ETV Bharat / bharat

বাস্তবের 'ভিঞ্চি দা' ! মদ খেয়ে মায়ের উপর অত্যাচার, সমস্যা মেটাতে বাবাকে খুন নাবালকের - Delhi Minor Boy Killed father - DELHI MINOR BOY KILLED FATHER

Delhi Teenager Killed Father: বাবা মাদকাসক্ত ৷ প্রতিদিন বাড়ি এসে মা-এর উপর অত্যাচার করত ৷ অবশেষে সেই রাগে বাবা-মার ঝামেলার মধ্যে প্লাস্টিকের পাইপ দিয়ে বাবার মাথায় আঘাত করে খুন 16 বছরের ছেলের ৷ খুনের দায়ে তাকে গ্রেফতার করেছে আমান বিহার থানার পুলিশ ৷

Delhi Teenager Killed Father
মদ্যপ বাবাকে খুন নাবালক ছেলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 2:27 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: ঠিক যেন 'ভিঞ্চি দা' ! তবে বাংলার নয় দিল্লির ৷ মদ্যপ বাবার প্রতিদিনের অত্যাচারের হাত থেকে বাঁচতে তাঁর মাথায় প্লাস্টিক পাইপ দিয়ে মেরে খুন করল এক নাবালক ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির আমান বিহার এলাকায় ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে আমান বিহার থানার পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিকে খুনের বিষয়ে তাঁদের পিসিআর-এ একটি ফোন আসে ৷ সেই ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন অপরাধ দমন শাখার সদস্যরাও ৷ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন তাঁরা ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিরালে আলি ৷ বয়স 55 বছর ৷ বিহারের বাসিন্দা তিনি ৷ রোহিনী জেলার আমান বিহারের রমেশ এনক্লেভে নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি ৷ ওয়েল্ডিংয়ের কাজ করে সংসার চালাতেন ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন ৷ প্রায় প্রতিদিনই বাড়িতে এসে স্বামী-সন্তানদের উপর অত্যাচার করতেন তিনি ৷ প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে বচসা শুরু হয় তাঁর ৷ সেই সময় বিবাদ থামাতে বাবার মাথায় প্লাস্টিকের পাইপ দিয়ে আঘাত করে 16 বছরের ছেলে ৷ মুহুর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ বর্তমানে আমান বিহার থানার পুলিশ হত্যার অভিযোগে মৃতের ছেলেকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

উল্লেখ্য, 2019 সালে খানিক একই প্রেক্ষাপটে 'ভিঞ্চি দা' ছবিটি নির্মাণ করেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ ছবিতে দেখানো হয়, মদ্যপ বাবার অত্যাচার থেকে বাঁচতে ক্রিকেটের ব্যাট গিয়ে তাঁকে আঘাত করে খুন করে নাবালক ছেলে ৷ দিল্লির এদিনের ঘটনাটি সেই ছবির কথাই যেন মনে করিয়ে দেয় ৷

নয়াদিল্লি, 26 অগস্ট: ঠিক যেন 'ভিঞ্চি দা' ! তবে বাংলার নয় দিল্লির ৷ মদ্যপ বাবার প্রতিদিনের অত্যাচারের হাত থেকে বাঁচতে তাঁর মাথায় প্লাস্টিক পাইপ দিয়ে মেরে খুন করল এক নাবালক ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির আমান বিহার এলাকায় ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে আমান বিহার থানার পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিকে খুনের বিষয়ে তাঁদের পিসিআর-এ একটি ফোন আসে ৷ সেই ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন অপরাধ দমন শাখার সদস্যরাও ৷ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন তাঁরা ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিরালে আলি ৷ বয়স 55 বছর ৷ বিহারের বাসিন্দা তিনি ৷ রোহিনী জেলার আমান বিহারের রমেশ এনক্লেভে নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি ৷ ওয়েল্ডিংয়ের কাজ করে সংসার চালাতেন ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন ৷ প্রায় প্রতিদিনই বাড়িতে এসে স্বামী-সন্তানদের উপর অত্যাচার করতেন তিনি ৷ প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে বচসা শুরু হয় তাঁর ৷ সেই সময় বিবাদ থামাতে বাবার মাথায় প্লাস্টিকের পাইপ দিয়ে আঘাত করে 16 বছরের ছেলে ৷ মুহুর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ বর্তমানে আমান বিহার থানার পুলিশ হত্যার অভিযোগে মৃতের ছেলেকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

উল্লেখ্য, 2019 সালে খানিক একই প্রেক্ষাপটে 'ভিঞ্চি দা' ছবিটি নির্মাণ করেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ ছবিতে দেখানো হয়, মদ্যপ বাবার অত্যাচার থেকে বাঁচতে ক্রিকেটের ব্যাট গিয়ে তাঁকে আঘাত করে খুন করে নাবালক ছেলে ৷ দিল্লির এদিনের ঘটনাটি সেই ছবির কথাই যেন মনে করিয়ে দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.