নয়াদিল্লি, 18 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক ফলাফল আদালতে জানাতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে ৷ বৃহস্পতিবার 2024 সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেনিয়ম, পরীক্ষা বাতিল, আবারও নিট পরীক্ষা নেওয়া-সহ আদলতের নজরদারিতে তদন্ত সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ৷
এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা এনটিএ-কে নির্দেশ দেয়, শনিবার, 20 জুলাই দুপুর 12টার মধ্যে নিট-ইউজি পরীক্ষার শহর ও পরীক্ষা কেন্দ্রভিত্তিক ফলাফল শীর্ষ আদালতে জানাতে হবে ৷ তবে ফলাফলে পরীক্ষার্থীদের পরিচয় গোপন রাখবে এনটিএ ৷ নিট-ইউজি পরীক্ষা বাতিলের আবেদনও জমা পড়েছে শীর্ষ আদালতে ৷ আগামী 22 জুলাই ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷
এদিন নিট-ইউজি পরীক্ষার বেনিয়ম নিয়ে এনটিএ-কে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ এনটিএ-কে প্রশ্ন করে, রাজস্থান হাইকোর্ট শুধুমাত্র একজন পরীক্ষার্থীর জন্য নথিভুক্তিকরণ উইন্ডোটি খোলার নির্দেশ দিয়েছিল ৷ এদিকে কীভাবে এনটিএ 15 হাজার নতুন নথিভুক্তিকরণ করতে দিল ? শীর্ষ আদালত এনটিএ-কে নির্দেশ দেয়, কত সংখ্যক পরীক্ষার্থী নিজেদের পরীক্ষার জন্য শহর বদলেছেন ? 9 এপ্রিল ও 10 এপ্রিল তারিখে কি কাউকে বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ?
পরীক্ষা বাতিল প্রসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীদের সাফ জানায়, নিট-ইউজি পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে বেনিয়ম হয়েছে বলে দাবি করা হচ্ছে তার যথোপযুক্ত প্রমাণ দিতে হবে ৷ এছাড়া এই বেনিয়মের ঘটনা কি বড় মাপে বা স্তরে হয়েছে ? যার ফলে পুরো নিট-ইউজি পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে ? এই প্রশ্নও তোলে শীর্ষ আদালত ৷ তা হয়ে থাকলে সেই সংক্রান্ত তথ্যও আদালতে প্রমাণ করতে হবে ৷ প্রশ্নপত্র ফাঁস কোনও নির্দিষ্ট পদ্ধতিতে হয়েছে কি যা গোটা পরীক্ষাকেই প্রভাবিত করেছে ? আবেদনকারীদের কাছে জানতে চেয়েছে আদালত ৷ কোনও শক্তপোক্ত প্রমাণ না-পাওয়া গেলে নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত নেবে না শীর্ষ আদালত ৷
এদিন দীর্ঘ সময় ধরে নিট-ইউজি মামলাগুলির শুনানি হয় ৷ প্রাথমিক তদন্তে আদালতের পর্যবেক্ষণ, 5 মে হওয়া নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শুধুমাত্র বিহারের পটনা, ঝাড়খণ্ডের হাজারিবাগে হয়েছে ৷ তবে গুজরাতের গোধরাতে যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাই ঘটেছে, তা বলা যায় না ৷ এদিকে পটনা ও হাজারিবাগে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে গোধরায় এক অভিযুক্ত অর্থের বিনিময়ে কয়েকজন পরীক্ষার্থীর ওএমআর শিটটিতে উত্তর লিখে দিয়েছেন বলে অভিযোগ ৷
এদিন 40টিরও বেশি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷ এর মধ্যে এনটিএ-র দায়ের করা মামলাও ছিল ৷ এনটিএ নিট-ইউজি পরীক্ষা পরিচালন করেছে ৷ এর আগে 11 জুলাই শীর্ষ আদালতে মামলাগুলির শুনানি হয় ৷ গত 5 মে দেশজুড়ে 23.33 লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ 571টি শহরের 4 হাজার 750টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷