সিমলা, 1 মার্চ: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার জানিয়েছেন, দলের ছ'টি 'কাল সাপ' তাদের নিজেদের সম্মান বিক্রি করেছেন ৷ গরিব মানুষের জন্য কল্যাণমূলক একাধিক প্রকল্পের বাজেটে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন তাঁর ৷ এর মাধ্যমে কংগ্রেস সরকারকে বিধানসভায় অস্থিতিশীল করার চেষ্টাও করা হয়েছে।
সোলান জেলার কাসাউলি বিধানসভা কেন্দ্রের ধরমপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী সুখু বলেন, "যারা অর্থের জন্য তাদের সম্মান বিক্রি করে তাঁরা কীভাবে তাদের নির্বাচনী এলাকার মানুষের সেবা করতে পারেন ?" একই সঙ্গে, তীব্র কটাক্ষের সুরে সুখু বলেন, "রাজনৈতিক জীবনে, যারা তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, আর প্রতিদানে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা, তাদের কাল সাপ বলা হয়। যদি কেউ তার ভুল বুঝতে পারে তবে তাঁকে ক্ষমা করা যেতে পারে ৷ তবে প্রথমে এই বিধায়কদের বেরিয়ে আসা উচিত ৷"
সুখুর দাবি, এই বিধায়করা গত 72 ঘন্টা ধরে বন্দী ছিলেন ৷ তাঁর কথায়, "যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং রাজ্যের জনগণের অনুভূতির সঙ্গে খেলা করেছেন, তারা সর্বশক্তিমানও রেহাই দেবেন না ৷" মুখ্যমন্ত্রীর মন্তব্য হিমাচল প্রদেশের ছয় কংগ্রেস বিধায়কের উদ্দেশে ছিল যারা মঙ্গলবার রাজ্যসভা ভোটে ক্রস-ভোট দিয়েছিলেন ৷ বিজেপি প্রার্থী হর্ষ মহাজনের পক্ষেই যাঁরা ভোট দিয়েছিলেন ৷ সুখু বিজেপিকে দুর্নীতি দমনে এবং কল্যাণমূলক প্রকল্পগুলি শুরু করার ক্ষেত্রে তার সরকারের কর্মক্ষমতা নিয়ে অস্বস্তিকর বলে অভিযোগ করেছেন। তাঁর কথায়, "আমি এখানে রাজ্যের জনগণের জন্য, আমার রাজ্যের উন্নয়নের জন্য, আমি আপনাদের সবার জন্য এখানে আছি ৷ আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তাতে ভয় পাই না ৷" তিনি আরও বলেন, "আমি কোনও মূল্যে রাষ্ট্রের সম্পদ লুট হতে দেব না। আমার জনগণ আমার শক্তি এবং আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সেবা করতে অঙ্গীকারবদ্ধ।"
সুখবিন্দর সিং সুখু বিরোধী দলীয় নেতা জয় রাম ঠাকুরকে অভিযুক্ত করেছেন, যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। ক্ষমতা লোভী বলে জয়রাম ঠাকুরকে কটাক্ষ করেন সুখু। পাশপাশি, তিনি স্পষ্ট দাবি করেছেন, তাঁর সরকার আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করবে। মুখ্য সংসদীয় সেক্রেটারি সঞ্জয় অবস্থি বলেছেন যে, কয়েকজনের দ্বারা অর্থ শক্তি দিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল, যা গণতন্ত্রের নীতির বিরুদ্ধে এবং হিমাচল প্রদেশকে সেই কয়েকজন লোক লজ্জায় ফেলেছে। (পিটিআই)
আরও পড়ুন
সিএএ বিজ্ঞপ্তির সম্ভাবনা তৈরি হতেই ফের আন্দোলনের পথে অসমের আসু ও 30টি উপজাতীয় সংগঠন
লোকসভা পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বে থাকুন সুখুই, সুপারিশ পর্যবেক্ষকদের