নয়াদিল্লি, 4 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তেলেঙ্গানা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ৷ এদিন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্কা মাল্লু ৷
নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তাঁর সঙ্গে কংগ্রেস মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হল ৷ উল্লেখ্য, গত 13 জুন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন ৷ সূত্রের খবর, দক্ষিণী রাজ্যটিতে গুরুত্বপূর্ণ কিছু প্রজেক্ট বাস্তবায়ন করা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন রেবন্ত রেড্ডি ৷ সেখানে তেলেঙ্গানার সঙ্গে জড়িত বিবিধ বিষয়ে আলোচনা হয় ৷ তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি ৷ মনে করা হচ্ছে, উন্নয়ন সংক্রান্ত নানাবিধ প্রজেক্ট নিয়েই তাঁরা আলোচনা করেছেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় সাহায্য নিয়েও কথা হয়ে থাকতে পারে ৷
6 জুলাই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ৷ 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা- দু'টি রাজ্য গঠিত হয় ৷ এই সংক্রান্ত কিছু আলোচনার জন্য প্রস্তাব রেখেছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী নাইডু ৷ তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন রেবন্ত রেড্ডি ৷
গত বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হয় ৷ তাতে রাজ্যের 119টি আসনের মধ্যে 64টি আসনে জয়ী হয় কংগ্রেস এবং একক সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে সরকার গড়ে ৷ গত 7 ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কংগ্রেস নেতা তথা রাজ্য সভাপতি রেবন্ত রেড্ডি ৷