নয়াদিল্লি, 1 অক্টোবর: আমরণ অনশন শুরু করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর সঙ্গীরা ৷ সোমবার রাতে সাংবিধানিক দাবিদাওয়া নিয়ে তাঁদের 'দিল্লি চলো পদযাত্রা' এসে পৌঁছয় দিল্লি সীমানায় ৷ সেখানে তাঁদের আটক করে দিল্লি পুলিশ ৷ লাদাখের পরিবেশকর্মী সোনমের সঙ্গে প্রায় 120 জন স্থানীয় বাসিন্দা আছেন ৷ তাঁদের সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনায় লেহ-র বহু মানুষ প্রতিবাদে নেমেছে ৷ আর এরইমধ্যে মঙ্গলবার ওয়াংচুকের সঙ্গে দেখা হল না দিল্লির মুখ্যমন্ত্রীরও।
থানাতেই আমরণ অনশন শুরু করলেন সোনম এবং অন্যরা ৷ এদিকে সোনম-সহ লাদাখের অন্য বাসিন্দাদের আটক করার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে ৷ মামলাটি প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চে তালিকাভুক্ত করা হয় ৷ বেঞ্চ মঙ্গলবার মামলাটি শুনতে অস্বীকার করে ৷ বৃহস্পতিবার দুপুরে মামলাটির শুনানি হতে পারে ৷
सोनम वांगचुक और हमारे 150 लद्दाखी भाई-बहन शांतिपूर्ण तरीक़े से दिल्ली आ रहे थे। उनको पुलिस ने रोक लिया है। कल रात से बवाना थाने में क़ैद हैं।
— Atishi (@AtishiAAP) October 1, 2024
क्या लद्दाख के लोकतांत्रिक अधिकार माँगना ग़लत है? क्या 2 अक्तूबर को सत्याग्रहियों का गांधी समाधि जाना ग़लत है?
सोनम वांगचुक जी को रोकना… https://t.co/Nr9LVoiM7a
সোনম ওয়াংচুক-সহ বাকিদের আটকের ঘটনার খবর পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী তাঁদের সঙ্গে দেখা করতে যান ৷ মঙ্গলবার সকালে তিনি বাওয়ানা থানায় গেলে তাঁকে থানার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ আপ সূত্রে জানানো হয়েছে, দুপুর 1টার সময় অতিশী থানায় গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ আধিকারিকরা তাঁকে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে দেননি ৷ বাওয়ানা থানাটি দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থিত ৷
লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করার দাবিতে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) 'দিল্লি চলো পদযাত্রা'র আয়োজন করেছে ৷ এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাদাখবাসীদের চাকরি দেওয়ার দাবিও করেছেন তারা ৷ এই 'দিল্লি চলো পদযাত্রা' দিল্লি সীমানায় এসে পৌঁছয় সোমবার রাতে ৷ রাজধানীতে ঢোকার আগেই সোনম ওয়াংচুক-সহ বাকিদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, "রাজধানীর বিভিন্ন জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা লাগু করা হয়েছে ৷ আর তাই আমরা তাঁদের ফিরে যেতে অনুরোধ করি ৷ কিন্তু তাঁরা কথা শোনেননি বলেই আটক করতে হয়েছে ৷" জানা গিয়েছে, ওয়াংচুককে বাওয়ানা থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁকে তাঁর আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হয়নি ৷
এই 'দিল্লি চলো পদযাত্রা'র অনুমতি চেয়ে ওয়াংচুক এবং দলের অন্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মেইল করেছিলেন ৷ সেই মেইলটি কাজে লাগিয়ে সোনম-সহ বাকিদের আটক করা হয়েছে বলে অভিযোগ ৷ লাদাখের সাংসদ মহম্মদ হানিফা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আটকেদের মধ্যে 30 জন মহিলা আছেন ৷ তাঁদের পুরুষদের সঙ্গেই রাখা হয়েছে ৷