ETV Bharat / bharat

'কোনও জেল আমাকে আটকে রাখতে পারবে না', কেজরির বার্তা পড়লেন স্ত্রী সুনীতা - Arvind Kejriwal

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 4:25 PM IST

Sunita Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা জেলবন্দি স্বামীর বার্তা পড়ে শোনালেন শনিবার । সেই বার্তায় কেজিরওয়াল জানিয়েছেন, কোনও জেল তাঁকে আটকে রাখতে পারবে না ৷ তিনি শীঘ্রই বেরিয়ে আসবেন ৷ এ দিন স্বামীকে লোহার সঙ্গে তুলনা করেছেন সুনিতা ৷

Sunita Kejriwal
Sunita Kejriwal

নয়াদিল্লি, 23 মার্চ: আবগারি দুর্নীতি কেলেঙ্কারি মামলায় সাত দিনের ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শনিবার ভিডিয়ো কনফারেন্সের করে স্বামীর বার্তা পড়লেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ এই বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, "আমি অনেক সংগ্রাম করেছি ৷ এই গ্রেফতার আমাকে অবাক করে না। কোনও জেল আমাকে ভেতরে আটকে রাখতে পারবে না ৷ আমি বাইরে এসে আমার প্রতিশ্রুতি পূরণ করব ৷"

ইডি হেফাজতে থেকে আপ নেতার কর্মীদের কাছে কেজরির আরও বার্তা, "আমার গ্রেফতারির কারণে বিজেপি সদস্যদের ঘৃণা করবেন না ৷ তাঁরা আমাদের ভাই।" সুনীতা কেজরিওয়াল বলেন, "অরবিন্দ কেজরিওয়াল লোহার মতো শক্তিশালী। কেজরিওয়াল শীঘ্রই দেশের মানুষের কাছে রাখা তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন। মানুষের আশীর্বাদ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রয়েছে ।"

সুনীতা কেজরিওয়াল তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হিন্দিতে একটি পোস্ট করেন ৷ তাতে লেখেন, "মোদিজি ক্ষমতার অহংকার থেকে আপনাদের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেন। তিনি সবাইকে চূর্ণ করার চেষ্টা করছেন। এটা দিল্লির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা । আপনাদের মুখ্যমন্ত্রী সবসময়ই আপনার পাশে থেকেছেন । ভিতরে হোক বা বাইরে, তাঁর জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন । জনতা জানে তিনি জনার্দন ।"

বৃহস্পতিবার রাতে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে তাঁকে পেশ করা হয় ৷ কেজরিওয়ালের 10 দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন করেছিল ইডি ৷ তবে তাঁকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ এর আগে এই মামলায় জড়িত থাকার অভিযোগে ইডি হেফাজতে রয়েছেন কেজরিওয়ালের মন্ত্রিসভার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং ৷ গত সপ্তাহেই এই দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কে কবিতাও ৷

আরও পড়ুন:

  1. মুখে যাই বলুন, জেলে বসে সরকার চালাতে পারবেন না কেজরি; স্পষ্ট মত সংবিধান বিশেষজ্ঞদের
  2. 'কেজরিই দুর্নীতির কিংপিন', 7 দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী
  3. যেখানেই থাকি, দেশের জন্য আমার জীবন নিবেদিত: কেজরি

নয়াদিল্লি, 23 মার্চ: আবগারি দুর্নীতি কেলেঙ্কারি মামলায় সাত দিনের ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শনিবার ভিডিয়ো কনফারেন্সের করে স্বামীর বার্তা পড়লেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ এই বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, "আমি অনেক সংগ্রাম করেছি ৷ এই গ্রেফতার আমাকে অবাক করে না। কোনও জেল আমাকে ভেতরে আটকে রাখতে পারবে না ৷ আমি বাইরে এসে আমার প্রতিশ্রুতি পূরণ করব ৷"

ইডি হেফাজতে থেকে আপ নেতার কর্মীদের কাছে কেজরির আরও বার্তা, "আমার গ্রেফতারির কারণে বিজেপি সদস্যদের ঘৃণা করবেন না ৷ তাঁরা আমাদের ভাই।" সুনীতা কেজরিওয়াল বলেন, "অরবিন্দ কেজরিওয়াল লোহার মতো শক্তিশালী। কেজরিওয়াল শীঘ্রই দেশের মানুষের কাছে রাখা তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন। মানুষের আশীর্বাদ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রয়েছে ।"

সুনীতা কেজরিওয়াল তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হিন্দিতে একটি পোস্ট করেন ৷ তাতে লেখেন, "মোদিজি ক্ষমতার অহংকার থেকে আপনাদের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেন। তিনি সবাইকে চূর্ণ করার চেষ্টা করছেন। এটা দিল্লির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা । আপনাদের মুখ্যমন্ত্রী সবসময়ই আপনার পাশে থেকেছেন । ভিতরে হোক বা বাইরে, তাঁর জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন । জনতা জানে তিনি জনার্দন ।"

বৃহস্পতিবার রাতে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে তাঁকে পেশ করা হয় ৷ কেজরিওয়ালের 10 দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন করেছিল ইডি ৷ তবে তাঁকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ এর আগে এই মামলায় জড়িত থাকার অভিযোগে ইডি হেফাজতে রয়েছেন কেজরিওয়ালের মন্ত্রিসভার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং ৷ গত সপ্তাহেই এই দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কে কবিতাও ৷

আরও পড়ুন:

  1. মুখে যাই বলুন, জেলে বসে সরকার চালাতে পারবেন না কেজরি; স্পষ্ট মত সংবিধান বিশেষজ্ঞদের
  2. 'কেজরিই দুর্নীতির কিংপিন', 7 দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী
  3. যেখানেই থাকি, দেশের জন্য আমার জীবন নিবেদিত: কেজরি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.