ETV Bharat / bharat

বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর, ভাঙল কাঁচ; আতঙ্কিত যাত্রীরা - STONE PELTED ON VANDE BHARAT TRAIN

উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরির কাছে ঘটনাটি ঘটে । জিআরপি এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।

Stone Pelted at Vande Bharat train
বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হল উত্তরপ্রদেশে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

লখনউ, 15 ডিসেম্বর: ফের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরি এলাকা ৷ অভিযোগ, দেরাদুন থেকে লখনউগামী বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ে কয়েকজন দুষ্কৃতী । এতে ট্রেনের একটি বগির কাঁচ ভেঙে গিয়েছে । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা ।

রেল সূত্রে খবর, শনিবার রাত 10টা 20মিনিটে এই ঘটনাটি ঘটে । ট্রেনের টেকনিশিয়ানরা বিষয়টি জিআরপি ও আরপিএফকে জানান । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি ও আরপিএফ দল । রেলওয়ের স্কোয়াড দলও পৌঁছয় । দলগুলি জানায়, এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি । বগিতে থাকা যাত্রীরা জানান, ট্রেন নিজস্ব গতিতে চলছিল । এ সময় বিকট শব্দ হয় ৷ তারপরেই দেখা যায়, জানালার কাঁচ ভেঙে গিয়েছে ।

রেল আধিকারিকদের মতে, বন্দে ভারত ট্রেনটি (22546) দেরাদুন থেকে লখনউ যাচ্ছিল । রাত 10টা 20 মিনিটে দুষ্কৃতীরা মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরির কাছে ট্রেনে পাথর ছোঁড়া হয় । এতে 34 নম্বর কোচের জানালার কাঁচ ভেঙে যায় । তাতেই শোরগোল পড়ে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে ৷ চিৎকার চেঁচামেচি করতে থাকেন সকলে । নতুন করে যদি আবার পাথর ছোঁড়া হয় এই ভয়ে কিছু যাত্রী তাদের আসন ছেড়ে উঠে পড়েন ।

যাত্রীদের দাবি, বন্দে ভারতে বেশ কয়েকবার পাথর ছোড়া হয়েছে । অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । নইলে এই ঘটনা কমবে না ৷ এর আগে 17 নভেম্বর দুষ্কৃতকারীরা অযোধ্যা ক্যান্ট থেকে আনন্দ বিহার দিল্লি যাওয়ার বন্দে ভারতে (22425) পাথর ছুড়েছিল । এ কারণে ট্রেনের কাঁচ ভেঙে যায় । 2 অক্টোবরও বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে বন্দে ভারতে পাথর ছোড়া হয় । 3 নভেম্বরও দিল্লি থেকে বুলন্দশহরের কানপুর যাওয়ার পথে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে ।

লখনউ, 15 ডিসেম্বর: ফের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরি এলাকা ৷ অভিযোগ, দেরাদুন থেকে লখনউগামী বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ে কয়েকজন দুষ্কৃতী । এতে ট্রেনের একটি বগির কাঁচ ভেঙে গিয়েছে । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা ।

রেল সূত্রে খবর, শনিবার রাত 10টা 20মিনিটে এই ঘটনাটি ঘটে । ট্রেনের টেকনিশিয়ানরা বিষয়টি জিআরপি ও আরপিএফকে জানান । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি ও আরপিএফ দল । রেলওয়ের স্কোয়াড দলও পৌঁছয় । দলগুলি জানায়, এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি । বগিতে থাকা যাত্রীরা জানান, ট্রেন নিজস্ব গতিতে চলছিল । এ সময় বিকট শব্দ হয় ৷ তারপরেই দেখা যায়, জানালার কাঁচ ভেঙে গিয়েছে ।

রেল আধিকারিকদের মতে, বন্দে ভারত ট্রেনটি (22546) দেরাদুন থেকে লখনউ যাচ্ছিল । রাত 10টা 20 মিনিটে দুষ্কৃতীরা মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরির কাছে ট্রেনে পাথর ছোঁড়া হয় । এতে 34 নম্বর কোচের জানালার কাঁচ ভেঙে যায় । তাতেই শোরগোল পড়ে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে ৷ চিৎকার চেঁচামেচি করতে থাকেন সকলে । নতুন করে যদি আবার পাথর ছোঁড়া হয় এই ভয়ে কিছু যাত্রী তাদের আসন ছেড়ে উঠে পড়েন ।

যাত্রীদের দাবি, বন্দে ভারতে বেশ কয়েকবার পাথর ছোড়া হয়েছে । অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । নইলে এই ঘটনা কমবে না ৷ এর আগে 17 নভেম্বর দুষ্কৃতকারীরা অযোধ্যা ক্যান্ট থেকে আনন্দ বিহার দিল্লি যাওয়ার বন্দে ভারতে (22425) পাথর ছুড়েছিল । এ কারণে ট্রেনের কাঁচ ভেঙে যায় । 2 অক্টোবরও বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে বন্দে ভারতে পাথর ছোড়া হয় । 3 নভেম্বরও দিল্লি থেকে বুলন্দশহরের কানপুর যাওয়ার পথে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.