ETV Bharat / bharat

মে মাসের শেষেই কেরলে বর্ষা, বাংলায় কবে ? - Onset Of Monsoon - ONSET OF MONSOON

IMD on Onset of Monsoon: দেশে স্বাভাবিক সময়েই বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বর্ষা স্বাভাবিক পরিমাণে হবে বলেও তাদের অনুমান। কিন্তু বাংলায় কেমন বৃষ্টি হবে?

Etv Bharat
বর্ষার আগমন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 4:59 PM IST

Updated : May 16, 2024, 5:11 PM IST

নয়াদিল্লি, 16 মে: বর্ষার আগমন নিয়ে বড় ঘোষণা করল মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হল নির্ধারিত সময় বর্ষা আসবে দেশে। গত কয়েক বছরে একাধিকবার নির্ধারিত সময়ের অনেক পরে বর্ষা এসেছে । এবার তা হবে না বলেই মনে করা হচ্ছে। শেষ কয়েক দশকের হিসেবে দেশে বর্ষা আসে আন্দামান সাগর হয়ে। আর মূল ভূখণ্ড হিসেবে প্রথমে কেরলে বর্ষা প্রবেশ করে। আন্দামানে বর্ষা প্রবেশ করে মে মাসের একেবারে শেষে। আর জুনের 1 তারিখ কেরলে প্রবেশ করে 'ঋতুরানি'। এবারও তাই হবে বলেই অনুমান করছেন আবহাওয়া দফতর।

মৌসুমি বায়ুর গতি-প্রকৃতি

দেশে বর্ষা প্রবেশ করা মানে আদতে হাওয়া বদল। দক্ষিণা বাতাসের দাপট কমে দক্ষিণ-পশ্চিমী বাতাস প্রভাব বিস্তার করা থেকেই বোঝা যায় দেশে বর্ষা প্রবেশ করেছে। প্রতি বছর নির্দিষ্ট কোনও একদিনে এমনকী নির্দিষ্ট সপ্তাহে বর্ষা আসে না। নানা ধরনের বদল ঘটতে থাকে। তারই মধ্যে একটি গড় হিসেব করে নেয় হাওয়া অফিস। বর্ষা আসার তারিখও সেভাবেই বের করা হয়েছে। পাশাপাশি বর্ষা কেমন হল তা প্রতি বছরই আলাদা আলাদা করে জানায় হাওয়া অফিস। এভাবেই বেশ কয়েক বছরের গড় হিসেব কষে দেখে হাওয়া অফিস। এই ধরনের শেষ হিসেব হয়েছিল 2020 সালে। মৌসম ভবনের সেই প্রতিবেদনে বলা হয়েছিল, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের মোট বৃষ্টির 70 থেকে 90 শতাংশ হয়ে যায়। তাই জুন থেকে দেশের কোন অংশে কেমন বৃষ্টি হল তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বর্ষা আসতে দেরি হলে বৃষ্টির পরিমাণ কম হয়। যার সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে।

বাংলায় কবে আসবে বর্ষা?

হাওয়া অফিসের হিসেবে এবার মে মাসের শেষ দিন থেকেই কেরলে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। বর্ষা প্রবেশের আগে সাধারণত বৃষ্টি হয়ে থাকে । পরিভাষায় একে বলা হয় প্রাক বর্ষার বৃষ্টি। কেরলে সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে মে মাসের শেষ সপ্তাহ থেকেই। কেরল থেকে বর্ষা ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে। বাংলায় বর্ষার আসার স্বাভাবিক তারিখ 12 জুন বা তার চেয়ে দু-একদিন আগে পড়ে। গত 10 বছরে কখনও জুনের তৃতীয় সপ্তাহের আগে বঙ্গে বর্ষা প্রবেশ করেনি। এবার কী হয় সেটাই দেখার। তবে এবার দেশজুড়ে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন:

  1. আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহের পরিস্থিতি !
  2. মুম্বইয়ে বৃষ্টি-ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 14, শোকপ্রকাশ মমতার

নয়াদিল্লি, 16 মে: বর্ষার আগমন নিয়ে বড় ঘোষণা করল মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হল নির্ধারিত সময় বর্ষা আসবে দেশে। গত কয়েক বছরে একাধিকবার নির্ধারিত সময়ের অনেক পরে বর্ষা এসেছে । এবার তা হবে না বলেই মনে করা হচ্ছে। শেষ কয়েক দশকের হিসেবে দেশে বর্ষা আসে আন্দামান সাগর হয়ে। আর মূল ভূখণ্ড হিসেবে প্রথমে কেরলে বর্ষা প্রবেশ করে। আন্দামানে বর্ষা প্রবেশ করে মে মাসের একেবারে শেষে। আর জুনের 1 তারিখ কেরলে প্রবেশ করে 'ঋতুরানি'। এবারও তাই হবে বলেই অনুমান করছেন আবহাওয়া দফতর।

মৌসুমি বায়ুর গতি-প্রকৃতি

দেশে বর্ষা প্রবেশ করা মানে আদতে হাওয়া বদল। দক্ষিণা বাতাসের দাপট কমে দক্ষিণ-পশ্চিমী বাতাস প্রভাব বিস্তার করা থেকেই বোঝা যায় দেশে বর্ষা প্রবেশ করেছে। প্রতি বছর নির্দিষ্ট কোনও একদিনে এমনকী নির্দিষ্ট সপ্তাহে বর্ষা আসে না। নানা ধরনের বদল ঘটতে থাকে। তারই মধ্যে একটি গড় হিসেব করে নেয় হাওয়া অফিস। বর্ষা আসার তারিখও সেভাবেই বের করা হয়েছে। পাশাপাশি বর্ষা কেমন হল তা প্রতি বছরই আলাদা আলাদা করে জানায় হাওয়া অফিস। এভাবেই বেশ কয়েক বছরের গড় হিসেব কষে দেখে হাওয়া অফিস। এই ধরনের শেষ হিসেব হয়েছিল 2020 সালে। মৌসম ভবনের সেই প্রতিবেদনে বলা হয়েছিল, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের মোট বৃষ্টির 70 থেকে 90 শতাংশ হয়ে যায়। তাই জুন থেকে দেশের কোন অংশে কেমন বৃষ্টি হল তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বর্ষা আসতে দেরি হলে বৃষ্টির পরিমাণ কম হয়। যার সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে।

বাংলায় কবে আসবে বর্ষা?

হাওয়া অফিসের হিসেবে এবার মে মাসের শেষ দিন থেকেই কেরলে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। বর্ষা প্রবেশের আগে সাধারণত বৃষ্টি হয়ে থাকে । পরিভাষায় একে বলা হয় প্রাক বর্ষার বৃষ্টি। কেরলে সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে মে মাসের শেষ সপ্তাহ থেকেই। কেরল থেকে বর্ষা ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে। বাংলায় বর্ষার আসার স্বাভাবিক তারিখ 12 জুন বা তার চেয়ে দু-একদিন আগে পড়ে। গত 10 বছরে কখনও জুনের তৃতীয় সপ্তাহের আগে বঙ্গে বর্ষা প্রবেশ করেনি। এবার কী হয় সেটাই দেখার। তবে এবার দেশজুড়ে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন:

  1. আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহের পরিস্থিতি !
  2. মুম্বইয়ে বৃষ্টি-ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 14, শোকপ্রকাশ মমতার
Last Updated : May 16, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.