ETV Bharat / bharat

আবগারি দুর্নীতিতে সুপ্রিম কোর্টে জামিন সঞ্জয় সিংয়ের, ছ'মাস জেলবন্দি থাকার পর স্বস্তি - Delhi Excise Policy Scam - DELHI EXCISE POLICY SCAM

Delhi Excise Policy Scam: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ সুপ্রিম কোর্ট এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 2:53 PM IST

Updated : Apr 2, 2024, 4:09 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি'র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷

সঞ্জয় সিংয়ের জামিন মামলায় ইডির হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ৷ তিনি আদালতে বলেন, "যদি, সিংকে জামিনে মুক্তি দেওয়া হয়, তাহলে এজেন্সির কোনও আপত্তি নেই ৷" বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এদিন সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর করে ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে, জামিনের শর্তাবলী এই মামলার শুনানি যে আদালতে হচ্ছে, সেখানেই নির্ধারণ করা হবে ৷

এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ইডি যে ছাড়গুলি দিয়েছে, তা চূড়ান্ত হিসেবে কখনই মানা হবে না ৷ তাই সঞ্জয় সিং তাঁর রাজনৈতিক কার্যকলাপ জারি রাখতে পারবেন ৷ তবে, এই মামলা নিয়ে সঞ্জয় সিং প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না বলে স্পষ্ট করে দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷ উল্লেখ্য, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে 2023 সালের 4 অক্টোবর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷

উল্লেখ্য, মঙ্গলবার দিনের শুরুতে সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন করে, "আপ নেতা সঞ্জয় সিংকে কি দিল্লি আবগারি মামলায় আর জেলে বন্দি রাখার কোনও প্রয়োজন আছে ?" এক্ষেত্রে আদালত যে বিষয়টি তুলে ধরে তা হল, এই মামলায় সঞ্জয় সিংয়ে কাছ থেকে কোনও টাকাই উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এমনকি তাঁর বিরুদ্ধে 2 কোটি টাকা ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার বিচার প্রক্রিয়া শুনানির সময় হবে, বলে মন্তব্য করে শীর্ষ আদালত ৷

উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ইডি হেফাজত শেষে তাঁর বর্তমান ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে মোট 9 বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ৷ কিন্তু, প্রতিবারই ব্যস্ততা ও বেআইনি তলবের যুক্তি দিয়ে, হাজিরা এড়িয়ে যান কেজরি ৷ কিন্তু, গত 21 মার্চ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে,তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি ৷

আরও পড়ুন:

  1. শীর্ষ আদালতে জামিন খারিজ, আবগারি দুর্নীতিতে ইডি হেফাজতেই কবিতা
  2. 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের

নয়াদিল্লি, 2 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি'র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷

সঞ্জয় সিংয়ের জামিন মামলায় ইডির হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ৷ তিনি আদালতে বলেন, "যদি, সিংকে জামিনে মুক্তি দেওয়া হয়, তাহলে এজেন্সির কোনও আপত্তি নেই ৷" বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এদিন সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর করে ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে, জামিনের শর্তাবলী এই মামলার শুনানি যে আদালতে হচ্ছে, সেখানেই নির্ধারণ করা হবে ৷

এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ইডি যে ছাড়গুলি দিয়েছে, তা চূড়ান্ত হিসেবে কখনই মানা হবে না ৷ তাই সঞ্জয় সিং তাঁর রাজনৈতিক কার্যকলাপ জারি রাখতে পারবেন ৷ তবে, এই মামলা নিয়ে সঞ্জয় সিং প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না বলে স্পষ্ট করে দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷ উল্লেখ্য, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে 2023 সালের 4 অক্টোবর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷

উল্লেখ্য, মঙ্গলবার দিনের শুরুতে সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন করে, "আপ নেতা সঞ্জয় সিংকে কি দিল্লি আবগারি মামলায় আর জেলে বন্দি রাখার কোনও প্রয়োজন আছে ?" এক্ষেত্রে আদালত যে বিষয়টি তুলে ধরে তা হল, এই মামলায় সঞ্জয় সিংয়ে কাছ থেকে কোনও টাকাই উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এমনকি তাঁর বিরুদ্ধে 2 কোটি টাকা ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার বিচার প্রক্রিয়া শুনানির সময় হবে, বলে মন্তব্য করে শীর্ষ আদালত ৷

উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ইডি হেফাজত শেষে তাঁর বর্তমান ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে মোট 9 বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ৷ কিন্তু, প্রতিবারই ব্যস্ততা ও বেআইনি তলবের যুক্তি দিয়ে, হাজিরা এড়িয়ে যান কেজরি ৷ কিন্তু, গত 21 মার্চ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে,তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি ৷

আরও পড়ুন:

  1. শীর্ষ আদালতে জামিন খারিজ, আবগারি দুর্নীতিতে ইডি হেফাজতেই কবিতা
  2. 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের
Last Updated : Apr 2, 2024, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.