বিজাপুর, 18 জুলাই: ছত্তিশগড় বিজাপুরে তল্লাশি অভিযানের সময় আইইডি বিস্ফোরণ ৷ শহিদ হয়েছেন দুই এসটিএফ জওয়ান ৷ এই ঘটনায় 4 জওয়ান গুরুতর আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে । জওয়ানদের অবস্থা বিবেচনা করে অবিলম্বে তাঁদের এয়ারলিফটের প্রস্তুতিও নেওয়া হচ্ছে । এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার জিতেন্দ্র যাদব । শহিদ দুই জওয়ান হলেন কনস্টেবল ভারত সাহু, তিনি রায়পুরের বাসিন্দা এবং অপরজন শহিদ কনস্টেবল সাতের সিং, তিনি নারায়ণপুরের বাসিন্দা ।
জানা গিয়েছে, এসটিএফ জওয়ানেরা বুধবার একটি রুটিন তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন । তল্লাশি চলাকালীন জওয়ানের দল বিজাপুরের তাররেম এলাকায় পৌঁছনো মাত্রই বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে । জওয়ানেরা যতক্ষণে বিষয়টি বুঝতে পারেন ততক্ষণে বোমার আঘাতে দু'জনের মৃত্যু হয়েছে । এই ঘটনার পর অবিলম্বে বাকি চার আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান জওয়ানেরা । আহতদের অবস্থা আশঙ্কাজনক । আহত চার জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রায়পুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । মৃতদের জওয়ানদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
বস্তারের আইজি সুন্দররাজ পি বলেন, "বিজাপুর, দান্তেওয়াড়া এবং সুকমা জেলার সীমান্ত এলাকায় দরভা বিভাগ, পশ্চিম বস্তার বিভাগ এবং সামরিক কোম্পানি নম্বর 2 থেকে মাওবাদীদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল ৷ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে 16 জুলাই সেখানে STF, DRG, Cobra, CRPF-এর যৌথ দল পাঠানো হয় । বিশেষ অভিযানে ওই সকল জওয়ানেরা যুক্ত ছিলেন । অভিযান শেষে ফেরার সময় 17 জুলাই তাররেম এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটে । যার জেরে শহিদ হন দুই জওয়ান । আহত হয়েছেন চারজন । আহত সেনাদের চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে । তল্লাশির জন্য ঘটনাস্থলে অতিরিক্ত জওয়ান পাঠানো হয়েছে ।"