চেন্নাই (তামিলনাড়ু), 12 অক্টোবর: দুর্ঘটনার কবলে মাইসোর-দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস ৷ এবার দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনের যাত্রীদের গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ ৷ শনিবার ভোরে চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন ৷ পাশাপাশি দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে এনআইএ।
রেলের তরফে বিশেষ ট্রেন
দক্ষিণ রেলের এক আধিকারিক জানান, এদিন ভোর 4টে 45 মিনিটে ছাড়ে বিশেষ এই ট্রেন ৷ যাত্রীদের প্রয়োজনে খাবার ও জলের সুব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি ৷ রেলের ওই আধিকারিক আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে ৷
Help Desk Set Up at Dr. MGR #Chennai Central Railway Station to Assist Passengers of 12578 #Mysuru - Darbhanga #BagmatiExpress #SouthernRailway pic.twitter.com/6iCgfpURUT
— Southern Railway (@GMSRailway) October 12, 2024
দুর্ঘটনাগ্রস্ত বাগমতী এক্সপ্রেস
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের 12টি কোচ ৷ দুর্ঘটনার কারণে এসি কোচে আগুনও লেগে যায় ৷
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சியுற்றோம். இந்த விபத்தையடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
— Udhay (@Udhaystalin) October 11, 2024
ரயில் விபத்தில் காயமுற்று,… pic.twitter.com/MSdkrkU6HG
খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা ও দমকল বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এই ট্রেনের বেশিরভাগ যাত্রীই উত্তর ভারতের ৷ দুর্ঘটনায় অন্তত 19 জন আহত হন বলে খবর ৷
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) October 11, 2024
தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் @Avadi_Nasar அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.
மீட்பு மற்றும்…
হাসপাতালে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন
শুক্রবার রাতে দুর্ঘটনায় আহতদের চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে আহতদের সঙ্গে দেখা করতে যান তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পাশে থাকার বার্তা দেন তিনি ৷ সেই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোড় কদমে চলছে উদ্ধারকাজ ৷
Help Desk Set Up at Dr. MGR #Chennai Central Railway Station to Assist Passengers of 12578 #Mysuru - Darbhanga #BagmatiExpress #SouthernRailway pic.twitter.com/6iCgfpURUT
— Southern Railway (@GMSRailway) October 12, 2024
দুর্ঘটনা প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
দুর্ঘটনার খবর পেয়েই তিরুভাল্লুর জেলা কালেক্টর, বিধানসভার সদস্য এবং এক মন্ত্রীকে ঘটনাস্থলে ব্যক্তিগতভাবে যাওয়ার নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন ৷ শুক্রবার রাত থেকেই পুরো ঘটনার উপর নজর রেখেছেন তিনি ৷ তামিলনাড়ুর সরকারের তরফে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷
দুর্ঘটনার কারণে ব্যহত ট্রেন চলাচল
এদিকে, শুক্রবার বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল সঙ্গে সঙ্গেই বাতিল করা হয় 12077 চেন্নাই সেন্ট্রাল-বিজয়ওয়াড়া জন শতাব্দী এক্সপ্রেস এবং 12078 বিজয়ওয়াড়া-চেন্নাই সেন্ট্রাল জন শতাব্দী এক্সপ্রেস ৷ সেই সঙ্গে, 6টিরও বেশি ট্রেনের পথ পরিবর্তন করা হয় এই দুর্ঘটনার কারণে ৷
রেলের তরফে হেল্পলাইন নম্বর
চেন্নাই রেলওয়ে বিভাগ এই ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর দিয়েছে। সেই দু'টি হেল্পলাইন নম্বরে 04425354151 এবং 04424354995 যাত্রীরা যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন ৷