ETV Bharat / bharat

নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের - শিবমোগা আদালত

Shivamogga Court: ড্রাইভিং লাইসেন্স না থাকা 17 বছরের ছেলেকে বাইক চালাতে দিয়েছিলেন মা ৷ সেই কারণে মাকে জরিমানা করল আদালত ৷ 30 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ ঘটনাটি কর্ণাটকের শিবমোগার ৷

etv bharat
etv bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 5:57 PM IST

শিবমোগা (কর্ণাটক), 8 ফেব্রুয়ারি: নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে জরিমানা করল কর্ণাটকের শিবমোগা আদালত ৷ সংশ্লিষ্ট মহিলাকে 30 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ ঘটনার সময় ছেলেটির বয়স ছিল 17 ৷ তার কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না ৷

ঘটনার দিন শিবমোগা পূর্ব ট্রাফিক থানার অধীনে এসপিএম রোডের কাছে ট্রাফিক পুলিশ ছেলেটিকে আটকায় । জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ছেলেটি নাবালক ৷ যে বাইকে সে ছিল, সেটির মালিকানা আসলে তার মায়ের নামে ৷ পূর্ব ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং নাবালক ছেলেকে বাইক চালানোর অনুমতি দেওয়ার জন্য মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে । পরে পুলিশ আদালতে বিস্তারিত রিপোর্ট দাখিল করে । সেই মামলাতেই আদালত 30 হাজার টাকা জরিমানা করে ওই মহিলাকে ৷

উল্লেখ্য, বেঙ্গালুরুতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও 18 বছরের কমবয়সী পড়ুয়াদের বাইক চালানোর সংখ্যা বেড়েছে৷ ট্রাফিক পুলিশ এটি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে । সম্প্রতি একটি বিশেষ অভিযান চালানো হয় এই নিয়ে ৷ সংশ্লিষ্ট পড়ুয়াদের অভিভাবকদের জরিমানা করা হয় ও বাইক না দিতে সতর্ক করা হয় । ট্রাফিক পুলিশ সম্প্রতি বেঙ্গালুরুতে দেড় হাজার স্কুল ও কলেজ পড়ুয়ার অভিভাবককে জরিমানা করেছে । তাছাড়া পড়ুয়াদের মধ্যে টু-হুইলারের ব্যবহার বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ শহরের দেড়শো কলেজ পরিদর্শনও করে ।

বেঙ্গালুরু দক্ষিণ বিভাগের ট্রাফিক ডিসিপি শিবপ্রকাশ দেবরাজ জানিয়েছেন, পুলিশ অভিভাবকদের সতর্ক করেছে যে ঘটনার পুনরাবৃত্তি হলে তারা মামলা করবে । এই বিষয়ে, স্কুলগুলিকে একটি সার্কুলার জারি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. জরিমানা পুরোপুরি মুকুব, তবুও কর না দিয়ে 40 হাজার গাড়ি চলাচল আসানসোলে
  2. বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ, দিতে হবে 10 হাজারি জরিমানা; কোথায় এমন নিয়ম?
  3. গাড়ি জরিমানায় কয়েক হাজার কোটি টাকা মুকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের

শিবমোগা (কর্ণাটক), 8 ফেব্রুয়ারি: নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে জরিমানা করল কর্ণাটকের শিবমোগা আদালত ৷ সংশ্লিষ্ট মহিলাকে 30 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ ঘটনার সময় ছেলেটির বয়স ছিল 17 ৷ তার কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না ৷

ঘটনার দিন শিবমোগা পূর্ব ট্রাফিক থানার অধীনে এসপিএম রোডের কাছে ট্রাফিক পুলিশ ছেলেটিকে আটকায় । জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ছেলেটি নাবালক ৷ যে বাইকে সে ছিল, সেটির মালিকানা আসলে তার মায়ের নামে ৷ পূর্ব ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং নাবালক ছেলেকে বাইক চালানোর অনুমতি দেওয়ার জন্য মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে । পরে পুলিশ আদালতে বিস্তারিত রিপোর্ট দাখিল করে । সেই মামলাতেই আদালত 30 হাজার টাকা জরিমানা করে ওই মহিলাকে ৷

উল্লেখ্য, বেঙ্গালুরুতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও 18 বছরের কমবয়সী পড়ুয়াদের বাইক চালানোর সংখ্যা বেড়েছে৷ ট্রাফিক পুলিশ এটি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে । সম্প্রতি একটি বিশেষ অভিযান চালানো হয় এই নিয়ে ৷ সংশ্লিষ্ট পড়ুয়াদের অভিভাবকদের জরিমানা করা হয় ও বাইক না দিতে সতর্ক করা হয় । ট্রাফিক পুলিশ সম্প্রতি বেঙ্গালুরুতে দেড় হাজার স্কুল ও কলেজ পড়ুয়ার অভিভাবককে জরিমানা করেছে । তাছাড়া পড়ুয়াদের মধ্যে টু-হুইলারের ব্যবহার বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ শহরের দেড়শো কলেজ পরিদর্শনও করে ।

বেঙ্গালুরু দক্ষিণ বিভাগের ট্রাফিক ডিসিপি শিবপ্রকাশ দেবরাজ জানিয়েছেন, পুলিশ অভিভাবকদের সতর্ক করেছে যে ঘটনার পুনরাবৃত্তি হলে তারা মামলা করবে । এই বিষয়ে, স্কুলগুলিকে একটি সার্কুলার জারি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. জরিমানা পুরোপুরি মুকুব, তবুও কর না দিয়ে 40 হাজার গাড়ি চলাচল আসানসোলে
  2. বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ, দিতে হবে 10 হাজারি জরিমানা; কোথায় এমন নিয়ম?
  3. গাড়ি জরিমানায় কয়েক হাজার কোটি টাকা মুকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.