নয়াদিল্লি, 23 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার 2024 সালের নিট-ইউজি পরীক্ষা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷
আদালতের পর্যবেক্ষণ, বিতর্কিত এই পরীক্ষায় এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় যে এই পরীক্ষার প্রশ্নপত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফাঁস হয়েছে ৷ এরই সঙ্গে কোনও বেনিয়ম হয়েছে কি না, তারও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ প্রধান বিচারপতি বলেন, "নিট-ইউজি 2024 পরীক্ষায় যে কোনও বেনিয়ম বা পদ্ধতি ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি হয়েছে, এমন কোনও তত্ত্বে উপনীত হওয়া যাচ্ছে না ৷"
VIDEO | " today, supreme court has stated that there's no doubt about the paper leak which happened in patna and hazaribagh. relying on cbi's report, the court stated that only 155 students benefited from this and that's why cancellation and re-test of examination would not be… pic.twitter.com/2a9kU8V2A0
— Press Trust of India (@PTI_News) July 23, 2024
প্রায় চার দিন ধরে এই মামলায় কেন্দ্রীয় সরকার ও নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র হয়ে সওয়াল জবাব করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ আদালত জানায়, 20 লক্ষেরও বেশি পড়ুয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিয়েছে ৷ তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রায় ঘোষণা করা হবে ৷ তবে বেঞ্চ এও জানায় যে, হাজারিবাগ এবং পটনায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ এনিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই ৷
এর আগে 18 জুলাই, সুপ্রিম কোর্ট সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক ফলাফল আদালতে জানানোর নির্দেশ দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে ৷ সেই নির্দেশ মেনে 20 জুলাই, এনটিএ শনিবার বেলা 12টার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি 2024 পরীক্ষার শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ আদালত এ নির্দেশও দিয়েছিল যে পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এনটিএ ৷ তাই ফলাফলে শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি এনটিএ ৷
গত 5 মে দেশজুড়ে 23.33 লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ 571টি শহরের 4 হাজার 750টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷ সিবিআই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে ৷