জম্মু, 28 অক্টোবর: উপত্যকায় ফের ভারতীয় সেনার উপর জঙ্গি হামলা ৷ সীমান্ত লাগোয়া আখনুর সেক্টরে সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷
সূত্রের খবর, সোমবার সকালে জম্মুর জোগওয়ান এলাকায় রাস্তার ধারের একটি মন্দিরের কাছে সেনা অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে 3 জঙ্গি ৷ পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও সেনা ৷ পুরো এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ বট্টল এলাকার জঙ্গলেও তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী ৷
এক সেনা আধিকারিকের দাবি, এদিন মন্দিরে ঢুকে ফোন করার জন্য মোবাইলের খোঁজ করতে থাকে জঙ্গিরা ৷ সেই সময়, রাস্তার উপর সেনার অ্যাম্বুল্যান্স নজরে আসতেই, তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ এক ডজনেরও বেশি গুলির আঘাত রয়েছে গাড়িটিতে ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয় বলে জানান ওই আধিকারিক ৷
উল্লেখ্য, এক দশক পর সদ্য উপত্যকায় বিধানসভা নির্বাচন হয়েছে ৷ নির্বাচনের পর উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর ৷ গত 24 অক্টোবর, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল গুলমার্গের 6 কিমি দূরে বারামুল্লায় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় 2 জন সেনা জওয়ান-সহ 2 জন অসামরিক কর্মী প্রাণ হারান ৷ তার আগে 20 অক্টোবর গান্দেরবলে হামলা চালায় জঙ্গিরা ৷ এই ঘটনায় 7 জনের মৃত্যু হয় ৷ তাদের মধ্যে 6 জন পরিযায়ী শ্রমিক ও একজন স্থানীয় চিকিৎসক ছিলেন ৷