ETV Bharat / bharat

স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা - student dies by suicide

Ambikapur Suicide: অম্বিকাপুরের এক ছাত্রীর আত্মহত্যা করেছে। শিক্ষকের বিরুদ্ধে তাকে হয়রানির অভিযোগ তুলেছেন ওই ছাত্রী।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 10:53 PM IST

সরগুজা, 7ফেব্রুয়ারি: শিক্ষকের হাতে নিগ্রহের শিকার ৷ সুইসাইড নোট লিখে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ৷ মঙ্গলবার অম্বিকাপুরের একটি বেসরকারি স্কুলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই নাবালিকা পড়ুয়া ৷

শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ: মঙ্গলবার আত্মহত্যার আগে ষষ্ঠ শ্রেণির ওই নির্যাতিতা ছাত্রী একটি সুইসাইড নোট লেখে ৷ সেখানেই সে উল্লেখ করে যে, শিক্ষকের নিগ্রহের কারণেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৷ সুইসাইড নোটে লেখা, "শিক্ষক আমাকে নির্যাতন করে, আমি মরে প্রতিশোধ নেব।"

ঘটনা প্রসঙ্গে ওই ছাত্রীর বাবা বলেন, "আমার মেয়ে সুইসাইড নোটে লিখেছে একজন শিক্ষক তার আইডি কার্ড নিয়ে নিয়েছে ৷ তাকে বিভিন্নভাবে হেনস্তা করছে ৷ তাই তার মরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই ৷ সে মরে গিয়ে প্রতিশোধ নেবে ৷ সুইসাইড নোটে লেখা ওই শিক্ষক খুবই খারাপ ৷ ওর অন্যান্য বন্ধুদের যেন এই রকম শাস্তি না-দেওয়া হয় ৷"

এদিকে 12 বছরের ওই নাবালিকার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসেতই স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় ৷ প্রতিবাদে বিজেপি যুব মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখায় ৷ নির্যাতিতা ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে হয়রানির লিখিত অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ তবে ছাত্রীমৃত্য়ুর পরই পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ আগে বিষয়টিতে হস্তক্ষেপ করলে পরিবার মেয়েটিকে হারাত না বলে দাবি বিক্ষোভকারীদের ৷

ঘটনা প্রসঙ্গেই অম্বিকাপুরের এসপি স্মৃতি রাজনালা বলেন, "মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷" তদন্তের স্বার্থে স্কুলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলা হবে ৷ সুইসাইড নোটে উল্লিখিত শিক্ষক যদি দোষী হন তবে তাঁর শাস্তি হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷

ছত্তিশগড়ের আত্মহত্যার পরিসংখ্যান: 2022 সালের ছত্তিশগড় বিধানসভা অধিবেশনে উপস্থাপিত তথ্য অনুসারে, রাজ্যে প্রতিদিন 20টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ অর্থাৎ, একমাসে 600টি এবং এক বছরে 7200টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ এর মধ্যে নাবালিকার আত্মহত্যার সংখ্যাও উল্লেখযোগ্য ৷

আরও পড়ুন:

  1. 'নৃশংসতা না থাকলেও ধর্ষণ সবসময়ই বর্বরোচিত', শিশুকে যৌন নিগ্রহে 30 বছরের কারাদণ্ড সুপ্রিম কোর্টের
  2. দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পর্যটক, গ্রেফতার 2
  3. কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত বাবা

সরগুজা, 7ফেব্রুয়ারি: শিক্ষকের হাতে নিগ্রহের শিকার ৷ সুইসাইড নোট লিখে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ৷ মঙ্গলবার অম্বিকাপুরের একটি বেসরকারি স্কুলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই নাবালিকা পড়ুয়া ৷

শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ: মঙ্গলবার আত্মহত্যার আগে ষষ্ঠ শ্রেণির ওই নির্যাতিতা ছাত্রী একটি সুইসাইড নোট লেখে ৷ সেখানেই সে উল্লেখ করে যে, শিক্ষকের নিগ্রহের কারণেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৷ সুইসাইড নোটে লেখা, "শিক্ষক আমাকে নির্যাতন করে, আমি মরে প্রতিশোধ নেব।"

ঘটনা প্রসঙ্গে ওই ছাত্রীর বাবা বলেন, "আমার মেয়ে সুইসাইড নোটে লিখেছে একজন শিক্ষক তার আইডি কার্ড নিয়ে নিয়েছে ৷ তাকে বিভিন্নভাবে হেনস্তা করছে ৷ তাই তার মরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই ৷ সে মরে গিয়ে প্রতিশোধ নেবে ৷ সুইসাইড নোটে লেখা ওই শিক্ষক খুবই খারাপ ৷ ওর অন্যান্য বন্ধুদের যেন এই রকম শাস্তি না-দেওয়া হয় ৷"

এদিকে 12 বছরের ওই নাবালিকার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসেতই স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় ৷ প্রতিবাদে বিজেপি যুব মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখায় ৷ নির্যাতিতা ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে হয়রানির লিখিত অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ তবে ছাত্রীমৃত্য়ুর পরই পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ আগে বিষয়টিতে হস্তক্ষেপ করলে পরিবার মেয়েটিকে হারাত না বলে দাবি বিক্ষোভকারীদের ৷

ঘটনা প্রসঙ্গেই অম্বিকাপুরের এসপি স্মৃতি রাজনালা বলেন, "মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷" তদন্তের স্বার্থে স্কুলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলা হবে ৷ সুইসাইড নোটে উল্লিখিত শিক্ষক যদি দোষী হন তবে তাঁর শাস্তি হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷

ছত্তিশগড়ের আত্মহত্যার পরিসংখ্যান: 2022 সালের ছত্তিশগড় বিধানসভা অধিবেশনে উপস্থাপিত তথ্য অনুসারে, রাজ্যে প্রতিদিন 20টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ অর্থাৎ, একমাসে 600টি এবং এক বছরে 7200টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ এর মধ্যে নাবালিকার আত্মহত্যার সংখ্যাও উল্লেখযোগ্য ৷

আরও পড়ুন:

  1. 'নৃশংসতা না থাকলেও ধর্ষণ সবসময়ই বর্বরোচিত', শিশুকে যৌন নিগ্রহে 30 বছরের কারাদণ্ড সুপ্রিম কোর্টের
  2. দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পর্যটক, গ্রেফতার 2
  3. কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত বাবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.