ETV Bharat / bharat

ব্রেকফাস্ট তৈরি না করায় মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে খুন, অভিযুক্ত নাবালক ছেলে - বেঙ্গালুরু

Bengaluru Murder Case: বেঙ্গালুরুর কেআর পুরার জাস্টিস ভিমাইয়া লেআউটে থাকতেন নেত্রাবতী (40) ও তাঁর ছেলে ৷ শুক্রবার সকালে ব্রেকফাস্ট তৈরি না হওয়া নিয়ে মা ও ছেলের বিবাদ হয় ৷ সেই বিবাদের জেরে মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠেছে নাবালক ছেলের বিরুদ্ধে ৷

file pic
file pic
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 4:51 PM IST

বেঙ্গালুরু, 2 ফেব্রুয়ারি: ব্রেকফাস্ট না করায় মাকে খুন করার অভিযোগ উঠল নাবালক ছেলের বিরুদ্ধে ৷ লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বছর চল্লিশের ওই মহিলাকে তাঁর ছেলে খুন করে বলে অভিযোগ । শুক্রবার সকালে বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে । খুনের পর বছর 17-র ওই অভিযুক্ত কেআর পুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে । মৃতের নাম নেত্রাবতী ৷ তিনি ছেলেকে নিয়ে কেআর পুরের জাস্টিস ভিমাইয়া লেআউটে থাকতেন ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলুতে ডিপ্লোমা পড়ছে ৷ বৃহস্পতিবার সে বাড়িতে আসে । রাতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয় । রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে ছেলেটি । শুক্রবার সকালে সে যথারীতি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয় । সকাল সাড়ে 7টায় সে লক্ষ্য করে যে তার মা খাবার তৈরি না করেই ঘুমাচ্ছেন ৷ তাতে সে রেগে যায় । সে মাকে জিজ্ঞাসা করে যে কেন খাবার তৈরি হয়নি ? তখন নেত্রাবতী তাকে বকাঝকা করেন । এই নিয়ে আবারও উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ।

অভিযোগ, তখন ছেলেটি ঘরে থাকা লোহার রড দিয়ে নেত্রাবতীর মাথায় আঘাত করে । প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় । এরপর ছেলে থানায় ফোন করে আত্মসমর্পণ করে । গত 30 বছর ধরে নেত্রাবতীর পরিবার কেআর পুরায় থাকত । তারা ভাড়া বাসায় থাকত ৷ নেত্রাবতী কর্মরতা ছিলেন ৷ ছেলেটি মুলাবাগিলুতে পড়াশুনা করছিল ৷ কারণ, তারা মূলত সেখানকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে ।

বেঙ্গালুরুর ডিসিপি শিবকুমার বলেন, "আজ (শুক্রবার) সকাল 7টা থেকে 8টা নাগাদ এই হত্যাকাণ্ড ঘটে । নেত্রাবতীকে তাঁর ছেলে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে । অভিযুক্ত একজন নাবালক । সে মুলাবাগিলুতে তার ডিপ্লোমা পড়ছিল । তাকে হেফাজতে নেওয়া হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷''

আরও পড়ুন:

  1. নমিনি নিয়ে বিবাদ, আমলা স্ত্রী'কে খুন করে 6 ঘণ্টা দেহ আগলে বসে রইল স্বামী
  2. সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী-স্ত্রী ! বদ্ধ ঘর থেকে উদ্ধার তিনজনের দেহ
  3. ঋণের টাকা চেয়ে না পেয়ে খুন এসিপি'র ছেলে, ঘটনায় ধৃত 1

বেঙ্গালুরু, 2 ফেব্রুয়ারি: ব্রেকফাস্ট না করায় মাকে খুন করার অভিযোগ উঠল নাবালক ছেলের বিরুদ্ধে ৷ লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বছর চল্লিশের ওই মহিলাকে তাঁর ছেলে খুন করে বলে অভিযোগ । শুক্রবার সকালে বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে । খুনের পর বছর 17-র ওই অভিযুক্ত কেআর পুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে । মৃতের নাম নেত্রাবতী ৷ তিনি ছেলেকে নিয়ে কেআর পুরের জাস্টিস ভিমাইয়া লেআউটে থাকতেন ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলুতে ডিপ্লোমা পড়ছে ৷ বৃহস্পতিবার সে বাড়িতে আসে । রাতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয় । রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে ছেলেটি । শুক্রবার সকালে সে যথারীতি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয় । সকাল সাড়ে 7টায় সে লক্ষ্য করে যে তার মা খাবার তৈরি না করেই ঘুমাচ্ছেন ৷ তাতে সে রেগে যায় । সে মাকে জিজ্ঞাসা করে যে কেন খাবার তৈরি হয়নি ? তখন নেত্রাবতী তাকে বকাঝকা করেন । এই নিয়ে আবারও উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ।

অভিযোগ, তখন ছেলেটি ঘরে থাকা লোহার রড দিয়ে নেত্রাবতীর মাথায় আঘাত করে । প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় । এরপর ছেলে থানায় ফোন করে আত্মসমর্পণ করে । গত 30 বছর ধরে নেত্রাবতীর পরিবার কেআর পুরায় থাকত । তারা ভাড়া বাসায় থাকত ৷ নেত্রাবতী কর্মরতা ছিলেন ৷ ছেলেটি মুলাবাগিলুতে পড়াশুনা করছিল ৷ কারণ, তারা মূলত সেখানকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে ।

বেঙ্গালুরুর ডিসিপি শিবকুমার বলেন, "আজ (শুক্রবার) সকাল 7টা থেকে 8টা নাগাদ এই হত্যাকাণ্ড ঘটে । নেত্রাবতীকে তাঁর ছেলে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে । অভিযুক্ত একজন নাবালক । সে মুলাবাগিলুতে তার ডিপ্লোমা পড়ছিল । তাকে হেফাজতে নেওয়া হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷''

আরও পড়ুন:

  1. নমিনি নিয়ে বিবাদ, আমলা স্ত্রী'কে খুন করে 6 ঘণ্টা দেহ আগলে বসে রইল স্বামী
  2. সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী-স্ত্রী ! বদ্ধ ঘর থেকে উদ্ধার তিনজনের দেহ
  3. ঋণের টাকা চেয়ে না পেয়ে খুন এসিপি'র ছেলে, ঘটনায় ধৃত 1
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.