পাটনা, 21 জানুয়ারি: ভিক্ষা করেই কোটিপতি ৷ এমন ঘটনা নতুন নয় ৷ কিন্তু, শুধু কোটি টাকা নয়, সেই সঙ্গে পাটনায় বিভিন্ন জায়গায় জমি কেনা রয়েছে তাঁর ৷ সঙ্গে একটি বিশাল বাড়ি রয়েছে তাঁর ৷ যেখানে পুরো পরিবার থাকে ৷ এমনই এক ভিক্ষুক বিহারের পাটনার বাসিন্দা পাপ্পু ৷ তবে, কোটিপতি হলেও, ভিক্ষা করা ছাড়েননি ৷ এটাই তাঁর পেশা এখন ৷
কিন্তু, কীভাবে ভিক্ষা করে এত টাকা উপার্জন করলেন ? যার জবাবে পাপ্পু জানান, ছোটবেলায় পড়াশোনায় মন বসতো না বলে বাড়িতে বকা খেতেন ৷ সেই সময় ঝোঁকের বসে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ আর সোজা চলে যান মুম্বই ৷ সেখানে সেখানে কয়েকমাস থেকে টাকা রোজগার করেছিলেন ৷ একবার ট্রেনে করে যাওয়ার সময় পড়ে যান ৷ হাতে চোট পেয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ সেই সময় সব টাকা খরচ হয়ে গিয়েছিল তাঁর ৷
টাকাপয়সা সব শেষ হয়ে যাওয়া, পাটনা ফেরার পরিকল্পনা করেন পাপ্পু ৷ মুম্বইয়ের স্টেশনে হাতে চোট নিয়ে তাই ট্রেন ধরার জন্য বসে ছিলেন ৷ কিন্তু, লোকজন তাঁকে ভিখারি ভেবে টাকা দিতে শুরু করে ৷ পাপ্পু জানায়, সেই সময় 2 ঘণ্টার মধ্যে প্রায় চারশো টাকা জমে গিয়েছিল ৷ হাতে টাকা এসে যাওয়ায় আর পাটনা ফেরেননি ৷ পরেরদিন ঠিক একই জায়গায় গিয়ে বসে পড়েন ৷ ব্যস আর কি ! একইভাবে স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রীরা টাকা দিয়ে যেতে থাকেন ৷ এভাবেই রোজ স্টেশনে ভিক্ষা শুরু করেন ৷
কয়েকবছর পর অনেক টাকা জমে যাওয়ায় পাটনায় ফিরে আসেন পাপ্পু ৷ কিন্তু, ভিক্ষাবৃত্তি ছাড়েননি ৷ পাটনায় হনুমান মন্দির ও পাটনা রেলস্টেশনে ভিক্ষা শুরু করেন তিনি ৷ কোটিপতি এই ভিখারি পাপ্পু জানান, তাঁর পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ৷ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও সমবায় ব্যাংকে খাতা রয়েছে তাঁর ৷ তবে, সবক’টি নিজের নামে নয় ৷ স্ত্রীর নামে একটি বেসরকারি ও সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ৷ শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয় ৷ পাপ্পু বলেন, "লোকজনের হতবাক হওয়ার দরকার নেই ৷ টাকার পাশাপাশি পাটনার অনেক জায়গায় আমার জমি আছে ৷ আলমগঞ্জে একটি বাড়ি রয়েছে ৷ সেখানে পুরো পরিবার থাকে ৷ ভিক্ষা করেই এসব করেছি আমি ৷ কোনও চুরি করিনি ৷"
পাপ্পু জানান, তাঁর দুই ছেলে রয়েছে ৷ দু’জনেই পাটনার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে ৷ একজন হাইস্কুলে রয়েছে ও অন্যজন ওই স্কুলের নিচু ক্লাসে পড়ে ৷ পাপ্পু বলেন, "আমরা ছেলেমেয়েদের প্রাইভেট স্কুলে পড়াই ৷ কারণ, লেখাপড়া না করায় আমার স্বপ্নপূরণ হয়নি ৷ এখন আমি আমার ভিক্ষার টাকায় বাচ্চাদের শিক্ষিত করে অফিসার বানাবো ৷"
ভিক্ষুক পাপ্পুর বন্ধু বিশাল ৷ তিনিও ভিক্ষাবৃত্তি করেন ৷ তাঁর কথায়, "পাটনা জংশনে ভিক্ষা করে কোটিপতি হয়েছে পাপ্পু ৷ আমরাও ভিক্ষা করে কোটিপতি হয়েছি ৷ কিন্তু, সব টাকা নষ্ট করেছি ৷ পাপ্পুর ভিখারিদের মধ্যে অনেক জনপ্রিয়তা আছে ৷ সবাই পাপ্পুকে সম্মান করে ৷ লোকেরা ওকে 'মুম্বই পাপ্পু' বা 'ক্রোড়পতি পাপ্পু' নামে চেনে ৷ এজন্য পাপ্পু আমাদের নেতা ৷" তিনি জানান, সরকার ভিক্ষাবৃত্তি আটকানোর সর্বাত্মক চেষ্টা চালায় ৷ তবুও পাপ্পুর বাকিদের হয়ে লড়াই করেন ৷
আরও পড়ুন: