ETV Bharat / bharat

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, গ্রেফতার অবৈধ ঘোষণা - Prabir Purkayastha - PRABIR PURKAYASTHA

Prabir Purkayastha: 2023 সালের 4 অক্টোবর নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা হয় ৷ কিন্তু তাঁর গ্রেফতারিকে অবৈধ বলে বুধবার আদালত তাঁকে হেফজাত থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছে ৷

SUPREME COURT
সুপ্রিম কোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 4:36 PM IST

নয়াদিল্লি, 15 মে: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে হেফাজত থেকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বুধবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ সন্ত্রাস বিরোধী আইনে প্রবীর পুরকায়স্থের গ্রেফতারিকে সুপ্রিম কোর্ট আইনের দিক থেকে অবৈধ বলেও উল্লেখ করেছে ৷

বিচারপতি বি আর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয় বুধবার ৷ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 2023 সালের 4 অক্টোবর প্রবীর পুরকায়স্থকে গ্রেফতারের পর তাঁকে হেফাজতে নেওয়ার কারণ লিখিতভাবে তাঁকে বা তাঁর আইনজীবীকে জানানো হয়নি ৷ তাই এই বিষয়টিকে ক্ষতিকর বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত ৷ সেই কারণেই তাঁকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ৷

এই নিয়ে দিল্লি হাইকোর্টের একটি রায়কেও আইনের চোখে অবৈধ বলে উল্লেখ করে সেই রায় এ দিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ প্রবীর পুরকায়স্থের তরফে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই আবেদন করা হয়েছিল ৷ সেই রায়ে প্রবীরের তরফে গ্রেফতারি ও পুলিশি হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছিল ৷

রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট বলে, "যদিও, আমরা আবেদনকারীকে জমানত না দিয়ে মুক্তির নির্দেশ দিতে রাজি ৷ কিন্তু যেহেতু চার্জশিট দাখিল করা হয়েছে, তাই আমরা মনে করি যে ট্রায়াল কোর্টের সন্তুষ্টির জন্য আবেদনকারীকে জামিনের মুচলেকা দিয়ে হেফাজত থেকে মুক্তি দেওয়া উচিত ৷" তবে আদালত এটা জানিয়েছে যে এ দিনের কোনও পর্যবেক্ষণকেই মামলার যোগ্যতার উপর মন্তব্য হিসেবে গণ্য করা হবে না ।

এ দিন সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু৷ রায় ঘোষণার পরে তিনি জানান, যেহেতু গ্রেফতারের বিষয়টি অকার্যকর বলে ঘোষণা করা হয়েছে, তাই পুলিশকে গ্রেফতারের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে বাধা দেওয়া উচিত নয় । বিচারপতি গাভাই তখন বলেন, "আমাদের সেই বিষয়ে কিছু পর্যবেক্ষণ করার দরকার নেই ৷ আইন অনুযায়ী আপনি যেটা করতে পারেন, সেটাই করবেন ৷’’

প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা করেছিল দিল্লি পুলিশ ৷ নিউজক্লিকের মানবসম্পদ আধিকারিক (এইচআর)-অমিত চক্রবর্তীর বিরুদ্ধেও একই আইনে মামলা করা হয় ৷ তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ পরে তিনি আবেদন প্রত্য়াহার করে নেন ৷ এর পর দিল্লি হাইকোর্ট তাঁকে এই মামলার অ্যাপ্রুভার হওয়ার অনুমতি দেয় ৷

নিউজক্লিক ও প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে চিনপন্থী প্রোপাগান্ডা করার অভিযোগ রয়েছে ৷ এই মামলায় গত 30 এপ্রিল চার্জশিটও পেশ করেছে দিল্লি পুলিশ ৷ সেখানে মূল অভিযুক্ত হিসেবে প্রবীর চক্রবর্তীকেই দেখানো হয়েছে ৷ তার অনেক আগে গত জানুয়ারিতেই অমিত চক্রবর্তী এই মামলায় অ্যাপ্রুভার হয়ে গিয়েছেন ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ, ইউএপিএ ধারা দিল দিল্লি পুলিশ
  2. মোদি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি খারিজ সুপ্রিম কোর্টে
  3. ভোট শেষের 48 ঘণ্টার মধ্যে তথ্য প্রকাশ করুক কমিশন, আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, 15 মে: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে হেফাজত থেকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বুধবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ সন্ত্রাস বিরোধী আইনে প্রবীর পুরকায়স্থের গ্রেফতারিকে সুপ্রিম কোর্ট আইনের দিক থেকে অবৈধ বলেও উল্লেখ করেছে ৷

বিচারপতি বি আর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয় বুধবার ৷ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 2023 সালের 4 অক্টোবর প্রবীর পুরকায়স্থকে গ্রেফতারের পর তাঁকে হেফাজতে নেওয়ার কারণ লিখিতভাবে তাঁকে বা তাঁর আইনজীবীকে জানানো হয়নি ৷ তাই এই বিষয়টিকে ক্ষতিকর বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত ৷ সেই কারণেই তাঁকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ৷

এই নিয়ে দিল্লি হাইকোর্টের একটি রায়কেও আইনের চোখে অবৈধ বলে উল্লেখ করে সেই রায় এ দিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ প্রবীর পুরকায়স্থের তরফে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই আবেদন করা হয়েছিল ৷ সেই রায়ে প্রবীরের তরফে গ্রেফতারি ও পুলিশি হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছিল ৷

রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট বলে, "যদিও, আমরা আবেদনকারীকে জমানত না দিয়ে মুক্তির নির্দেশ দিতে রাজি ৷ কিন্তু যেহেতু চার্জশিট দাখিল করা হয়েছে, তাই আমরা মনে করি যে ট্রায়াল কোর্টের সন্তুষ্টির জন্য আবেদনকারীকে জামিনের মুচলেকা দিয়ে হেফাজত থেকে মুক্তি দেওয়া উচিত ৷" তবে আদালত এটা জানিয়েছে যে এ দিনের কোনও পর্যবেক্ষণকেই মামলার যোগ্যতার উপর মন্তব্য হিসেবে গণ্য করা হবে না ।

এ দিন সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু৷ রায় ঘোষণার পরে তিনি জানান, যেহেতু গ্রেফতারের বিষয়টি অকার্যকর বলে ঘোষণা করা হয়েছে, তাই পুলিশকে গ্রেফতারের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে বাধা দেওয়া উচিত নয় । বিচারপতি গাভাই তখন বলেন, "আমাদের সেই বিষয়ে কিছু পর্যবেক্ষণ করার দরকার নেই ৷ আইন অনুযায়ী আপনি যেটা করতে পারেন, সেটাই করবেন ৷’’

প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা করেছিল দিল্লি পুলিশ ৷ নিউজক্লিকের মানবসম্পদ আধিকারিক (এইচআর)-অমিত চক্রবর্তীর বিরুদ্ধেও একই আইনে মামলা করা হয় ৷ তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ পরে তিনি আবেদন প্রত্য়াহার করে নেন ৷ এর পর দিল্লি হাইকোর্ট তাঁকে এই মামলার অ্যাপ্রুভার হওয়ার অনুমতি দেয় ৷

নিউজক্লিক ও প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে চিনপন্থী প্রোপাগান্ডা করার অভিযোগ রয়েছে ৷ এই মামলায় গত 30 এপ্রিল চার্জশিটও পেশ করেছে দিল্লি পুলিশ ৷ সেখানে মূল অভিযুক্ত হিসেবে প্রবীর চক্রবর্তীকেই দেখানো হয়েছে ৷ তার অনেক আগে গত জানুয়ারিতেই অমিত চক্রবর্তী এই মামলায় অ্যাপ্রুভার হয়ে গিয়েছেন ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ, ইউএপিএ ধারা দিল দিল্লি পুলিশ
  2. মোদি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি খারিজ সুপ্রিম কোর্টে
  3. ভোট শেষের 48 ঘণ্টার মধ্যে তথ্য প্রকাশ করুক কমিশন, আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.