ETV Bharat / bharat

সেনা-অ্যাম্বুল্যান্সে হামলায় আজও চলছে তল্লাশি অভিযান, আখনুরে খতম 3 জঙ্গি - TERRORISTS OPEN FIRE AT ARMY

অ্যাম্বুল্যান্সে হামলার পরই আখনুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সোমবার তল্লাশি অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী ৷ মঙ্গলবার অভিযানের দ্বিতীয় দিন ৷

TERRORISTS OPEN FIRE AT ARMY
আখনুরে খতম 2 জঙ্গি (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 10:45 AM IST

Updated : Oct 29, 2024, 11:09 AM IST

জম্মু, 29 অক্টোবর: উত্তপ্ত উপত্যকা ! মঙ্গলবার আখনুরে তল্লাশি অভিযানের দ্বিতীয় দিনে সেনার গুলিতে নিকেশ হল আরও দুই জঙ্গি ৷ সোমবারের হামলার পর এই নিয়ে মোট 3 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি অভিযান চলছে ৷

সোমবার সকালে সীমান্ত লাগোয়া আখনুর সেক্টরে সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি চালায় 3 জঙ্গি ৷ পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীরা ৷ পুরো এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জঙ্গিরা ৷

বিশাল এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছন ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (এনএসজি)-এর কমান্ডোরা ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা ৷ দীর্ঘ তল্লাশি অভিযানের পর সোমবার সন্ধ্যায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় এক জঙ্গির ৷ বাকিদের খোঁজে মঙ্গলবার সকালে ফের এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী ৷

অভিযান চলাকালীন, আখনুরের জোগয়ান গ্রামে আরও এক জঙ্গির লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নির্দিষ্ট সেই এলাকায় তল্লাশি অভিযানের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন তাঁরা ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গি ৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও ৷ তাতেই মৃত্যু হয় আরও এক জঙ্গির ৷ এর কিছুক্ষণের মধ্য়েই এনকাউন্টারে খতম আরও এক জঙ্গি ৷

তবে, এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও চলছে তল্লাশি অভিযান বলে খবর ৷ তল্লাশির জন্য় 4টি BMP-II ইনফ্যান্ট্রি কমব্যাট গাড়ির ব্যবহার শুরু করা হয়েছে সেনার তরফে ৷ সেই সঙ্গে, ঘন জঙ্গলে আকাশ থেকে নজরাদারি চালানোর জন্য হেলিকপ্টার ও ড্রোনেরও ব্যবহার শুরু করেছে সেনা ৷

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় সেনা কুকুর 'ফ্যান্টম' ৷ সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যায় এলাকায় জঙ্গির উপস্থিতি টের পেয়ে যায় ফ্যান্টম ৷ এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গির এনকাউন্টার শুরু হয় ৷ আর তাতেই প্রাণ হারায় বিশেষ প্যারা মিলিটরি ফোর্সের দীর্ঘদিনের এই সদস্য ৷

পড়ুন: গুলমার্গের পর আখনুর ! এবার সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি জঙ্গিদের

জম্মু, 29 অক্টোবর: উত্তপ্ত উপত্যকা ! মঙ্গলবার আখনুরে তল্লাশি অভিযানের দ্বিতীয় দিনে সেনার গুলিতে নিকেশ হল আরও দুই জঙ্গি ৷ সোমবারের হামলার পর এই নিয়ে মোট 3 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি অভিযান চলছে ৷

সোমবার সকালে সীমান্ত লাগোয়া আখনুর সেক্টরে সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি চালায় 3 জঙ্গি ৷ পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীরা ৷ পুরো এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জঙ্গিরা ৷

বিশাল এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছন ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (এনএসজি)-এর কমান্ডোরা ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা ৷ দীর্ঘ তল্লাশি অভিযানের পর সোমবার সন্ধ্যায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় এক জঙ্গির ৷ বাকিদের খোঁজে মঙ্গলবার সকালে ফের এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী ৷

অভিযান চলাকালীন, আখনুরের জোগয়ান গ্রামে আরও এক জঙ্গির লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নির্দিষ্ট সেই এলাকায় তল্লাশি অভিযানের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন তাঁরা ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গি ৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও ৷ তাতেই মৃত্যু হয় আরও এক জঙ্গির ৷ এর কিছুক্ষণের মধ্য়েই এনকাউন্টারে খতম আরও এক জঙ্গি ৷

তবে, এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও চলছে তল্লাশি অভিযান বলে খবর ৷ তল্লাশির জন্য় 4টি BMP-II ইনফ্যান্ট্রি কমব্যাট গাড়ির ব্যবহার শুরু করা হয়েছে সেনার তরফে ৷ সেই সঙ্গে, ঘন জঙ্গলে আকাশ থেকে নজরাদারি চালানোর জন্য হেলিকপ্টার ও ড্রোনেরও ব্যবহার শুরু করেছে সেনা ৷

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় সেনা কুকুর 'ফ্যান্টম' ৷ সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যায় এলাকায় জঙ্গির উপস্থিতি টের পেয়ে যায় ফ্যান্টম ৷ এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গির এনকাউন্টার শুরু হয় ৷ আর তাতেই প্রাণ হারায় বিশেষ প্যারা মিলিটরি ফোর্সের দীর্ঘদিনের এই সদস্য ৷

পড়ুন: গুলমার্গের পর আখনুর ! এবার সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি জঙ্গিদের
Last Updated : Oct 29, 2024, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.