ETV Bharat / bharat

বাতিল হবে না NEET-UG, নতুন পরীক্ষাতেও 'না' সুপ্রিম কোর্টের - Supreme Court on NEET UG 2024 - SUPREME COURT ON NEET UG 2024

NEET-UG Row: 2024 সালের নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না ৷ এমনকী পুনরায় এই পরীক্ষাও নেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ এই পরীক্ষায় পদ্ধতিগত ভাবে প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনও বেনিয়মের প্রমাণ পায়নি আদালত ৷ তবে পটনা ও হাজারিবাগে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি মেনে নিয়েছে শীর্ষ আদালত ৷

NEET-UG Row
নিট-ইউজি পরীক্ষা (নিজস্ব ছবি)
author img

By PTI

Published : Jul 23, 2024, 5:28 PM IST

Updated : Jul 23, 2024, 6:25 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার 2024 সালের নিট-ইউজি পরীক্ষা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷

আদালতের পর্যবেক্ষণ, বিতর্কিত এই পরীক্ষায় এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় যে এই পরীক্ষার প্রশ্নপত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফাঁস হয়েছে ৷ এরই সঙ্গে কোনও বেনিয়ম হয়েছে কি না, তারও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ প্রধান বিচারপতি বলেন, "নিট-ইউজি 2024 পরীক্ষায় যে কোনও বেনিয়ম বা পদ্ধতি ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি হয়েছে, এমন কোনও তত্ত্বে উপনীত হওয়া যাচ্ছে না ৷"

প্রায় চার দিন ধরে এই মামলায় কেন্দ্রীয় সরকার ও নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র হয়ে সওয়াল জবাব করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ আদালত জানায়, 20 লক্ষেরও বেশি পড়ুয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিয়েছে ৷ তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রায় ঘোষণা করা হবে ৷ তবে বেঞ্চ এও জানায় যে, হাজারিবাগ এবং পটনায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ এনিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই ৷

এর আগে 18 জুলাই, সুপ্রিম কোর্ট সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক ফলাফল আদালতে জানানোর নির্দেশ দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে ৷ সেই নির্দেশ মেনে 20 জুলাই, এনটিএ শনিবার বেলা 12টার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি 2024 পরীক্ষার শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ আদালত এ নির্দেশও দিয়েছিল যে পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এনটিএ ৷ তাই ফলাফলে শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি এনটিএ ৷

গত 5 মে দেশজুড়ে 23.33 লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ 571টি শহরের 4 হাজার 750টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷ সিবিআই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে ৷

নয়াদিল্লি, 23 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার 2024 সালের নিট-ইউজি পরীক্ষা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷

আদালতের পর্যবেক্ষণ, বিতর্কিত এই পরীক্ষায় এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় যে এই পরীক্ষার প্রশ্নপত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফাঁস হয়েছে ৷ এরই সঙ্গে কোনও বেনিয়ম হয়েছে কি না, তারও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ প্রধান বিচারপতি বলেন, "নিট-ইউজি 2024 পরীক্ষায় যে কোনও বেনিয়ম বা পদ্ধতি ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি হয়েছে, এমন কোনও তত্ত্বে উপনীত হওয়া যাচ্ছে না ৷"

প্রায় চার দিন ধরে এই মামলায় কেন্দ্রীয় সরকার ও নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র হয়ে সওয়াল জবাব করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ আদালত জানায়, 20 লক্ষেরও বেশি পড়ুয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিয়েছে ৷ তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রায় ঘোষণা করা হবে ৷ তবে বেঞ্চ এও জানায় যে, হাজারিবাগ এবং পটনায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ এনিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই ৷

এর আগে 18 জুলাই, সুপ্রিম কোর্ট সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক ফলাফল আদালতে জানানোর নির্দেশ দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে ৷ সেই নির্দেশ মেনে 20 জুলাই, এনটিএ শনিবার বেলা 12টার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি 2024 পরীক্ষার শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ আদালত এ নির্দেশও দিয়েছিল যে পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এনটিএ ৷ তাই ফলাফলে শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি এনটিএ ৷

গত 5 মে দেশজুড়ে 23.33 লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ 571টি শহরের 4 হাজার 750টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷ সিবিআই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে ৷

Last Updated : Jul 23, 2024, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.