটনাটি ঘটেছে৷ অন্ধকারে বাঘটিকে হয়তো দেখতে পাননি গাড়ির চালক ৷ আরও দু’টি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ প্রথমত, দূর থেকে বাঘটি নজরে এসেছিল চালকের ৷ কিন্তু ভয় পেয়ে তিনি দ্রুতগতিতে গাড়ি এগিয়ে নিয়ে যান ৷ তার জেরেই গাড়িতে ধাক্কা লেগে বাঘটির মৃত্যু হয় ৷ দ্বিতীয়ত, গাড়ির চালক-সহ আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷
তবে ঠিক কী কারণে দুর্ঘটনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ বন দফতরের অনুমান, গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদে এই নিয়ে সঠিক তথ্য উঠে আসবে ৷ এদিকে সাম্প্রতিক সময়ে কর্ণাটকের নানজানগুডুর আশেপাশে একটি বাঘ দেখা গিয়েছে ৷ এর জেরে গত কয়েকদিন ধরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । ওই বাঘটিই এই দুর্ঘটনায় মারা গিয়েছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট হয়নি ৷
আরও পড়ুন: