ETV Bharat / bharat

মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের - কানপুরে পথ দুর্ঘটনা

Car Accident Kanpur Dehat: কানপুর দেহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি । দুর্ঘটনায় 6জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জেসিবির মাধ্যমে পুকুর থেকে তোলা হয় গাড়িটি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 12:25 PM IST

Updated : Feb 5, 2024, 12:58 PM IST

কানপুর, 5 ফেব্রুয়ারি: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে জলাশয়ে পড়ল গাড়ি ৷ মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 6 জনের ৷ সোমবার সকালে কানপুরের দেহাতের সিকান্দ্রা থানা এলাকার জগন্নাথপুর গ্রামের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ জলাশয় থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, কানপুরের দেরাপুর থানা এলাকার মুরা গ্রামের বাসিন্দা পঙ্কজ ৷ মেয়ের বিয়ের তিলক অনুষ্ঠানে যোগ দিতে ইটাওয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় গাড়ির অত্য়ন্ত বেশি ছিল ৷ সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি পুকুরে পরে য়ায় গাড়িটি ৷ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের ৷ পুলিশ জেসিবি দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে ৷

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কানপুর দেহাতের পুলিশ সুপার, সিও সিকান্দ্রা দেরাপুর এবং মঙ্গলপুর পুলিশ। গাড়িতে থাকা আটজনকে উদ্ধারের পর সিকান্দ্রা সিএইচসিতে পাঠানো হয়। প্রাথমিক চিকিত্‍সক পর চিকিৎসকরা গাড়ির চালক বিকাশ, খুশবু, বোন প্রাচি, সঞ্জয় ওরফে সঞ্জু, গোলু, পবন এবং মুরা গ্রামের প্রতীককে মৃত বলে ঘোষণা করেন। একই সঙ্গে গুরুতর আহত হন বিরাট ও তার বোন বৈষ্ণবী।

ছয়জনের মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুপার জানান, রাতে প্রচণ্ড গতি ও বৃষ্টির কারণে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুকুরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে । তবে দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. লখনউয়ের সংশোধনাগারে এইডস আক্রান্ত 66 বন্দি, উদ্বিগ্ন প্রশাসন
  2. দিল্লির পর বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক, ই-মেলে এল ভুয়ো হুমকি
  3. লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক

কানপুর, 5 ফেব্রুয়ারি: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে জলাশয়ে পড়ল গাড়ি ৷ মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 6 জনের ৷ সোমবার সকালে কানপুরের দেহাতের সিকান্দ্রা থানা এলাকার জগন্নাথপুর গ্রামের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ জলাশয় থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, কানপুরের দেরাপুর থানা এলাকার মুরা গ্রামের বাসিন্দা পঙ্কজ ৷ মেয়ের বিয়ের তিলক অনুষ্ঠানে যোগ দিতে ইটাওয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় গাড়ির অত্য়ন্ত বেশি ছিল ৷ সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি পুকুরে পরে য়ায় গাড়িটি ৷ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের ৷ পুলিশ জেসিবি দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে ৷

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কানপুর দেহাতের পুলিশ সুপার, সিও সিকান্দ্রা দেরাপুর এবং মঙ্গলপুর পুলিশ। গাড়িতে থাকা আটজনকে উদ্ধারের পর সিকান্দ্রা সিএইচসিতে পাঠানো হয়। প্রাথমিক চিকিত্‍সক পর চিকিৎসকরা গাড়ির চালক বিকাশ, খুশবু, বোন প্রাচি, সঞ্জয় ওরফে সঞ্জু, গোলু, পবন এবং মুরা গ্রামের প্রতীককে মৃত বলে ঘোষণা করেন। একই সঙ্গে গুরুতর আহত হন বিরাট ও তার বোন বৈষ্ণবী।

ছয়জনের মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুপার জানান, রাতে প্রচণ্ড গতি ও বৃষ্টির কারণে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুকুরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে । তবে দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. লখনউয়ের সংশোধনাগারে এইডস আক্রান্ত 66 বন্দি, উদ্বিগ্ন প্রশাসন
  2. দিল্লির পর বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক, ই-মেলে এল ভুয়ো হুমকি
  3. লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক
Last Updated : Feb 5, 2024, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.