ETV Bharat / bharat

আধার পেতে বাধ্যতামূলক এনআরসি রশিদ, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের - NRC for Aadhaar

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 2:56 PM IST

CM Himanta Biswa Sarma Makes Big Announcement: অসমের চারটি জেলায় পরিসংখ্য়ানের চেয়ে বেশি আধার কার্ড রয়েছেন বলে দাবি প্রশাসনের ৷ ফলে এবার এনআরসি-র আবেদনের রশিদ না-থাকলে মিলবে না আধার কার্ড ৷ জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী ৷

Submit NRC application number to get Aadhaar card Assam
আধার পেতে বাধ্যতামূলক NRC রশিদ (ইটিভি ভারত)

গুয়াহাটি, 9 সেপ্টেম্বর: আধার কার্ডে বাধ্যতামূলক এনআরসি আবেদন সংক্রান্ত রশিদের নম্বর ৷ এমনই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ শনিবার হিমন্ত ঘোষণা করেছেন, রাজ্যে আধার কার্ডের জন্য নতুন আবেদনকারীদের তাদের এনআরসি আবেদনের রসিদ নম্বর (ARN) বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে । অসমের চারটি জেলায় সরকারের প্রত্যাশিত জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডধারী রয়েছে। ফলে এই সিদ্ধান্ত ৷

বারপেটা, ধুবরি, মরিগাঁও এবং নগাঁও, এই চারটি জেলায় তাঁদের প্রত্যাশিত জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডধারী রয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই উদ্দেশ্যে একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রস্তুত করা হবে ৷ 1 অক্টোবর থেকে সেটি কার্যকর করা হবে ৷’’ একই সঙ্গে হিমন্ত জানিয়েছেন, এনআরসি’তে প্রবেশ করুক বা না করুক, প্রত্যেককেই এই সংক্রান্ত আবেদন করতে হবে । যদি এনআরসি’র জন্য আবেদন না-করা থাকে, তবে অসমে আধার কার্ড পাওয়া যাবে না । একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এই বিষয়ে আরও কঠোর হবে ৷

সরকারি রিপোর্ট বলছে, বারপেটা, ধুবরি, মরিগাঁও জেলা তিনটি মুসলিম অধ্যুষিত ৷ তার উল্লেখ করে হিমন্ত জানান, প্রত্যাশিত জনসংখ্যার পরিসংখ্যানের (আধার কার্ডধারী) তুলনায় আধার কার্ডধারী রয়েছে যথাক্রমে 103 %, 103 % এবং 101 % ৷ এই জেলাগুলিতে সন্দেহভাজন ও অনুপ্রবেশকারীদের আধার কার্ড থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

হিমন্ত বলেন, ‘‘আমরা রাজ্যে অবৈধ অভিবাসন শনাক্ত ও মোকাবিলার যে চেষ্টা, তা আরও বাড়াব ৷ 9.35 লক্ষেরও বেশি মানুষ, যাদের বায়োমেট্রিক্স 2019 সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা ব্লক করা হয়েছিল তারা সেপ্টেম্বরের মধ্যে তাঁদের আধার কার্ড পাবেন ৷’’

আরও পড়ুন:

গুয়াহাটি, 9 সেপ্টেম্বর: আধার কার্ডে বাধ্যতামূলক এনআরসি আবেদন সংক্রান্ত রশিদের নম্বর ৷ এমনই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ শনিবার হিমন্ত ঘোষণা করেছেন, রাজ্যে আধার কার্ডের জন্য নতুন আবেদনকারীদের তাদের এনআরসি আবেদনের রসিদ নম্বর (ARN) বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে । অসমের চারটি জেলায় সরকারের প্রত্যাশিত জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডধারী রয়েছে। ফলে এই সিদ্ধান্ত ৷

বারপেটা, ধুবরি, মরিগাঁও এবং নগাঁও, এই চারটি জেলায় তাঁদের প্রত্যাশিত জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডধারী রয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই উদ্দেশ্যে একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রস্তুত করা হবে ৷ 1 অক্টোবর থেকে সেটি কার্যকর করা হবে ৷’’ একই সঙ্গে হিমন্ত জানিয়েছেন, এনআরসি’তে প্রবেশ করুক বা না করুক, প্রত্যেককেই এই সংক্রান্ত আবেদন করতে হবে । যদি এনআরসি’র জন্য আবেদন না-করা থাকে, তবে অসমে আধার কার্ড পাওয়া যাবে না । একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এই বিষয়ে আরও কঠোর হবে ৷

সরকারি রিপোর্ট বলছে, বারপেটা, ধুবরি, মরিগাঁও জেলা তিনটি মুসলিম অধ্যুষিত ৷ তার উল্লেখ করে হিমন্ত জানান, প্রত্যাশিত জনসংখ্যার পরিসংখ্যানের (আধার কার্ডধারী) তুলনায় আধার কার্ডধারী রয়েছে যথাক্রমে 103 %, 103 % এবং 101 % ৷ এই জেলাগুলিতে সন্দেহভাজন ও অনুপ্রবেশকারীদের আধার কার্ড থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

হিমন্ত বলেন, ‘‘আমরা রাজ্যে অবৈধ অভিবাসন শনাক্ত ও মোকাবিলার যে চেষ্টা, তা আরও বাড়াব ৷ 9.35 লক্ষেরও বেশি মানুষ, যাদের বায়োমেট্রিক্স 2019 সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা ব্লক করা হয়েছিল তারা সেপ্টেম্বরের মধ্যে তাঁদের আধার কার্ড পাবেন ৷’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.