ETV Bharat / bharat

নকল ভারতীয় পাসপোর্ট! গ্রেফতার প্রাপ্তবয়স্ক ছবির বাংলাদেশি অভিনেত্রী - Bangladeshi Porn Star Arrest - BANGLADESHI PORN STAR ARREST

Bangladeshi Porn Star Arrest: ওই তরুণী গত কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন বলে খবর। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি একাধিক ছবিতে অভিনয়ও করেছেন ৷ পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে, তরুণীর বাবা-মা-সহ পরিবারের বাকি সদস্য়রাও নিজেদের নাম বদলেছিলেন।

BANGLADESHI PORN STAR ARREST
গ্রেফতার বাংলাদেশি তরুণী (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 4:58 PM IST

থানে (মহারাষ্ট্র), 28 সেপ্টেম্বর: নকল পাসপোর্ট নিয়ে ভারতে থাকার জন্য এক বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করেছে থানে পুলিশ ৷ জানা গিয়েছে, এই তরুণী কয়েকটি জাল শংসাপত্র তৈরি করেছিলেন ৷ তার ভিত্তিতেই তৈরি হয় পাসপোর্ট। পাশাপাশি বাংলাদেশের ওই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করতেন বলেও জানা গিয়েছে।

ওই তরুণীর নামে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি । স্থানীয় হিললাইন থানায় গিয়ে তিনি জানান ওই তরুণী ও তাঁর পরিচয় ভুয়ো পরিচয় নিয়ে উল্লাসনগর এলাকায় থাকছেন। অভিযোগ পেয়ে পুলিশ তরুণীকে জিজ্ঞাসাবাদ করে ৷ তখনই জানা যায় তিনি বাংলাদেশের নাগরিক ৷ পুলিশ সন্দেহভাজন ওই তরুণীকে সরকারি নথি দিতে বলে ৷ তিনি বাড়ির কাগজপত্র-সহ বিভিন্ন নথি পুলিশের কাছে জমা দেন। যাচাই করে পুলিশ জানতে পারে এই সব নথিই জাল। এরপরই বাংলাদেশি ওই তরুণীকে গ্রেফতার করা হয় ৷

ওই তরুণী গত কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন বলে খবর। একাধিক প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয়ও করেছেন বলে জানা গিয়েছে ৷ পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে, তাঁর বাবা-মাও একই সঙ্গে উল্লাসনগরে থাকেন। পুলিশ তাঁর বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। তদন্তে জানা গিয়েছে, ওই তরুণী ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে বসবাস করছেন। পাশাপাশি পরিবারের সকলেই নিজেদের নাম পরিবর্তন করেছেন ৷

পুলিশের সাব ইন্সপেক্টর সংগ্রাম মালকার বলেন, "তরুণীর মায়ের নাম অঞ্জলি রাজারাম পাতিল । তিনি অঞ্জলি অরবিন্দ বারদে নাম ব্যবহার করতেন । কখনও কখনও নিজেকে রুবি শেখ বলেও পরিচয় দিতেন। তরুণীর ভাই রবীন্দ্র অরবিন্দ বারদে থেকে শুরু করে রিয়াজ শেখ, রিতু অরবিন্দ বারদে ওরফে মনি শেখ হিসেবে পরিচিত ছিলেন। বাবা অরবিন্দ শামরাও এই বাড়িতেই থাকতেন ৷"

পুলিশ আধিকারিক আরও বলেন, "হিল লাইন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যে বাংলাদেশি এক মহিলা উলহাসনগরে অবৈধভাবে বসবাস করছেন। আমরা এই বিষয়টি তদন্ত করি। তখন জানা যায় যে, এই মহিলার জমা দেওয়া নথিটি জাল। এই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।"

থানে (মহারাষ্ট্র), 28 সেপ্টেম্বর: নকল পাসপোর্ট নিয়ে ভারতে থাকার জন্য এক বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করেছে থানে পুলিশ ৷ জানা গিয়েছে, এই তরুণী কয়েকটি জাল শংসাপত্র তৈরি করেছিলেন ৷ তার ভিত্তিতেই তৈরি হয় পাসপোর্ট। পাশাপাশি বাংলাদেশের ওই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করতেন বলেও জানা গিয়েছে।

ওই তরুণীর নামে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি । স্থানীয় হিললাইন থানায় গিয়ে তিনি জানান ওই তরুণী ও তাঁর পরিচয় ভুয়ো পরিচয় নিয়ে উল্লাসনগর এলাকায় থাকছেন। অভিযোগ পেয়ে পুলিশ তরুণীকে জিজ্ঞাসাবাদ করে ৷ তখনই জানা যায় তিনি বাংলাদেশের নাগরিক ৷ পুলিশ সন্দেহভাজন ওই তরুণীকে সরকারি নথি দিতে বলে ৷ তিনি বাড়ির কাগজপত্র-সহ বিভিন্ন নথি পুলিশের কাছে জমা দেন। যাচাই করে পুলিশ জানতে পারে এই সব নথিই জাল। এরপরই বাংলাদেশি ওই তরুণীকে গ্রেফতার করা হয় ৷

ওই তরুণী গত কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন বলে খবর। একাধিক প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয়ও করেছেন বলে জানা গিয়েছে ৷ পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে, তাঁর বাবা-মাও একই সঙ্গে উল্লাসনগরে থাকেন। পুলিশ তাঁর বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। তদন্তে জানা গিয়েছে, ওই তরুণী ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে বসবাস করছেন। পাশাপাশি পরিবারের সকলেই নিজেদের নাম পরিবর্তন করেছেন ৷

পুলিশের সাব ইন্সপেক্টর সংগ্রাম মালকার বলেন, "তরুণীর মায়ের নাম অঞ্জলি রাজারাম পাতিল । তিনি অঞ্জলি অরবিন্দ বারদে নাম ব্যবহার করতেন । কখনও কখনও নিজেকে রুবি শেখ বলেও পরিচয় দিতেন। তরুণীর ভাই রবীন্দ্র অরবিন্দ বারদে থেকে শুরু করে রিয়াজ শেখ, রিতু অরবিন্দ বারদে ওরফে মনি শেখ হিসেবে পরিচিত ছিলেন। বাবা অরবিন্দ শামরাও এই বাড়িতেই থাকতেন ৷"

পুলিশ আধিকারিক আরও বলেন, "হিল লাইন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যে বাংলাদেশি এক মহিলা উলহাসনগরে অবৈধভাবে বসবাস করছেন। আমরা এই বিষয়টি তদন্ত করি। তখন জানা যায় যে, এই মহিলার জমা দেওয়া নথিটি জাল। এই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.