লোহারদাগা, 23 মার্চ: বিয়েবাড়ি ফেরত বাসের সঙ্গে হাইভা ট্রাকের সংঘর্ষ ৷ মৃত 3 শিশু এবং আহত 25 ৷ শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের লোহারদাগা এলাকার জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিহত ও আহত সকলেই গুমলা জেলার বনলাটের বাসিন্দা। খবর পেয়ে কুডু থানার পুলিশ ঘটনাস্থলে যায় । উদ্ধার কাজ শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে ৷ মৃতদের মধ্যে আট মাসের একটি শিশুও রয়েছে ৷
পুলিশ সূত্রে খূবর, রাঁচির কাঙ্কের একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাসটি ৷ বাসে শিশু, মহিলা ও পুরুষ নিয়ে 35 জন যাত্রী ছিলেন ৷ শুক্রবার গভীর রাতে গুমলা জেলার বনলাটে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি হাইভা ট্রাকটি বাসটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই 3 শিশুর মৃত্যু হয় ৷ আহতদের উদ্ধার করে কুডু এলাকার প্রথামিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ বেশ কিছু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাঁচির রিমস চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তাদের চিকিৎসা চলছে ৷ 3 শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলের তাদের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে প্রিয়াঙ্কা কুজুর এবং সুমন্তি খেরওয়ার নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গুমলা জেলার বিশুনপুর থানা এলাকার বনলাট থেকে রাঁচিতে গিয়েছিলেন সকলে । সন্ধ্যায় বিয়ে অনুষ্ঠান শেষে সকলে বাসে করে বাড়ি ফিরে আসছিলেন ৷ তখনই লোহারদাগা থেকে কুডুতে ফেরার পথে তাতি চকের কাছে সংঘর্ষ হয় বিয়েবাড়ির বাস ও হাইভা লরির। আহত ও নিহতের পরিবারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ ৷
আরও পড়ুন: