ETV Bharat / bharat

আজই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার ফর্ম পরিবর্তনের শেষদিন, কীভাবে করবেন ? - CUET UG 2024 - CUET UG 2024

CUET UG Exam 2024: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, স্নাতক (CUET UG) 2024 পরীক্ষার জন্য অনলাইন আবেদনের পরিবর্তন প্রক্রিয়া শুরু করেছে। যা গতকাল থেকে শুরু হয়েছে ৷ পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- exams.nta.ac.in/CUET-UG- এ গিয়ে ফর্মে যে কোনও পরিবর্তন করতে পারবেন। বরিবারই এই ফর্মে পরিবর্তনের শেষদিন ৷

CUET UG Exam 2024
CUET UG Exam 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 8:42 AM IST

Updated : Apr 7, 2024, 9:01 AM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে (ইউজি)-র আবেদনের সময়সীমা দিন পাঁচেক আগেই বাড়ানো হয়েছিল ৷ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট ইউজি)-র আবেদন ইতিমধ্যেই যে পরীক্ষার্থীরা আবেদন করেছেন তাতে যদি কোনও ভুল হয়ে থাকে তা ঠিক করার সুযোগ দেওয়া হল ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ৷ কীভাবে করা যাবে সেই ভুল সংযোধন বা পরিবর্তন তা জানা যাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে। গতকাল অর্থাৎ শনিবার থেকে রবিবার রাত 11.50 পর্যন্ত পরীক্ষার্থীরা সেই আবেদন বা ফর্মে কারেকশন করতে পারবেন ৷

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, স্নাতক (CUET UG) 2024 পরীক্ষার জন্য 6 এপ্রিল থেকে অনলাইন ফর্মে পরিবর্তন পদ্ধতি শুরু হয়েছে ৷ পরীক্ষার্থীরা এনটিএ'র অফিসিয়াল ওয়েবসাইট- exams.nta.ac.in/CUET-UG- এ গিয়ে আবেদনপত্রে পরিবর্তন করতে পারবেন।

কীভাবে CUET UG 2024 আবেদনে সংশোধন করবেন?

  • NTA CUET UG-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: (cuetug.ntaonline.in)
  • আপনার অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং প্রদত্ত নিরাপত্তা পিন ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করুন।
  • আপনার ফর্মটি খুলে, সমস্ত বিবরণ অর্থাৎ যে ইনপুট আপনি দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
  • যদি কোনও পরিবর্তন করার থাকে তাহলে তা ঠিক করে দিয়ে এডিট করুন ৷
  • এরপর আপনার আবেদন ফর্ম পুনরায় একবার ভালো করে চোখ বুলিয়ে নিন ৷
  • পরিবর্তন করা ইনপুটটি সম্পর্কে নিশ্চিত হয়ে গেলে জমা দিন ও ক্লিক করুন ৷
  • সবশেষে ফাইনাল আবেদন পত্রটি ডাউনলোড করে নিন ৷

CUET UG 2024 পরীক্ষা কবে?

  • CUET UG 2024 এর পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে এই টেস্ট কবে হবে তা আগামী 30 এপ্রিল ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷
  • CUET UG 2024 পরীক্ষা 16 থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে ৷

CUET UG 2024 পরীক্ষা কোন ভাষায় অনুষ্ঠিত হবে?

CUET UG 2024 পরীক্ষা ইংরেজি, হিন্দি, উর্দু, তামিল, পাঞ্জাবি, মালায়ালাম, ওড়িয়া, কন্নড়, মরাঠি, গুজরাতি, বাংলা এবং অসমীয়া-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় নেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. নিট ইউজি পরীক্ষায় আবেদনকারীদের আজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুযোগ
  2. কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু পরীক্ষা?
  3. বাড়ল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আবেদনের সময়সীমা

হায়দরাবাদ, 7 এপ্রিল: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে (ইউজি)-র আবেদনের সময়সীমা দিন পাঁচেক আগেই বাড়ানো হয়েছিল ৷ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট ইউজি)-র আবেদন ইতিমধ্যেই যে পরীক্ষার্থীরা আবেদন করেছেন তাতে যদি কোনও ভুল হয়ে থাকে তা ঠিক করার সুযোগ দেওয়া হল ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ৷ কীভাবে করা যাবে সেই ভুল সংযোধন বা পরিবর্তন তা জানা যাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে। গতকাল অর্থাৎ শনিবার থেকে রবিবার রাত 11.50 পর্যন্ত পরীক্ষার্থীরা সেই আবেদন বা ফর্মে কারেকশন করতে পারবেন ৷

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, স্নাতক (CUET UG) 2024 পরীক্ষার জন্য 6 এপ্রিল থেকে অনলাইন ফর্মে পরিবর্তন পদ্ধতি শুরু হয়েছে ৷ পরীক্ষার্থীরা এনটিএ'র অফিসিয়াল ওয়েবসাইট- exams.nta.ac.in/CUET-UG- এ গিয়ে আবেদনপত্রে পরিবর্তন করতে পারবেন।

কীভাবে CUET UG 2024 আবেদনে সংশোধন করবেন?

  • NTA CUET UG-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: (cuetug.ntaonline.in)
  • আপনার অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং প্রদত্ত নিরাপত্তা পিন ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করুন।
  • আপনার ফর্মটি খুলে, সমস্ত বিবরণ অর্থাৎ যে ইনপুট আপনি দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
  • যদি কোনও পরিবর্তন করার থাকে তাহলে তা ঠিক করে দিয়ে এডিট করুন ৷
  • এরপর আপনার আবেদন ফর্ম পুনরায় একবার ভালো করে চোখ বুলিয়ে নিন ৷
  • পরিবর্তন করা ইনপুটটি সম্পর্কে নিশ্চিত হয়ে গেলে জমা দিন ও ক্লিক করুন ৷
  • সবশেষে ফাইনাল আবেদন পত্রটি ডাউনলোড করে নিন ৷

CUET UG 2024 পরীক্ষা কবে?

  • CUET UG 2024 এর পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে এই টেস্ট কবে হবে তা আগামী 30 এপ্রিল ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷
  • CUET UG 2024 পরীক্ষা 16 থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে ৷

CUET UG 2024 পরীক্ষা কোন ভাষায় অনুষ্ঠিত হবে?

CUET UG 2024 পরীক্ষা ইংরেজি, হিন্দি, উর্দু, তামিল, পাঞ্জাবি, মালায়ালাম, ওড়িয়া, কন্নড়, মরাঠি, গুজরাতি, বাংলা এবং অসমীয়া-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় নেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. নিট ইউজি পরীক্ষায় আবেদনকারীদের আজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুযোগ
  2. কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু পরীক্ষা?
  3. বাড়ল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আবেদনের সময়সীমা
Last Updated : Apr 7, 2024, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.