ETV Bharat / bharat

হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, শনি-সকালেই শুনানি - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

SC over HC Confict: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের বেনজির সংঘাতে এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্টের ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টে শুনানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 7:32 PM IST

Updated : Jan 26, 2024, 8:04 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের বেনজির সংঘাতের জল এবার গড়ালো শীর্ষ আদালতে ৷ বিচারপতি সংঘাত নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল শীর্ষ আদালত ৷ গঠিত হল পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে ৷ এই বেঞ্চে রয়েছেন বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সূর্য কান্ত ৷ সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ৷

দুই বিচারপতির মধ্যে এই সংঘাতের সূত্রপাত রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্রের অবৈধ ব্যবহার নিয়ে ৷ 24 জানুয়ারি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ৷ এদিনই বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷ জানা যায়, এক ঘণ্টার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ৷

এই কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই স্থগিতাদেশের সমর্থনে লাইফ স্ট্রিমিং বা স্থগিতাদেশের নির্দেশের নথি দেখতে চান ৷ সরকারি আইনজীবী তা দেখাতে ব্যর্থ হওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন ৷ এফআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন ৷

এরপর দিন অর্থাৎ 25 জানুয়ারি বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেন ৷ এরপরই সংঘাত বাধে দুই বিচারপতির মধ্যে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বিচারপতি সৌমেন সেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক দলকে সুবিধে করে দিতে চাইছেন ৷ তাই এসব করছেন ৷" তিনি আরও প্রশ্ন করেন, ট্রান্সফার অর্ডার আসা সত্ত্বেও কলেজিয়ামকে উপেক্ষা করে বিচারপতি সৌমেন সেন কলকাতা হাইকোর্টে কীভাবে থাকছেন ?

তবে বৃহস্পতিবার রাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলা বিচারপতি সৌমেন সেনের পরিবর্তে বিচারপতি তপোব্রত চক্রবর্তী শুনবেন ৷ তবে ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি উদয় কুমারকে পরিবর্তন করা হয়নি ৷ স্বভাবতই আইনজীবীরা অনুমান করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জন্যই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'বিচারপতি সৌমেন সেন একটি রাজনৈতিক দলের সুবিধা করে দিচ্ছেন', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
  2. মেডিক্যালে ভরতিতে ভুয়ো শংসাপত্র, সিবিআইয়ের এফআইআর খারিজ আদালতের
  3. নেই ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নথি ! মেডিক্যালে ভরতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 26 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের বেনজির সংঘাতের জল এবার গড়ালো শীর্ষ আদালতে ৷ বিচারপতি সংঘাত নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল শীর্ষ আদালত ৷ গঠিত হল পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে ৷ এই বেঞ্চে রয়েছেন বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সূর্য কান্ত ৷ সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ৷

দুই বিচারপতির মধ্যে এই সংঘাতের সূত্রপাত রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্রের অবৈধ ব্যবহার নিয়ে ৷ 24 জানুয়ারি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ৷ এদিনই বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷ জানা যায়, এক ঘণ্টার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ৷

এই কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই স্থগিতাদেশের সমর্থনে লাইফ স্ট্রিমিং বা স্থগিতাদেশের নির্দেশের নথি দেখতে চান ৷ সরকারি আইনজীবী তা দেখাতে ব্যর্থ হওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন ৷ এফআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন ৷

এরপর দিন অর্থাৎ 25 জানুয়ারি বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেন ৷ এরপরই সংঘাত বাধে দুই বিচারপতির মধ্যে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বিচারপতি সৌমেন সেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক দলকে সুবিধে করে দিতে চাইছেন ৷ তাই এসব করছেন ৷" তিনি আরও প্রশ্ন করেন, ট্রান্সফার অর্ডার আসা সত্ত্বেও কলেজিয়ামকে উপেক্ষা করে বিচারপতি সৌমেন সেন কলকাতা হাইকোর্টে কীভাবে থাকছেন ?

তবে বৃহস্পতিবার রাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলা বিচারপতি সৌমেন সেনের পরিবর্তে বিচারপতি তপোব্রত চক্রবর্তী শুনবেন ৷ তবে ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি উদয় কুমারকে পরিবর্তন করা হয়নি ৷ স্বভাবতই আইনজীবীরা অনুমান করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জন্যই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'বিচারপতি সৌমেন সেন একটি রাজনৈতিক দলের সুবিধা করে দিচ্ছেন', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
  2. মেডিক্যালে ভরতিতে ভুয়ো শংসাপত্র, সিবিআইয়ের এফআইআর খারিজ আদালতের
  3. নেই ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নথি ! মেডিক্যালে ভরতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Last Updated : Jan 26, 2024, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.