ETV Bharat / bharat

বিদেশ থেকে গার্ডেন সিটিতে এল চালকবিহীন মেট্রোর রেক! দেখুন ভিডিয়ো - বেঙ্গালুরু মেট্রো

Bengaluru Metro: বিদেশ থেকে ভারতে চলে এল চালকনবিহীন ট্রেনের রেক ৷ পড়ে অবাক হচ্ছেন নিশ্চয়? অবশ্যই আপনারও ইচ্ছা করতে জানতে কোথায় এসেছে এগুলি ৷ আর এই চালকবিহীন মেট্রোটিকে দেখতেই বা কেমন লাগছে?

বিদেশ থেকে এল চালকবিহীন ট্রেন
Bengaluru Metro
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 11:08 PM IST

বিদেশ থেকে এল চালকবিহীন ট্রেন

বেঙ্গালুরু, 22 ফেব্রুয়ারি: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রের অন্যতম স্তম্ভ। দিনভর ব্য়স্ত থাকে এই শহর। কাজের জন্য, পড়াশোনার জন্য ভারতের বিভিন্ন শহরের একাধিক বাসিন্দা প্রতিনিয়ত এই শহরে আসছেন। কর্ণাটকের রাজধানি বেঙ্গালুরুর জনসংখ্যা ক্রমশ বাড়ছে ৷ ক্রমশ বড় হচ্ছে শহর। ঘনবসতিপূর্ণ বেঙ্গালুরুতে যানজটও নিত্যদিনের সমস্যা। এই সমস্যা কমাতে বিদেশ থেকে বেঙ্গালুরুতে চলে এল চালকবিহীন মেট্রো, বলা ভালো মেট্রোর 6টি রেক ৷

বেঙ্গালুরুর আরভি রোড-বোমাসান্দ্রার মধ্যে মেট্রোর ইয়েলো লাইনে যাতায়াতের জন্য চিনের সাংহাই থেকে চালকবিহীন মেট্রোর নয়া রেকগুলি এসেছে ৷ রেকগুলি হেব্বাগোডি ডিপোতে একসঙ্গে করা হয়েছে ও পরিদর্শনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত 24 জানুয়ারি সাংহাই বন্দর থেকে চেন্নাইয়ে রেকগুলি প্রথমে পাঠানো হয় ৷ মেট্রোর বগিগুলি বেঙ্গালুরুতে পৌঁছয় 14 ফেব্রুয়ারি। মঙ্গলবার সকালে ডিপোতে চালকবিহীন মেট্রোটি সামনে আনা হয় ৷

বগি ও ইঞ্জিন, স্ট্যাটিক পরীক্ষা ও পরিদর্শনের কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷ এবিষয়ে মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, এই ট্রেনটিকে হলুদ লাইনের রেলপথে চালানো হবে ৷ মার্চ মাসে পরীক্ষামূলক কাজকর্ম শুরু হবে। আধিকারিকরা আরও জানিয়েছেন, হলুদ লাইনে মেট্রো পরিষেবা শুরু করার জন্য আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে ৷ উল্লেখ্য, এই মেট্রো যোগাযোগেও চমক রয়েছে। বেঙ্গালুরুর মেট্রোর পরিষেবা বিশ্বমানের করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে আরও আধুনিক করার চেষ্টা চলছে। এই কারণেই চালকবিহীন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। এর জন্য তৈরি হচ্ছে বিশেষ ধরনের মেট্রোরেলের বগি। এই বগি তৈরির জন্য একটি চিনা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে।

আরও পড়ুন:

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
  2. যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন যুবতী জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ
  3. শেষের পথে অপেক্ষা! দ্রুত তিনটি নতুন মেট্রো-রুট পেতে চলেছে কলকাতা

বিদেশ থেকে এল চালকবিহীন ট্রেন

বেঙ্গালুরু, 22 ফেব্রুয়ারি: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রের অন্যতম স্তম্ভ। দিনভর ব্য়স্ত থাকে এই শহর। কাজের জন্য, পড়াশোনার জন্য ভারতের বিভিন্ন শহরের একাধিক বাসিন্দা প্রতিনিয়ত এই শহরে আসছেন। কর্ণাটকের রাজধানি বেঙ্গালুরুর জনসংখ্যা ক্রমশ বাড়ছে ৷ ক্রমশ বড় হচ্ছে শহর। ঘনবসতিপূর্ণ বেঙ্গালুরুতে যানজটও নিত্যদিনের সমস্যা। এই সমস্যা কমাতে বিদেশ থেকে বেঙ্গালুরুতে চলে এল চালকবিহীন মেট্রো, বলা ভালো মেট্রোর 6টি রেক ৷

বেঙ্গালুরুর আরভি রোড-বোমাসান্দ্রার মধ্যে মেট্রোর ইয়েলো লাইনে যাতায়াতের জন্য চিনের সাংহাই থেকে চালকবিহীন মেট্রোর নয়া রেকগুলি এসেছে ৷ রেকগুলি হেব্বাগোডি ডিপোতে একসঙ্গে করা হয়েছে ও পরিদর্শনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত 24 জানুয়ারি সাংহাই বন্দর থেকে চেন্নাইয়ে রেকগুলি প্রথমে পাঠানো হয় ৷ মেট্রোর বগিগুলি বেঙ্গালুরুতে পৌঁছয় 14 ফেব্রুয়ারি। মঙ্গলবার সকালে ডিপোতে চালকবিহীন মেট্রোটি সামনে আনা হয় ৷

বগি ও ইঞ্জিন, স্ট্যাটিক পরীক্ষা ও পরিদর্শনের কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷ এবিষয়ে মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, এই ট্রেনটিকে হলুদ লাইনের রেলপথে চালানো হবে ৷ মার্চ মাসে পরীক্ষামূলক কাজকর্ম শুরু হবে। আধিকারিকরা আরও জানিয়েছেন, হলুদ লাইনে মেট্রো পরিষেবা শুরু করার জন্য আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে ৷ উল্লেখ্য, এই মেট্রো যোগাযোগেও চমক রয়েছে। বেঙ্গালুরুর মেট্রোর পরিষেবা বিশ্বমানের করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে আরও আধুনিক করার চেষ্টা চলছে। এই কারণেই চালকবিহীন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। এর জন্য তৈরি হচ্ছে বিশেষ ধরনের মেট্রোরেলের বগি। এই বগি তৈরির জন্য একটি চিনা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে।

আরও পড়ুন:

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
  2. যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন যুবতী জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ
  3. শেষের পথে অপেক্ষা! দ্রুত তিনটি নতুন মেট্রো-রুট পেতে চলেছে কলকাতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.