হায়দরাবাদ, 1 মে: ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নিট ইউজি 2024 (National Eligiblity-cum-Entrance Test-Undergraduate 2024)-এর অ্যাডমিট কার্ড প্রকাশ্যে আনতে পারে যে কোনও দিন ৷ ইতিমধ্যেই শহরভিত্তিক প্রবেশিকা পরীক্ষার স্লিপ ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করেছে ওয়েবসাইটে ৷ পড়ুয়ারা খুব সহজেই ওয়েবসাইট থেকে সেই স্লিপ ডাউনলোড করতে পারবেন ৷
যদিও এখনও পর্যন্ত এনটিএ-এর তরফে অ্যাডমিট কার্ড প্রকাশের নির্দিষ্ট কোনও তারিখের কথা ঘোষণা করা হয়নি ৷ তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়িই ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, তা সহজে ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ যেহেতু প্রবেশিকা পরীক্ষা হতে বেশি দেরি নেই ৷ তাই মনে করা হচ্ছে, কাল-পরশুর মধ্যেই হয়তো সামনে আসবে নিট ইউজি পরীক্ষার তারিখ ও সময় ৷
দেশের 571টি শহর ও দেশের বাইরে 14টি শহরের পড়ুয়ারা অফলাইনে পরীক্ষা দেবেন 5 মে ৷ সিঙ্গল শিফট অর্থাৎ একটি পেপারের পরীক্ষা হবে এই দিন ৷ পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে ৷ শেষ হবে বিকেল 5.20 মিনিটে ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুসারে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে 10 লাখ ছাত্র ও 13 লাখ ছাত্রী ৷ প্রায় 13টি ভাষায় পড়ুয়ারা প্রবেশিকা পরীক্ষার দেওয়ার সুযোগ পাচ্ছেন, যার মধ্যে রয়েছে বাংলা, ওড়িয়া, মারাঠি, গুজরাতি, তেলুগু ও তামিল ৷
একবার পরীক্ষাকারী সংস্থা দ্বারা হল টিকিট প্রকাশ করা হয়ে গেলে, যে সমস্ত পরীক্ষার্থীরা নিট ইউজি (NEET UG) পরীক্ষার জন্য নাম রেজিস্টার করেছেন তারা neet.ntaonline.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাঁদের হল টিকিট ডাউনলোড করতে পারেন। নিট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় শংসাপত্রগুলির মধ্যে রয়েছে আবেদন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্মতারিখ, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষাকেন্দ্রের নাম ৷ পাশাপাশি উল্লেখ থাকবে কোড দিয়ে পরীক্ষার বিষয়ের নাম ৷
আরও পড়ুন
1. সাপ্লিমেন্টরির সুবিধা! উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে ফেল করলে বসার সুযোগ থাকছে চতুর্থতেও
2. উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি, পড়ুয়া-অভিভাবকদের বোঝাতে ওয়েবিনার 'উজ্জীবন চর্চা'
3. কেমন হবে একাদশের সেমেস্টার পদ্ধতির প্রথম ও তৃতীয় পরীক্ষার ধরন, জানাল সংসদ