জম্মু ও কাশ্মীর, 21 মার্চ: প্রায় দু'মাস ধরে চলবে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া ৷ তার জন্যই কমিয়ে দেওয়া হল অমরনাথ যাত্রার দিন ৷ 2 মাস ধরে চলা অমরনাথ যাত্রা। এবার চলবে মাত্র 45 দিন । বৃহস্পতিবার রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 15 এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হবে । কীভাবে এবং কত দলে যাত্রী পাঠানো হবে তারও একটি পরিকল্পনা ইতিমধ্য়েই তৈরি করা হয়েছে । এবার অমরনাথ যাত্রা 29 জুন থেকে শুরু হয়ে চলবে 19 অগস্ট পর্যন্ত ।
বৈঠক শেষে এক আধিকারিক জানিয়েছেন, 3,880 মিটার উঁচু অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল । রেজিস্ট্রেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে । যাত্রার জন্য জম্মু ও কাশ্মীরের অনুমোদিত হাসপাতাল থেকে যাত্রীদের স্বাস্থ্য শংসাপত্রও দেওয়া হবে । 52 দিনের এই যাত্রা 19 অগস্ট রাখিবন্ধনের দিন শেষ হবে ৷ লোকসভা নির্বাচন শেষের পর প্রশাসন অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে ৷
অমরনাথ যাত্রার ঐতিহ্যবাহী রুট হল বালতাল এবং পহেলগাঁও । এখান থেকে প্রতিদিন প্রায় 10 হাজার তীর্থযাত্রীর একটি দল পাঠানো হবে । প্রশাসনের পক্ষ থেকে যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণার পর আগামী মাসের শেষ নাগাদ অমরনাথ তীর্থযাত্রীরা দেশের 500টিরও বেশি ব্যাঙ্ক শাখায় নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন ।
প্রসঙ্গত, 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম হল অমরনাথ ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 3,880 মিটার উচ্চতায় দক্ষিণ কাশ্মীরের হিমালয় পাহাড়ের এক গুহায় অবস্থিত এই শিবলিঙ্গ তৈরি প্রাকৃতিকভাবে ৷ তবে ভগবান অমরনাথের দর্শনের জন্য দুর্গম পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের ৷ বন্ধুর পথে প্রাণও হারান অনেকে ৷ তবুও প্রতি বছর দেশ-বিদেশ থেকে বহু তীর্থযাত্রী অমরনাথ দর্শন করতে আসেন ৷
আরও পড়ুন :