ETV Bharat / bharat

আজ সুপ্রিম কোর্টে এসএসসি'র চাকরি বাতিলের মামলার শুনানি - SUPREME COURT OF INDIA - SUPREME COURT OF INDIA

Supreme Court: সন্দেশখালিতে সিবিআই তদন্ত এবং এসএসসি শিক্ষক নিয়োগের 2016 সালের প্যানেল বাতিল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 9:05 PM IST

Updated : Apr 29, 2024, 6:43 AM IST

নয়াদিল্লি, 28 এপ্রিল: সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সোমবার 29 এপ্রিল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি ৷ একই সঙ্গে এদিন এসএসসি-র প্রায় 26 হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও হবে শীর্ষ আদালতে ৷ সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ৷

এর আগে সন্দেশখালিতে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলারই শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ পাশাপাশি এসএসসির প্যানেল বাতিল সংক্রান্ত মামলারও শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ 2016 সালে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ করা প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। আর তার জেরে চাকরি যায় প্রায় 25 হাজারের। এই নিয়োগ বাতিল করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আপিলেরও শুনানি করবে সুপ্রিম কোর্ট।

এসএসসি প্যানেল বাতিল নিয়ে এর আগেই রাজ্য সরকার জানিয়েছিল তারা হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ৷ স্কুল সার্ভিস কমিশনও পৃথক মামলা রুজু করেছে ৷ কলকাতা হাইকোর্টের 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিলের রায়তে তারা খুশি নয় ৷ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে কেন প্রায় 26 হাজার চাকরি বাতিল হল ?

কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে ৷ রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, "সতেরো রকম উপায় জালিয়াতি করে চাকরি চুরি করা হয়েছে ৷" রায় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "দেড় বছর ধরে চলছে সিবিআইয়ের এই তদন্ত ৷ সেখানে তারা পাঁচ হাজার জনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ৷ এবার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হল ৷ মানে প্রায় 26 হাজার চাকরি বাতিল হয়েছে ৷ সেটা কেন, কীভাবে, কীসের ভিত্তিতে হল ? সেটা জানতে অবশ্যই আমরা শীর্ষ আদালতে যাব ৷"

আরও পড়ুন

এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন

এসএসসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য

নয়াদিল্লি, 28 এপ্রিল: সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সোমবার 29 এপ্রিল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি ৷ একই সঙ্গে এদিন এসএসসি-র প্রায় 26 হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও হবে শীর্ষ আদালতে ৷ সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ৷

এর আগে সন্দেশখালিতে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলারই শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ পাশাপাশি এসএসসির প্যানেল বাতিল সংক্রান্ত মামলারও শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ 2016 সালে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ করা প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। আর তার জেরে চাকরি যায় প্রায় 25 হাজারের। এই নিয়োগ বাতিল করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আপিলেরও শুনানি করবে সুপ্রিম কোর্ট।

এসএসসি প্যানেল বাতিল নিয়ে এর আগেই রাজ্য সরকার জানিয়েছিল তারা হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ৷ স্কুল সার্ভিস কমিশনও পৃথক মামলা রুজু করেছে ৷ কলকাতা হাইকোর্টের 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিলের রায়তে তারা খুশি নয় ৷ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে কেন প্রায় 26 হাজার চাকরি বাতিল হল ?

কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে ৷ রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, "সতেরো রকম উপায় জালিয়াতি করে চাকরি চুরি করা হয়েছে ৷" রায় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "দেড় বছর ধরে চলছে সিবিআইয়ের এই তদন্ত ৷ সেখানে তারা পাঁচ হাজার জনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ৷ এবার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হল ৷ মানে প্রায় 26 হাজার চাকরি বাতিল হয়েছে ৷ সেটা কেন, কীভাবে, কীসের ভিত্তিতে হল ? সেটা জানতে অবশ্যই আমরা শীর্ষ আদালতে যাব ৷"

আরও পড়ুন

এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন

এসএসসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য

Last Updated : Apr 29, 2024, 6:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.