হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: তেলেঙ্গানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র বিধায়ক লাস্য নন্দিতা ৷ শুক্রবার সকালে পাটানচেরু ওআরআর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ৷ লাস্যর সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত সহকারী আকাশ এবং চালক গুরুতর আহত হয়েছেন ৷
সূত্রের খবর, মৃত বিধায়ক মাত্র 10 দিন আগে নালগোন্ডায় বিআরএস জনসভা থেকে ফেরার সময় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন । তিনি যে গাড়িতে যাচ্ছিলেন, সেটি নারকাটপল্লির কাছে চের্লাপল্লিতে একটি অটোর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে । তবে সে'বার রক্ষা পান লাস্য নন্দিতা ৷
তবে এ দিন পাটানচেরু ওআরআর-এ সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন মাত্র 37 বছর বয়সি বিধায়ক । তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ক্যান্টনমেন্টের বিধায়ক লাস্য নন্দিতার অকালমৃত্যু আমাকে গভীরভাবে মর্মাহত করেছে । নন্দিতার বাবা স্বর্গীয় সায়ান্নার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । গত বছর এই মাসেই তিনি মারা যান...৷ এটা খুবই দুঃখজনক যে নন্দিতাও হঠাৎ করে চলে গেলেন । ওই একই মাসে । তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা...৷ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁর (লাস্য) আত্মাকে শান্তিতে রাখেন ।"
প্রয়াত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শীর্ষ বিআরএস নেতা এবং দলের কার্যকরী সভাপতি কেটি রামা রাও ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে এই ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেন তিনি ৷
লাস্য ছিলেন প্রয়াত নেতা সায়ান্নার কন্যা ৷ গত বছরের 19 ফেব্রুয়ারি স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রয়াত হন সায়ান্না । সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে লাস্য সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন ।
আরও পড়ুন: