ETV Bharat / bharat

7 দিন সময়, বেঙ্গালুরুতে জল সংকট না-মিটলে বিক্ষোভের হুঁশিয়ারি বিজেপি সাংসদের - বেঙ্গালুরুতে জল সংকট

Bengaluru Water Crisis: 7 দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ৷ এর মধ্যে বেঙ্গালুরুর জল সংকট সমস্যার সমাধান না-হলে বিক্ষোভের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ জল সংকট নিয়ে কর্ণাটক সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব এই বিজেপি সাংসদ ৷

Tejasvi Surya
তেজস্বী সূর্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 12:22 PM IST

বেঙ্গালুরু, 7 মার্চ: তীব্র জলের সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে ৷ আগামী সাত দিনের মধ্যে এই জল সমস্যার সমাধান না-হলে বিধানসভা ঘেরাওয়ের পথে হাঁটতে চলেছে বিজেপি ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন গেরুয়া শিবিরের সাংসদ তেজস্বী সূর্য ৷ জল সংকট মেটানোর বিষয়ে কর্ণাটকের কংগ্রেস সরকার উদাসীন বলে তিনি এ দিন অভিযোগ তোলেন ৷ তাই কর্তৃপক্ষ যদি তাড়াতাড়ি এই নাগরিক সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়, তবে বিধানসভার সামনে বিক্ষোভের হুঙ্কার বিজেপি সাংসদের । তেজস্বী সূর্যের এই সাত দিনের চূড়ান্ত সময় আইনশৃঙ্খলার বিঘ্নিত করতে পারে আঁচ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বেঙ্গালুরুতে ।

জানা গিয়েছে, বেঙ্গালুরু জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বোর্ডের (বিডব্লিউএসএসবি) চেয়ারম্যান রাম প্রসাথ মনোহরের সঙ্গে বৈঠক করেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ৷ সেই বৈঠকের পরেই তিনি বলেন, "যদি এক সপ্তাহের মধ্যে জল সমস্যার সমাধান না-হয়, তবে কর্ণাটক বিধানসভা 'ঘেরাও' করবে বিজেপি।" তিনি একটি বিবৃতিতে বলেছেন, "রাজ্য সরকার জানত এই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে তারা ৷ তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ । সরকারের এই অবহেলার কারণে আজ বেঙ্গালুরুর মানুষ তীব্র জল সংকটের সম্মুখীন হয়েছে ৷

তাঁর কথায়, "বর্তমান পরিস্থিতি বেঙ্গালুরুর জনগণের প্রতি সরকারের অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। যদি জল সংকটের সমস্যা মোটানোর জন্য এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না-নেওয়া হয় তবে বিজেপি জনগণের দাবি মেটাতে সরকারের উপর চাপ সৃষ্টি করবে ৷ এর জন্য বিধানসভার সামনে বিক্ষোভ দেখানো হবে ৷"

তেজস্বী সূর্য সোশাল মিডিয়ায় জানান, অবৈজ্ঞানিকভাবে জল সংকটের সমস্যা সমাধান করার চেষ্টা করছে সিদ্দারামাইয়া সরকার ৷ যার ফলে তারা ব্যর্থ হচ্ছে ৷ তাই তিনি দ্রুত জল সংকট সমস্যা থেকে মুক্তি পেতে বিডব্লিউএসএসবিকে কিছু পরামর্শ দিয়েছেন ।

  • শিল্প এবং নির্মাণ সংস্থার ক্ষেত্রে জল বেশি ব্যবহার হয় ৷ পানীয় ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের জন্য তাদেরকে পরিশোধিত জল সরবরাহ করতে হবে ।
  • পানীয় জল এমন জায়গায় পুনরায় সরবরাহ করতে হবে যেখানে সংকট রয়েছে ।
  • প্রায় 1 হাজার 300 এমএলডি পরিশোধিত জল পাওয়ার জন্য রিচার্জিং অ্যাকুয়াফার্সকে লেকের দিকে ঘুরিয়ে দিতে হবে ।
  • নতুন বোরওয়েল খনন করা যেতে পারে এমন জায়গায় ভূতাত্ত্বিকদের পরামর্শ নিতে হবে ।
  • যেখান থেকে গত কয়েক মাসে কম জল উঠেছে যুদ্ধকালীন তৎপরতায় সেই বোরওয়েলগুলিকে পুনরায় ড্রিল/ফ্লাশ করতে হবে ।
  • চুক্তিভিত্তিক জলের ট্যাংকার সরবরাহ ব্যাহত করার পরিবর্তে অন্যান্য জলের ট্যাংকারগুলিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে জল সরবরাহ করতে হবে ।
  • কাভেরি স্টেজ-5 যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে ৷ এর মাধ্যমে প্রস্তাবিত অঞ্চলে জলের সমস্য়া মোকাবিলা করা যেতে পারে ।

প্রায় 10 দিন আগেও তেজস্বী সূর্য শহরে জলের ঘাটতির কথা তুলে ধরেছিলেন এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে কাজ করার জন্য সরকারকে অনুরোধ করেছিলেন ।

আরও পড়ুন:

  1. চিকিৎসার টাকায় কিনতে হচ্ছে জল, তীব্র সংকটে ইএসআই হাসপাতাল
  2. পানীয় জলের সংকট কাটাতে উদ্যোগী জিটিএ, প্রথম দফায় মিরিকের 9 প্রকল্পের জন্য বরাদ্দ 50 লক্ষ
  3. আম্রুত প্রকল্পের আওতায় জলকষ্ট থেকে রেহাই মিলতে চলেছে শিলিগুড়িবাসীর

বেঙ্গালুরু, 7 মার্চ: তীব্র জলের সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে ৷ আগামী সাত দিনের মধ্যে এই জল সমস্যার সমাধান না-হলে বিধানসভা ঘেরাওয়ের পথে হাঁটতে চলেছে বিজেপি ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন গেরুয়া শিবিরের সাংসদ তেজস্বী সূর্য ৷ জল সংকট মেটানোর বিষয়ে কর্ণাটকের কংগ্রেস সরকার উদাসীন বলে তিনি এ দিন অভিযোগ তোলেন ৷ তাই কর্তৃপক্ষ যদি তাড়াতাড়ি এই নাগরিক সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়, তবে বিধানসভার সামনে বিক্ষোভের হুঙ্কার বিজেপি সাংসদের । তেজস্বী সূর্যের এই সাত দিনের চূড়ান্ত সময় আইনশৃঙ্খলার বিঘ্নিত করতে পারে আঁচ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বেঙ্গালুরুতে ।

জানা গিয়েছে, বেঙ্গালুরু জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বোর্ডের (বিডব্লিউএসএসবি) চেয়ারম্যান রাম প্রসাথ মনোহরের সঙ্গে বৈঠক করেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ৷ সেই বৈঠকের পরেই তিনি বলেন, "যদি এক সপ্তাহের মধ্যে জল সমস্যার সমাধান না-হয়, তবে কর্ণাটক বিধানসভা 'ঘেরাও' করবে বিজেপি।" তিনি একটি বিবৃতিতে বলেছেন, "রাজ্য সরকার জানত এই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে তারা ৷ তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ । সরকারের এই অবহেলার কারণে আজ বেঙ্গালুরুর মানুষ তীব্র জল সংকটের সম্মুখীন হয়েছে ৷

তাঁর কথায়, "বর্তমান পরিস্থিতি বেঙ্গালুরুর জনগণের প্রতি সরকারের অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। যদি জল সংকটের সমস্যা মোটানোর জন্য এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না-নেওয়া হয় তবে বিজেপি জনগণের দাবি মেটাতে সরকারের উপর চাপ সৃষ্টি করবে ৷ এর জন্য বিধানসভার সামনে বিক্ষোভ দেখানো হবে ৷"

তেজস্বী সূর্য সোশাল মিডিয়ায় জানান, অবৈজ্ঞানিকভাবে জল সংকটের সমস্যা সমাধান করার চেষ্টা করছে সিদ্দারামাইয়া সরকার ৷ যার ফলে তারা ব্যর্থ হচ্ছে ৷ তাই তিনি দ্রুত জল সংকট সমস্যা থেকে মুক্তি পেতে বিডব্লিউএসএসবিকে কিছু পরামর্শ দিয়েছেন ।

  • শিল্প এবং নির্মাণ সংস্থার ক্ষেত্রে জল বেশি ব্যবহার হয় ৷ পানীয় ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের জন্য তাদেরকে পরিশোধিত জল সরবরাহ করতে হবে ।
  • পানীয় জল এমন জায়গায় পুনরায় সরবরাহ করতে হবে যেখানে সংকট রয়েছে ।
  • প্রায় 1 হাজার 300 এমএলডি পরিশোধিত জল পাওয়ার জন্য রিচার্জিং অ্যাকুয়াফার্সকে লেকের দিকে ঘুরিয়ে দিতে হবে ।
  • নতুন বোরওয়েল খনন করা যেতে পারে এমন জায়গায় ভূতাত্ত্বিকদের পরামর্শ নিতে হবে ।
  • যেখান থেকে গত কয়েক মাসে কম জল উঠেছে যুদ্ধকালীন তৎপরতায় সেই বোরওয়েলগুলিকে পুনরায় ড্রিল/ফ্লাশ করতে হবে ।
  • চুক্তিভিত্তিক জলের ট্যাংকার সরবরাহ ব্যাহত করার পরিবর্তে অন্যান্য জলের ট্যাংকারগুলিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে জল সরবরাহ করতে হবে ।
  • কাভেরি স্টেজ-5 যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে ৷ এর মাধ্যমে প্রস্তাবিত অঞ্চলে জলের সমস্য়া মোকাবিলা করা যেতে পারে ।

প্রায় 10 দিন আগেও তেজস্বী সূর্য শহরে জলের ঘাটতির কথা তুলে ধরেছিলেন এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে কাজ করার জন্য সরকারকে অনুরোধ করেছিলেন ।

আরও পড়ুন:

  1. চিকিৎসার টাকায় কিনতে হচ্ছে জল, তীব্র সংকটে ইএসআই হাসপাতাল
  2. পানীয় জলের সংকট কাটাতে উদ্যোগী জিটিএ, প্রথম দফায় মিরিকের 9 প্রকল্পের জন্য বরাদ্দ 50 লক্ষ
  3. আম্রুত প্রকল্পের আওতায় জলকষ্ট থেকে রেহাই মিলতে চলেছে শিলিগুড়িবাসীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.