ETV Bharat / bharat

পাখির ধাক্কায় বেসামাল ! জরুরি অবতরণ শিলংগামী স্পাইসজেট বিমানের - EMERGENCY LANDING IN PATNA AIRPORT

উড়ানের পরই পাখির সঙ্গে ধাক্কা লেগে বিপত্তি ! পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেটের ফ্লাইট ৷ একটুর জন্য দুর্ঘটনা এড়াল দিল্লি থেকে শিলংগামী বিমান ৷

Emergency Landing in Patna Airport
জরুরি অবতরণের পর স্পাইসজেটের বিমান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 2:06 PM IST

পটনা, 9 ডিসেম্বর: পাইলটের বুদ্ধির জেরে বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি থেকে শিলংগামী বিমান ৷ যাওয়ার পথে হঠাৎ একটি পাখির সঙ্গে ধাক্কা ৷ তড়িঘড়ি পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় স্পাইসজেটের বিমানটিকে ৷ তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা ৷

জানা গিয়েছে, ওড়ার সময় বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা হয় । সেই কারণে সামনের টার্বোফ্যান ক্ষতিগ্রস্ত হয় । মারাত্মকভাবে ভেঙে পড়ে উইন্ড শিল্ডটিও (সামনের কাচ) ৷ বিমানটি পটনা বিমানবন্দর থেকে 1 কিলোমিটার দূরে থাকার সময় এই ঘটনা ঘটে । পাইলট খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করান । তাতেই প্রাণে বেঁচে যান যাত্রীরা ৷

বিমানটির নম্বর ছিল SG2950 ৷ তাতে মোট 80 জন যাত্রী ছিলেন ৷ সোমবার সকাল 7টা 3 মিনিট নাগাদ ফ্লাইটটি দিল্লি থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করে ৷ শিলংয়ে অবতরণের সময় ছিল বেলা 10টা 5 মিনিটে ৷ তবে ফ্লাইট ওড়ার পর সমস্যা দেখা দিতেই এটিসির সঙ্গে কথা বলেন পাইলট ৷ তারপরই পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করান ৷

এই ঘটনার পর ওএজি ফ্লাইট ভিউ তাদের ওয়েবসাইটে জানায়, দিল্লি থেকে শিলংগামী স্পাইসজেট ফ্লাইট 2950 বাতিল করা হয়েছে ৷ পটনা বিমানবন্দর থেকে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের শিলং পাঠানো হবে ৷

প্রসঙ্গত, 14 নভেম্বর বোমাতঙ্কের খবরে ছত্তিশগড়ের রায়পুরে জরুরি অবতরণ করানো হয় নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানকে ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি ৷ যদিও তাতে কিছুই পাওয়া যায়নি ফ্লাইটের ভিতর থেকে ৷

পটনা, 9 ডিসেম্বর: পাইলটের বুদ্ধির জেরে বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি থেকে শিলংগামী বিমান ৷ যাওয়ার পথে হঠাৎ একটি পাখির সঙ্গে ধাক্কা ৷ তড়িঘড়ি পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় স্পাইসজেটের বিমানটিকে ৷ তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা ৷

জানা গিয়েছে, ওড়ার সময় বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা হয় । সেই কারণে সামনের টার্বোফ্যান ক্ষতিগ্রস্ত হয় । মারাত্মকভাবে ভেঙে পড়ে উইন্ড শিল্ডটিও (সামনের কাচ) ৷ বিমানটি পটনা বিমানবন্দর থেকে 1 কিলোমিটার দূরে থাকার সময় এই ঘটনা ঘটে । পাইলট খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করান । তাতেই প্রাণে বেঁচে যান যাত্রীরা ৷

বিমানটির নম্বর ছিল SG2950 ৷ তাতে মোট 80 জন যাত্রী ছিলেন ৷ সোমবার সকাল 7টা 3 মিনিট নাগাদ ফ্লাইটটি দিল্লি থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করে ৷ শিলংয়ে অবতরণের সময় ছিল বেলা 10টা 5 মিনিটে ৷ তবে ফ্লাইট ওড়ার পর সমস্যা দেখা দিতেই এটিসির সঙ্গে কথা বলেন পাইলট ৷ তারপরই পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করান ৷

এই ঘটনার পর ওএজি ফ্লাইট ভিউ তাদের ওয়েবসাইটে জানায়, দিল্লি থেকে শিলংগামী স্পাইসজেট ফ্লাইট 2950 বাতিল করা হয়েছে ৷ পটনা বিমানবন্দর থেকে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের শিলং পাঠানো হবে ৷

প্রসঙ্গত, 14 নভেম্বর বোমাতঙ্কের খবরে ছত্তিশগড়ের রায়পুরে জরুরি অবতরণ করানো হয় নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানকে ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি ৷ যদিও তাতে কিছুই পাওয়া যায়নি ফ্লাইটের ভিতর থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.