ETV Bharat / bharat

তামিলনাড়ু বিষমদকাণ্ডে মৃত বেড়ে 47, সঙ্কটজনক আরও 30 - Kallakurichi ILLICIT LIQUOR - KALLAKURICHI ILLICIT LIQUOR

Kallakurichi hooch tragedy: তামিলনাড়ু বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ সরকারিভাবে এখনও পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ৷ তবে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনও 118 জন ভর্তি রয়েছে, যাদের মধ্যে 30 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

TAMIL NADU hooch tragedy
তামিলনাড়ুতে বিষমদকাণ্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 12:57 PM IST

চেন্নাই, 21 জুন: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ পান কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চিকিৎসাধীন 118 জন ৷ এদের মধ্যে 30 জনের অবস্থা সঙ্কটজনক ৷ অসুস্থদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

কাল্লাকুরিচির ডিস্ট্রিক কালেক্টর প্রশান্ত এমএস জানিয়েছেন, এখনও পর্যন্ত 29টি দেহ তাদের পরিবার বা আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তিনি বলেন," কাল্লাকুরিচি, জিপমের, সালেম ও মুনদিয়ামবাকাম সরকারি হাসপাতালে মোট 165 জন ভর্তি ছিল ৷ এর মধ্যে শেষ খবর পাওয়া অনুযারী 47 জনের মৃত্যু হয়েছে ৷ এখনও 118 জন ভর্তি রয়েছে ৷ যাদের মধ্যে 30 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তবে একটা ভালো খবর, এখনও পর্যন্ত তিনজন সুস্থ হয়ে উঠেছেন ৷"

মঙ্গলবার রাতে তামিলনাড়ুর কাল্লাকুরুচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে প্যাকেটজাত মদ পান করেন অনেকে ৷ এরপর বাড়ি ফিরে তাঁরা অসুস্থবোধ করেন ৷ মাথা যন্ত্রণা, পেটে ব্যথা ও বমি শুরু হয় অনেকের ৷ পরিবারের সদস্যরা অসুস্থদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় 10 জনের ৷ এরপর ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়তে থাকে ৷

অসুস্থদের রক্তের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ভিল্লুপুরম এবং জিপমেরের ফরেনসিক ল্যবে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, পরীক্ষার রিপোর্টে সকলের রক্তেই মেথানলের অস্বাভাবিক উপস্থিতি পাওয়া গিয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় কাল্লাকুরিচি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বদলি করে দেওয়া হয় ৷ ইতিমধ্যেই তামিলনাড়ু পুলিশ বেশ কয়েকজন বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে ৷ তাদের থেকে 200 লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে 328, 304 (2), 41(I), 41 (A) ধারায় মামলা দায়ের করেছে ৷ তাদের সিবিসিআইডি-র হাতে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর, তিনজনকে কাল্লাকুরিচি জেলা প্রধান ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক তিনজনকে 15 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

চেন্নাই, 21 জুন: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ পান কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চিকিৎসাধীন 118 জন ৷ এদের মধ্যে 30 জনের অবস্থা সঙ্কটজনক ৷ অসুস্থদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

কাল্লাকুরিচির ডিস্ট্রিক কালেক্টর প্রশান্ত এমএস জানিয়েছেন, এখনও পর্যন্ত 29টি দেহ তাদের পরিবার বা আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তিনি বলেন," কাল্লাকুরিচি, জিপমের, সালেম ও মুনদিয়ামবাকাম সরকারি হাসপাতালে মোট 165 জন ভর্তি ছিল ৷ এর মধ্যে শেষ খবর পাওয়া অনুযারী 47 জনের মৃত্যু হয়েছে ৷ এখনও 118 জন ভর্তি রয়েছে ৷ যাদের মধ্যে 30 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তবে একটা ভালো খবর, এখনও পর্যন্ত তিনজন সুস্থ হয়ে উঠেছেন ৷"

মঙ্গলবার রাতে তামিলনাড়ুর কাল্লাকুরুচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে প্যাকেটজাত মদ পান করেন অনেকে ৷ এরপর বাড়ি ফিরে তাঁরা অসুস্থবোধ করেন ৷ মাথা যন্ত্রণা, পেটে ব্যথা ও বমি শুরু হয় অনেকের ৷ পরিবারের সদস্যরা অসুস্থদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় 10 জনের ৷ এরপর ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়তে থাকে ৷

অসুস্থদের রক্তের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ভিল্লুপুরম এবং জিপমেরের ফরেনসিক ল্যবে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, পরীক্ষার রিপোর্টে সকলের রক্তেই মেথানলের অস্বাভাবিক উপস্থিতি পাওয়া গিয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় কাল্লাকুরিচি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বদলি করে দেওয়া হয় ৷ ইতিমধ্যেই তামিলনাড়ু পুলিশ বেশ কয়েকজন বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে ৷ তাদের থেকে 200 লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে 328, 304 (2), 41(I), 41 (A) ধারায় মামলা দায়ের করেছে ৷ তাদের সিবিসিআইডি-র হাতে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর, তিনজনকে কাল্লাকুরিচি জেলা প্রধান ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক তিনজনকে 15 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.