ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ডুবল গাড়ি ! মৃত 5, জখম আরও 1 - TELANGANA CAR ACCIDENT

তেলেঙ্গানার জালালপুর এলাকায় ভোরের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জলাশয়ে পড়ে গাড়িটি ৷ জলের মধ্যে দমবদ্ধ হয়ে মৃত্যু হয় 5 জনের, একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

TELANGANA CAR ACCIDENT
জলাশয়ের মধ্যে পড়ে রয়েছে গাড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 1:46 PM IST

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা ৷ ভোরের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জলাশয়ে গিয়ে পড়ল গাড়ি ৷ কোনও কিছু বোঝার আগেই বন্ধ গাড়ির মধ্যে জল ঢুকে দমবন্ধ হয়ে মৃত্যু হল 5 জনের ৷ বাকি একজন কোনও রকমে প্রাণে বাঁচলেও অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটেছে ইয়াদাদ্রি ভুবনগিড়ির ভুদন পোচামপল্লি মণ্ডলের জালালপুর এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর 4টে 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ গাড়িটি হায়দরাবাদ থেকে ভুদন পোচামপল্লি মণ্ডলের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে ৷ মৃতরা আরটিসি কলোনি ও এলবি নগর এলাকার বাসিন্দা ৷ মধ্যরাতে বাড়ি থেকে বেড়িয়ে দীর্ঘক্ষণ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন তাঁরা ৷ রাতে আব্দুল্লাপুরের কাছে একটি ছোট দুর্ঘটনাও ঘটে ৷

এরপর মদ্যপানের জন্য পোচামপল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ ভোরে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশের একটি জলাশয়ে গিয়ে পড়ে গাড়িটি ৷ চালকের পাশের সিটে বসেছিলেন মণীকণ্ঠ নামে এক যুবক ৷ দুর্ঘটনার পর কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি ৷ রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তিকে দাঁড় করিয়ে সাহায্য নেন ৷ সেই ব্যক্তি পুলিশে খবর দেন ৷

ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সাহায্য়ে মৃতদেহগুলি গাড়ি থেকে বের করেন পুলিশকর্মীরা ৷ ময়নাতদন্তের জন্য ভুবনগিড়ি সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের প্রত্যেকের বয়স 20 থেকে 21 বছরের মধ্যে ৷ মৃতরা হলেন হর্ষ, দীনেশ, ভাম্সি, বালু এবং বিনয় ৷ এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মণীকণ্ঠ ৷ ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে ৷

পড়ুন: চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন, পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইপিএস আধিকারীকের

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা ৷ ভোরের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জলাশয়ে গিয়ে পড়ল গাড়ি ৷ কোনও কিছু বোঝার আগেই বন্ধ গাড়ির মধ্যে জল ঢুকে দমবন্ধ হয়ে মৃত্যু হল 5 জনের ৷ বাকি একজন কোনও রকমে প্রাণে বাঁচলেও অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটেছে ইয়াদাদ্রি ভুবনগিড়ির ভুদন পোচামপল্লি মণ্ডলের জালালপুর এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর 4টে 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ গাড়িটি হায়দরাবাদ থেকে ভুদন পোচামপল্লি মণ্ডলের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে ৷ মৃতরা আরটিসি কলোনি ও এলবি নগর এলাকার বাসিন্দা ৷ মধ্যরাতে বাড়ি থেকে বেড়িয়ে দীর্ঘক্ষণ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন তাঁরা ৷ রাতে আব্দুল্লাপুরের কাছে একটি ছোট দুর্ঘটনাও ঘটে ৷

এরপর মদ্যপানের জন্য পোচামপল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ ভোরে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশের একটি জলাশয়ে গিয়ে পড়ে গাড়িটি ৷ চালকের পাশের সিটে বসেছিলেন মণীকণ্ঠ নামে এক যুবক ৷ দুর্ঘটনার পর কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি ৷ রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তিকে দাঁড় করিয়ে সাহায্য নেন ৷ সেই ব্যক্তি পুলিশে খবর দেন ৷

ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সাহায্য়ে মৃতদেহগুলি গাড়ি থেকে বের করেন পুলিশকর্মীরা ৷ ময়নাতদন্তের জন্য ভুবনগিড়ি সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের প্রত্যেকের বয়স 20 থেকে 21 বছরের মধ্যে ৷ মৃতরা হলেন হর্ষ, দীনেশ, ভাম্সি, বালু এবং বিনয় ৷ এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মণীকণ্ঠ ৷ ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে ৷

পড়ুন: চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন, পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইপিএস আধিকারীকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.