ETV Bharat / bharat

কানপুরে নাবালিকাকে হত্যা করে দেহ আর্বজনার মধ্যে লুকিয়ে রাখল সৎ মা ! - পিটিয়ে হত্যা

Step Mother Kills Daughter: নাবালিকাকে হত্যা করে দেহ আর্বজনার মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠল সৎ মা'র বিরুদ্ধে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল কানপুরে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ৷ পুলিশ তদন্ত করে দেখছে ৷

Step Mother Kills Daughter
পিটিয়ে হত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 5:04 PM IST

কানপুর, 4 ফেব্রুয়ারি: প্রথমে 9 বছরের মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ৷ তারপর দেহ লুকিয়ে রাখা হল আর্বজনায়। এমনই অভিযোগ সৎ মা'র বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কানপুরের আড়ৈল থানার গাজনা গ্রামে ৷ অভিযুক্ত সৎ মাকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম ফারজানা ৷ তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন স্থানীয় বাসিন্দা আনিশের সঙ্গে । আনিশের প্রথম স্ত্রীর 9 বছরের একটি কন্যা সন্তান রয়েছে । সৎ মা ফারজানা কোনও কারণে প্রথমে মেয়েটিকে নির্মমভাবে মারধর করেন। তাতেই তার মৃত্যু হয় । এরপর নাবালিকার দেহ ছাদে রাখা আবর্জনার মধ্যে লুকিয়ে রাখে অভিযুক্ত । গ্রামবাসীদের দাবি, রাতেই মেয়েটির দেহ অন্যত্র ফেলে আসার পরিকল্পনা করেছিল ফারজানা ৷ তবে শেষরক্ষা হয়নি।

গ্রামের লোকজন বিষয়টি জানতে পেরে যায় ৷ গ্রামের শতাধিক মানুষ ফারজানার বাড়িতে জড়ো হয় । বাড়ির ছাদে পৌঁছে মেয়েটিকে আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখে তারা । এরপরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মেয়েকে পিটিয়ে হত্যা করেছে সৎ মা ফারজানা । খবর জানাজানি হয়ে যাওয়ার ভয় থেকেই অভিযুক্ত আবর্জনার মধ্যে লুকিয়ে দেয় সৎ মেয়েকে । প্রতিবেশীরা জানতে পেরে 112 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয় । এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে গ্রামের লোকজনকে অভিযুক্তের বাড়ির ছাদ থেকে মেয়েটিকে বের করে আনতে দেখা গিয়েছে । এই ঘটনায় গ্রামের মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. সদ্যোজাত অষ্টম কন্যাকে বিক্রি মায়ের ! 'ক্রিমিনাল অফেন্স', তদন্তের আশ্বাস স্বাস্থ্য আধিকারিকের
  2. 3 বছরের মেয়ে-সহ নিখোঁজ স্বামী, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্ত্রীর
  3. নিখোঁজ নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার, অভিযুক্তের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার

কানপুর, 4 ফেব্রুয়ারি: প্রথমে 9 বছরের মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ৷ তারপর দেহ লুকিয়ে রাখা হল আর্বজনায়। এমনই অভিযোগ সৎ মা'র বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কানপুরের আড়ৈল থানার গাজনা গ্রামে ৷ অভিযুক্ত সৎ মাকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম ফারজানা ৷ তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন স্থানীয় বাসিন্দা আনিশের সঙ্গে । আনিশের প্রথম স্ত্রীর 9 বছরের একটি কন্যা সন্তান রয়েছে । সৎ মা ফারজানা কোনও কারণে প্রথমে মেয়েটিকে নির্মমভাবে মারধর করেন। তাতেই তার মৃত্যু হয় । এরপর নাবালিকার দেহ ছাদে রাখা আবর্জনার মধ্যে লুকিয়ে রাখে অভিযুক্ত । গ্রামবাসীদের দাবি, রাতেই মেয়েটির দেহ অন্যত্র ফেলে আসার পরিকল্পনা করেছিল ফারজানা ৷ তবে শেষরক্ষা হয়নি।

গ্রামের লোকজন বিষয়টি জানতে পেরে যায় ৷ গ্রামের শতাধিক মানুষ ফারজানার বাড়িতে জড়ো হয় । বাড়ির ছাদে পৌঁছে মেয়েটিকে আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখে তারা । এরপরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মেয়েকে পিটিয়ে হত্যা করেছে সৎ মা ফারজানা । খবর জানাজানি হয়ে যাওয়ার ভয় থেকেই অভিযুক্ত আবর্জনার মধ্যে লুকিয়ে দেয় সৎ মেয়েকে । প্রতিবেশীরা জানতে পেরে 112 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয় । এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে গ্রামের লোকজনকে অভিযুক্তের বাড়ির ছাদ থেকে মেয়েটিকে বের করে আনতে দেখা গিয়েছে । এই ঘটনায় গ্রামের মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. সদ্যোজাত অষ্টম কন্যাকে বিক্রি মায়ের ! 'ক্রিমিনাল অফেন্স', তদন্তের আশ্বাস স্বাস্থ্য আধিকারিকের
  2. 3 বছরের মেয়ে-সহ নিখোঁজ স্বামী, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্ত্রীর
  3. নিখোঁজ নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার, অভিযুক্তের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.