ETV Bharat / bharat

প্রথমবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া, রাজস্থানে মনোনয়ন জমা রাজীব-পত্নী'র

Sonia Gandhi participates in upcoming Rajya Sabha polls: 2024 সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ৷ এই প্রথমবার রায়বরেলির লোকসভা সাংসদ তথা রাজীব-পত্নী রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দিলেন ৷

ETV Bharat
রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 12:28 PM IST

জয়পুর, 14 ফেব্রুয়ারি: আসন্ন রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি ৷ বুধবার সকালে জয়পুরে রাজস্থান বিধানসভা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তিনি ৷ এদিন সকালেই তিনি রাজস্থানের জয়পুরে পৌঁছন ৷

2023 সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে কংগ্রেস ৷ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, মরুরাজ্যে কংগ্রেসকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ ৷ কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ভারতের কোনও রাজ্য থেকে প্রার্থী হননি সোনিয়া ৷ হিন্দিভাষী রাজ্যকে গুরুত্ব দিতে চায় কংগ্রেস ৷ বিজেপি অবশ্য এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ৷

এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ 77 বছর বয়সি সোনিয়া গান্ধি এই প্রথম রাজ্যসভায় প্রার্থী হলেন ৷ বর্তমানে তিনি রায়বরেলির লোকসভা আসনের সাংসদ ৷ তবে 2024 সালের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হবেন না কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া ৷

1999 সালে প্রথমবার কংগ্রেসের সভানেত্রী হন সোনিয়া গান্ধি ৷ সে বছরই উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির স্ত্রী এবং তিনি জয়ী হন ৷ পাঁচ বার তিনি লোকসভা সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধি ৷ এবছরের এপ্রিল মাসে 56 জন রাজ্যসভা সাংসদ অবসর গ্রহণ করছেন ৷ এর নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ৷

সোনিয়া গান্ধির আগে গান্ধি পরিবারে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তিনি 1964 সালের অগস্ট থেকে 1967 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভা সাংসদ ছিলেন ৷ 2019 সালেই সোনিয়া ঘোষণা করেছিলেন, তিনি আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ৷ এর পাশাপাশি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধির লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, মায়ের লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রার্থী হোন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের অন্দরে
  2. লোকসভার প্রস্তুতিতে 'হাত', অধীরের নেতৃত্বে বঙ্গ কংগ্রেসে নির্বাচনী কমিটি
  3. 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার

জয়পুর, 14 ফেব্রুয়ারি: আসন্ন রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি ৷ বুধবার সকালে জয়পুরে রাজস্থান বিধানসভা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তিনি ৷ এদিন সকালেই তিনি রাজস্থানের জয়পুরে পৌঁছন ৷

2023 সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে কংগ্রেস ৷ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, মরুরাজ্যে কংগ্রেসকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ ৷ কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ভারতের কোনও রাজ্য থেকে প্রার্থী হননি সোনিয়া ৷ হিন্দিভাষী রাজ্যকে গুরুত্ব দিতে চায় কংগ্রেস ৷ বিজেপি অবশ্য এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ৷

এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ 77 বছর বয়সি সোনিয়া গান্ধি এই প্রথম রাজ্যসভায় প্রার্থী হলেন ৷ বর্তমানে তিনি রায়বরেলির লোকসভা আসনের সাংসদ ৷ তবে 2024 সালের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হবেন না কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া ৷

1999 সালে প্রথমবার কংগ্রেসের সভানেত্রী হন সোনিয়া গান্ধি ৷ সে বছরই উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির স্ত্রী এবং তিনি জয়ী হন ৷ পাঁচ বার তিনি লোকসভা সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধি ৷ এবছরের এপ্রিল মাসে 56 জন রাজ্যসভা সাংসদ অবসর গ্রহণ করছেন ৷ এর নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ৷

সোনিয়া গান্ধির আগে গান্ধি পরিবারে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তিনি 1964 সালের অগস্ট থেকে 1967 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভা সাংসদ ছিলেন ৷ 2019 সালেই সোনিয়া ঘোষণা করেছিলেন, তিনি আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ৷ এর পাশাপাশি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধির লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, মায়ের লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রার্থী হোন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের অন্দরে
  2. লোকসভার প্রস্তুতিতে 'হাত', অধীরের নেতৃত্বে বঙ্গ কংগ্রেসে নির্বাচনী কমিটি
  3. 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.