ETV Bharat / bharat

মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ! সুপ্রিম কোর্টে মানহানির মামলা শশী থারুরের বিরুদ্ধে - SHASHI THAROOR DEFAMATION CASE

কংগ্রেস সাংসদ 8 বছর আগে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন ৷ তাঁর মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ দায়ের হয় ৷

Defamation Case on Remark against PM Modi
প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যে শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Oct 12, 2024, 1:46 PM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে ৷ সোমবার এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ 2018 সালের অক্টোবর মাসে প্রবীণ নেতা শশী থারুর একটি মন্তব্যে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'শিবলিঙ্গে বিছে' ৷ ওই মন্তব্যকে কেন্দ্র করেই শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় ৷

মোদিকে উদ্দেশ্য করে করা ওই 'আপত্তিকর' মন্তব্যের ভিত্তিতে ওই বছরেরই 2 নভেম্বর কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর ৷ এই মামলায় 10 সেপ্টেম্বর ট্রায়াল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তিরুবনন্তপুরমের সাংসদ থারুরের ৷ প্রাক্তন কূটনীতিক শশী থারুর দিল্লি হাইকোর্টে এই মামলাটি খারিজ করার আবেদন জানালে আদালত সেই আবেদন বাতিল করে ৷ এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷

10 সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালতে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ মামলাটি শোনেন ৷ বেঞ্চ দিল্লি পুলিশ এবং বিজেপি নেতা রাজীব বব্বরকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করে ৷ থারুরের পক্ষে আইনজীবী মহম্মদ আলি খান আদালতে জানান, অভিযোগরকারীর বক্তব্যকে প্রামাণ্য হিসাবে ধরা উচিত নয় ৷ রাজনৈতিক দলের সদস্যকেও নয় ৷

শশী থারুর দাবি করেছিলেন, একজন আরএসএস নেতা প্রধানমন্ত্রী মোদিকে শিবলিঙ্গের উপরে বসে থাকা বিছের সঙ্গে তুলনা করেছেন ৷ এই তুলনাকে ক্ষুরধার বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা ৷ এদিকে রাজীব বব্বরের অভিযোগ, নেতার এহেন মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে ৷ এবার এই মামলায় দেশের শীর্ষ আদালত কী রায় দেয়, সেটাই এখন দেখার ৷

নয়াদিল্লি, 12 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে ৷ সোমবার এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ 2018 সালের অক্টোবর মাসে প্রবীণ নেতা শশী থারুর একটি মন্তব্যে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'শিবলিঙ্গে বিছে' ৷ ওই মন্তব্যকে কেন্দ্র করেই শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় ৷

মোদিকে উদ্দেশ্য করে করা ওই 'আপত্তিকর' মন্তব্যের ভিত্তিতে ওই বছরেরই 2 নভেম্বর কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর ৷ এই মামলায় 10 সেপ্টেম্বর ট্রায়াল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তিরুবনন্তপুরমের সাংসদ থারুরের ৷ প্রাক্তন কূটনীতিক শশী থারুর দিল্লি হাইকোর্টে এই মামলাটি খারিজ করার আবেদন জানালে আদালত সেই আবেদন বাতিল করে ৷ এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷

10 সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালতে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ মামলাটি শোনেন ৷ বেঞ্চ দিল্লি পুলিশ এবং বিজেপি নেতা রাজীব বব্বরকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করে ৷ থারুরের পক্ষে আইনজীবী মহম্মদ আলি খান আদালতে জানান, অভিযোগরকারীর বক্তব্যকে প্রামাণ্য হিসাবে ধরা উচিত নয় ৷ রাজনৈতিক দলের সদস্যকেও নয় ৷

শশী থারুর দাবি করেছিলেন, একজন আরএসএস নেতা প্রধানমন্ত্রী মোদিকে শিবলিঙ্গের উপরে বসে থাকা বিছের সঙ্গে তুলনা করেছেন ৷ এই তুলনাকে ক্ষুরধার বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা ৷ এদিকে রাজীব বব্বরের অভিযোগ, নেতার এহেন মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে ৷ এবার এই মামলায় দেশের শীর্ষ আদালত কী রায় দেয়, সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.