জয়পুর, 1 অগস্ট: ফের বেসমেন্টে জলে ডুবে মৃত্যু তিনজনের ৷ জয়পুরের বিশ্বকর্মা এলাকায় বাড়ির বেসমেন্টে জমা জলে ডুবে শিশু-সহ তিনজনের মৃত্যুর খবর মিলেছে ।
বুধবার রাত থেকেই জয়পুরে ব্যাপক বৃষ্টি হচ্ছে । আর বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন এলাকা ৷ এর জেরেই বিশ্বকর্মা এলাকার একটি বাড়ির নিচুতলা প্লাবিত হয়ে তিনজনের ডুবে মৃত্যু হয়েছে বলে খবর। প্রশাসনের পক্ষ থেকে এই খবর পাওয়ার পরই জরুরিভিত্তিতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ উদ্ধার অভিযানে সাহায্য করতে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায় ৷
জানা গিয়েছে, বিশ্বকর্মা এলাকায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ সববাস করেন ৷ তার জেরেই এই এলাকার অধিকাংশ বাড়িতেই বেসমেন্ট তৈরি করা হয়েছে । জয়পুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) অমিত কুমার বলেন, "এই এলাকায় অনেক বাড়িতেই বেসমেন্ট তৈরি করা হয়েছে ৷ যেখানে মূলত শ্রমিক শ্রেণীর লোকেরা ভাড়া নিয়ে বসবাস করেন। আর জল জমার জেরে সেখানেই সলিল সমাধি হয়েছে তিনজনের ৷"
বেসমেন্ট থেকে দেহগুলি বৃহস্পতিবার উদ্ধার করা হয় ৷ সেই উদ্ধারকারী দলের একজন সদস্য জানান, বেসমেন্টটি প্রায় 20 ফুট পর্যন্ত জলে ভরে গিয়েছিল ৷ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বেসমেন্ট থেকে জল বের করা। এই অবস্থায় সময় লেগেছে প্রায় ছয় থেকে সাত ঘণ্টা। জলে ডুবে এক শিশুকন্যা-সহ একজন পুরুষ ও এক মহিলার মৃত্যু হয়েছে ৷ জল বেরিয়ে গেলে দেখা যায়, বেসমেন্টের ভিতরে আরও একটি বেসমেন্ট তৈরি করা হয়েছে। আর সেখানেই এক দেয়ালে বড় গর্তের কারণে বেসমেন্ট জলে ভরে যায়। তবে এই বেসমেন্টে আরও অনেকেই ছিল বলে মনে করছে পুলিশ ৷ তারা বেরিয়ে গেলেও বেসমেন্টে আটকা পড়ে ওই তিনজন ৷